ETV Bharat / state

আদিবাসী বধূর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য, আটক স্বামী - Woman mysterious death

Woman's mysterious death: আদিবাসী বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে আটক করা হল ৷ মৃতার পরিবারের দাবি, আটক ব্যক্তিই খুন করেছে তাঁর স্ত্রীকে ৷ যদিও তা মানতে নারাজ অভিযুক্ত ৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

ETV BHARAT
আদিবাসী বধূর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 5:28 PM IST

মালদা, 14 জুলাই: 38 বছর বয়সি এক আদিবাসী বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্যের গন্ধ ছড়িয়েছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের চিড়াকুঠি গ্রামে ৷ মৃতার বাবার বাড়ির সদস্যদের অভিযোগ, ওই বধূকে খুন করা হয়েছে ৷ যদিও অভিযুক্ত স্বামীর বক্তব্য, নেশার ঘোরে চৌকি থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ আটক করা হয়েছে মৃতার স্বামীকে ৷ তাঁকে জেরা করা হচ্ছে ৷

আদিবাসী বধূর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য (নিজস্ব ভিডিয়ো)

মৃত বধূর নাম মিলি টুডু ৷ চিড়াকুঠি গ্রামেই তাঁর বাবার বাড়ি ৷ তাঁদের এক ছেলে রয়েছে ৷ কিন্তু ছেলে তার ঠাকুরদার বাড়িতে থাকে ৷ বাড়িতে স্বামী-স্ত্রী'ই থাকতেন ৷ রবিবার সকালে ঘরের মেঝেতে স্ত্রীর মৃতদেহ দেখতে পান স্বামী গুডমল মুর্মু ৷ তিনি খবর দেন তাঁর বাবার বাড়িতে ৷ মুহূর্তের মধ্যে গোটা গ্রামে সেই খবর চাউর হয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মিলির মৃতদেহ মালদা মেডিক্যালে নিয়ে যায় ৷

গুডমলের বক্তব্য, "গতকাল আমরা দু'জনেই মদ্যপান করেছিলাম ৷ রাত দুটো থেকে আড়াইটের মধ্যে দু'জনেই ঘুম থেকে উঠে বাথরুমে যাই ৷ ঘরে ফিরে আমি শুয়ে পড়ি ৷ ও তখন চৌকিতে বসে ছিল ৷ ভোরে ঘুম ভাঙলে দেখি, মিলি পাশে নেই ৷ ওর শাড়ির আঁচলটা চৌকিতে রয়েছে ৷ আমি শাড়ি ধরে টান দিই ৷ তখন বুঝতে পারি, ও চৌকি থেকে পড়ে গিয়েছে ৷ ওকে চৌকিতে উঠে ঘুমোতে বলি ৷ উত্তর না পেয়ে ওর শাড়ি টানতে থাকি ৷ কিন্তু তাতেও ও মেঝে থেকে না ওঠায় আমি ওর হাত ধরে তুলতে যাই ৷ তখনই দেখি, ওর হাত ঠাণ্ডা ৷ বুঝতে পারি, ও বেঁচে নেই ৷ আমি দৌড়ে বাবার বাড়িতে যাই ৷ সব ঘটনা খুলে বলি ৷ তখন সবাই বাড়িতে ছুটে আসে ৷ বলা হচ্ছে, আমি নাকি মিলিকে খুন করেছি ৷ আমি চাই, ওর মৃতদেহের ময়নাতদন্ত হোক ৷ তাতেই ওর মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷"

মৃত মিলির বোন আনতি টুডুর দাবি, "দিদি-জামাইবাবুর মধ্যে গতকাল কোনও ঝামেলা হয়েছিল কি না, তা বলতে পারব না ৷ তবে দিদিকে জামাইবাবু খুন করেছে ৷ দিদির মুখ-সহ বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে ৷ চৌকি থেকে পড়ে গেলে এত ক্ষত হয় না ৷ হতে পারে না ৷ আমরা চাই, পুলিশ তদন্ত করে জামাইবাবুকে কঠোর শাস্তি দিক ৷"

স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি তালা হাঁসদা জানাচ্ছেন, "সকালে ফোনে এই খবর পাই ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসি ৷ দেখি, মেয়েটি মারা গিয়েছে ৷ শুনলাম, দু'দিন আগে ওরা একটি শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল ৷ গতকাল স্বামী-স্ত্রী মিলে মদ্যপান করে ৷ নেশাগ্রস্ত অবস্থায় রাতে বাড়ি ফিরে ওরা শুয়ে পড়ে ৷ ঘুমন্ত অবস্থায় চৌকি থেকে পড়ে নাকি মেয়েটি মারা গিয়েছে ৷ পুলিশ এসেছে ৷ তারা তদন্ত করে গোটা ঘটনাটি দেখবে ৷ মেয়ের বাপের বাড়ির তরফে অভিযোগ করা হয়েছে, মেয়েটিকে খুন করা হয়েছে ৷"

মালদা থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে আটক করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ গোটা ঘটনা জানতে পুলিশি তদন্ত চলছে ৷

মালদা, 14 জুলাই: 38 বছর বয়সি এক আদিবাসী বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্যের গন্ধ ছড়িয়েছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের চিড়াকুঠি গ্রামে ৷ মৃতার বাবার বাড়ির সদস্যদের অভিযোগ, ওই বধূকে খুন করা হয়েছে ৷ যদিও অভিযুক্ত স্বামীর বক্তব্য, নেশার ঘোরে চৌকি থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ আটক করা হয়েছে মৃতার স্বামীকে ৷ তাঁকে জেরা করা হচ্ছে ৷

আদিবাসী বধূর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য (নিজস্ব ভিডিয়ো)

মৃত বধূর নাম মিলি টুডু ৷ চিড়াকুঠি গ্রামেই তাঁর বাবার বাড়ি ৷ তাঁদের এক ছেলে রয়েছে ৷ কিন্তু ছেলে তার ঠাকুরদার বাড়িতে থাকে ৷ বাড়িতে স্বামী-স্ত্রী'ই থাকতেন ৷ রবিবার সকালে ঘরের মেঝেতে স্ত্রীর মৃতদেহ দেখতে পান স্বামী গুডমল মুর্মু ৷ তিনি খবর দেন তাঁর বাবার বাড়িতে ৷ মুহূর্তের মধ্যে গোটা গ্রামে সেই খবর চাউর হয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মিলির মৃতদেহ মালদা মেডিক্যালে নিয়ে যায় ৷

গুডমলের বক্তব্য, "গতকাল আমরা দু'জনেই মদ্যপান করেছিলাম ৷ রাত দুটো থেকে আড়াইটের মধ্যে দু'জনেই ঘুম থেকে উঠে বাথরুমে যাই ৷ ঘরে ফিরে আমি শুয়ে পড়ি ৷ ও তখন চৌকিতে বসে ছিল ৷ ভোরে ঘুম ভাঙলে দেখি, মিলি পাশে নেই ৷ ওর শাড়ির আঁচলটা চৌকিতে রয়েছে ৷ আমি শাড়ি ধরে টান দিই ৷ তখন বুঝতে পারি, ও চৌকি থেকে পড়ে গিয়েছে ৷ ওকে চৌকিতে উঠে ঘুমোতে বলি ৷ উত্তর না পেয়ে ওর শাড়ি টানতে থাকি ৷ কিন্তু তাতেও ও মেঝে থেকে না ওঠায় আমি ওর হাত ধরে তুলতে যাই ৷ তখনই দেখি, ওর হাত ঠাণ্ডা ৷ বুঝতে পারি, ও বেঁচে নেই ৷ আমি দৌড়ে বাবার বাড়িতে যাই ৷ সব ঘটনা খুলে বলি ৷ তখন সবাই বাড়িতে ছুটে আসে ৷ বলা হচ্ছে, আমি নাকি মিলিকে খুন করেছি ৷ আমি চাই, ওর মৃতদেহের ময়নাতদন্ত হোক ৷ তাতেই ওর মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷"

মৃত মিলির বোন আনতি টুডুর দাবি, "দিদি-জামাইবাবুর মধ্যে গতকাল কোনও ঝামেলা হয়েছিল কি না, তা বলতে পারব না ৷ তবে দিদিকে জামাইবাবু খুন করেছে ৷ দিদির মুখ-সহ বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে ৷ চৌকি থেকে পড়ে গেলে এত ক্ষত হয় না ৷ হতে পারে না ৷ আমরা চাই, পুলিশ তদন্ত করে জামাইবাবুকে কঠোর শাস্তি দিক ৷"

স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি তালা হাঁসদা জানাচ্ছেন, "সকালে ফোনে এই খবর পাই ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসি ৷ দেখি, মেয়েটি মারা গিয়েছে ৷ শুনলাম, দু'দিন আগে ওরা একটি শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল ৷ গতকাল স্বামী-স্ত্রী মিলে মদ্যপান করে ৷ নেশাগ্রস্ত অবস্থায় রাতে বাড়ি ফিরে ওরা শুয়ে পড়ে ৷ ঘুমন্ত অবস্থায় চৌকি থেকে পড়ে নাকি মেয়েটি মারা গিয়েছে ৷ পুলিশ এসেছে ৷ তারা তদন্ত করে গোটা ঘটনাটি দেখবে ৷ মেয়ের বাপের বাড়ির তরফে অভিযোগ করা হয়েছে, মেয়েটিকে খুন করা হয়েছে ৷"

মালদা থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে আটক করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ গোটা ঘটনা জানতে পুলিশি তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.