শান্তিপুর, 27 অক্টোবর: আবারও যৌন লালসার শিকার এক নাবালিকা ৷ সাত বছরের ওই কন্যার উপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত এলাকারই বাসিন্দা, 45 বছরের এক ব্যক্তি ৷ তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত জনতা ৷ শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সামেদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ ৷
এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে । জানা গিয়েছে, শনিবার বিকেল চারটে নাগাদ সাত বছরের ওই বালিকা তার প্রতিবেশী সামেদ শেখের বাড়িতে খেলা করতে যায় । সেই সময় সামেদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না । অভিযোগ, সেই সুযোগ নিয়ে নাবালিকাকে একটি ঘরে নিয়ে যান অভিযুক্ত । এরপর নাবালিকাকে উলঙ্গ করে তাঁর যৌন নিগ্রহের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ৷
ওই নাবালিকা কোনও রকমে অভিযুক্তের হাত থেকে পালিয়ে বাড়ি চলে আসে । সে পুরো বিষয়টি তার মায়ের কাছে খুলে বলে । এরপর এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ৷ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সামেদ শেখের বাড়ি ঘিরে ফেলেন ৷ এরপর তাঁকে বাড়ি থেকে বের করে এনে গণপিটুনি দেওয়া হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা ৷ আজ অভিযুক্ত সামেদ সেখকে রানাঘাট আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ ।
নাবালিকার পরিবারের দাবি, এই প্রথম নয়, এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিগৃহীতা বালিকার পরিবার ৷