কলকাতা, 31 জানুয়ারি: ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়াকে মারধরের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল । জানা গিয়েছে, গল্ফ গ্রিনের একটি স্কুলে এই ঘটনা ঘটেছে । ওই পড়ুয়ার বাবা গল্ফ গ্রিন থানায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে খবর ।
গল্ফ গ্রিন থানা এলাকার গান্ধি কলোনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিসকুমার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে । ওই ছাত্রের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে প্রধান শিক্ষক এমন মারধর করেছেন যে, সে বাড়িতে ফিরে অসুস্থবোধ করে । এমনকি ছেলেকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গিয়ে তার প্রাথমিক চিকিৎসাও করাতে হয় । আরও অভিযোগ, ওই ছাত্র এখন এতটাই আতঙ্কিত যে, স্কুলে যেতে ভয় পাচ্ছে । এই ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ওই প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে । অভিযুক্ত প্রধান শিক্ষক পুলিশকে জানান, ওই অভিভাবকের অভিযোগ গোটাটাই মিথ্যে । কারণ স্কুলের শৃঙ্খলা শেখাতে গিয়ে স্কেল দিয়ে আলগা ভাবে ওই ছাত্রের পিছনে আঘাত করেছিলেন তিনি । আর কিছুই ঘটেনি ।
তদন্তে নেমে পুলিশ জানাতে পারে যে, স্কুলের টিফিন পিরিয়ডের পরে ওই ছাত্র ক্লাস মনিটরকে বলে শৌচালয়ে গিয়েছিল । তখন স্কুলের করিডরে প্রধান শিক্ষক রাউন্ডে ছিলেন । তিনি জানতে চান, কেন সে টিফিনের পরে বাইরে ঘুরছে ? ছাত্রটি তাঁকে জানায়, সে শৌচালয়ে গিয়েছিল । কিন্তু প্রধান শিক্ষক তা শুনেও ওই ছাত্রকে মারধর করেন বলে অভিযোগ ।
ওই ছাত্রের বাবার অভিযোগ, বুট দিয়ে পায়েও আঘাত করা হয় তাঁর ছেলেকে । ছাত্রের বাবার দাবি, এর পরে ক্লাসে গিয়ে ছেলে কাঁদতে থাকে । ছুটির পরে মাকে ঘটনাটি জানায় সে । বাড়িতে এসে গোটা বিষয়টি জানায় । হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছেলেকে । প্রাথমিক চিকিৎসার পরে ওই ছাত্রকে ছেড়ে দেয় হাসপাতাল । চিকিৎসকেরা তাকে বাড়িতে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে বলেছেন বলেও দাবি করে ওই ছাত্রের পরিবার । যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক মুখ খুলতে চাননি । লালবাজার সূত্রে খবর, ঘটনার অভিযোগ হয়েছে, তার তদন্ত চলছে ।
আরও পড়ুন: