মালদা, 3 ফেব্রুয়ারি: ফের দুষ্কৃতীদের গুলিতে মৃত ব্যক্তি ৷ মৃতের নাম চিন্ময় বারুই (47) ৷ শুক্রবার মালদার গাজোল থানার রশিদপুর এলাকার ঘটনা ৷ মৃতের বাড়ি গাজোল থানার হরিদাসপুর এলাকায় ৷ দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলে ৷ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে ৷
পুলিশ সূত্রের খবর, চিন্ময় স্থানীয় একটি মদের দোকানে কাজ করেন। গতকাল রাতে দোকান বন্ধের আগে বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলেন পাওনা টাকা আদায়ে ৷ টাকা নিয়ে মোটরবাইকে করে মালিকের বাড়ির দিকে যাচ্ছিলেন ৷ তার সঙ্গে আরও এক যুবক ছিলেন । রশিদপুর আসতেই দুষ্কৃতীদের গুলিতে বিদ্ধ হন তিনি ৷
রশিদপুরে কি হল ? অভিযোগ, শুক্রবার রশিদপুর এলাকায় তাঁদের বাইক পৌঁছতেই ছ'জন দুষ্কৃতী তাদের পথ আটকায় ৷ দুষ্কৃতীরা সকলেই বাইকে ছিল ৷ এরপরই টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় প্রথমে চিন্ময় বারুইকে মারধর করে আততায়ীরা ৷ কোনওমতে মোটরবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চিন্ময় ও তাঁর সঙ্গে থাকা আর একজন । সেই সময় তাঁদের লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। মোটরবাইকের পেছনে ছিলেন চিন্ময় । একটি গুলি লাগে তাঁর কোমরে । নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে পড়ে যান তিনি। এরপরেই টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
চিন্ময়বাবুর সঙ্গে থাকা ওই যুবক ফোন করে স্থানীয় থানা ও মালিককে সমস্ত ঘটনা জানান। তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিক্যাল কলেজে ভরতি করা হয়। মেডিকেল কলেজ সূত্রে জানানো হয়, এক্স-রে রিপোর্টে দেখা গিয়েছে চিন্ময়বাবুর কোমরের পাশে গুলি আটকে রয়েছে। চিকিৎসা শুরু হলেও পরে সেখানেই মৃত্যু হয়েছে ৷
ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। যদিও গোটা ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । মৃতের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ৷
আরও পড়ুন: