ভাঙড়, 7 জুলাই: ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ ৷ এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ চোর সন্দেহে ভাঙড় বাজারের ফুলবাড়ি এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে ৷ মৃত ব্যক্তির নাম আজগার মোল্লা । ঘটনাস্থলে আসে আজগারের বাড়ির লোকজনও । তাঁরা যদিও বলছেন, কী থেকে ঘটনার সূত্রপাত কিছুই জানেন না ।
ঘটনাটি ঘটেছে রবিবার সাতসকালে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ ময়নাতদন্তের জন্য দেহটি ক্যানিং হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ ৷ তবে প্রাথমিকভাবে মারধরের জেরে ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় বাজারে বেশ কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটেছে ৷ এর জেরে রাতে পাহারার ব্যবস্থা করা হয় ৷ কিন্তু এলাকাবাসীর অভিযোগ, তাঁরা চলে গেলে ফের চুরি হয় ৷ এরপরেই রবিবার সকালে চোর সন্দেহে ওই ব্যক্তিকে বেঁধে রেখে মারধর করা হয়ে বলে অভিযোগ ৷
এলাকার বাসিন্দা শেখ রফিকুল হাসান বলেন, "অনেকদিন ধরে এই এলাকায় চুরি হচ্ছে । রাতে রাতপ্রহরী থাকে । তাঁরা চলে গেলেই চুরি বেড়ে যায় । আজ একজন ধরা পড়ে যায় । তারপরই ওকে বেঁধে রাখা হয় । সবাই এসে চড়-চাপ্পড় মারছিল । এরপরে সে বেহুঁশ হয়ে পড়ে । আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো নেশাগ্রস্ত ৷ নাটক করে শুয়ে আছে । তারপর আমরা নখ টিপে দেখি ও আর উঠছে না ।"
শুধু ভাঙড় নয়, সাম্প্রতিক সময়ে কলকাতা, উত্তর 24 পরগনা-সহ একাধিক জেলায় গণপিটুনির অভিযোগ উঠেছে ৷ বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কোলে ঢোলে পড়েছে সন্দেহের শিকার জখম ওই ব্যক্তি ৷ শনিবারই গণধোলাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তারপর 24 ঘণ্টা কাটতে না কাটতে ফের কলকাতা সংলগ্ন ভাঙড় এলাকায় গণপিটুনির ঘটনা ঘটল ৷