ETV Bharat / state

'রিস্ক' নিয়ে কপ্টারে আলিপুরদুয়ার, প্রশাসনকে দুর্গতদের পাশে থাকার নির্দেশ মমতার - Mamata visits Alipurduar

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 5:05 PM IST

Updated : Apr 1, 2024, 6:39 PM IST

Mamata visits Alipurduar: আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
আলিপুরদুয়ারে প্রশাসনকে দুর্গতদের পাশে থাকার নির্দেশ মমতার

আলিপুরদুয়ার, 1 এপ্রিল: আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হেলিকপ্টারে কিছুটা 'রিস্ক' নিয়েই তিনি আলিপুরদুয়ারে গিয়েছেন বলে জানালেন ৷ সঠিক উদ্যোগে যেভাবে উদ্ধারকাজ চলেছে, সে রকমভাবে যথাযথভাবে দুর্গতদের হাতে সাহায্য তুলে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷

জেলার এক নম্বর ব্লকের দক্ষিণ কামসিং পূর্ব পাড়া ও ঘরঘড়িয়া তপসিখাতা-সহ বিভিন্ন এলাকায় গতকালের ঝড়ে প্রবল ক্ষতি হয়েছে ৷ এলাকার অনেক কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে, বিঘার পর বিঘা ভুট্টা নষ্ট হয়েছে । প্রচুর বাসিন্দার ঘড়বাড়ি ক্ষতি হয়েছে, অনেকেই বর্তমান গৃহহীন । বর্তমানে কোথায় থাকবে এই নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা । জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে পৌঁছতেই তাঁর কাছে সব কথা তুলে ধরেন দুর্গতরা ৷ তাঁরা বলেন, কয়েকশো বাসিন্দা বর্তমানে গৃহহীন । বর্তমানে তাঁরা নিঃস্ব । অনেকে জানান, তাঁরা গতকাল থেকে কিছুই খাননি ।

সবার সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেন, "আজ আলিপুরদুয়ারে এসেছি ৷ এখানে অনেক বেশি হয়েছে ৷ আমি মা-ভাইবোনেদের সঙ্গে কথা বললাম ৷ এখানে অনেক বাচ্চারাও আছে ৷ তাঁদের সবার সঙ্গে দেখা করলাম ৷ তাঁদের একটাই কথা ৷ তাঁদের সবটাই এখানে ভেঙে গিয়েছে ৷ সুতরাং আমি প্রশাসনকে বলব, সঠিক উদ্যোগে যেমন উদ্ধারকাজ করেছেন, সে রকমই সঠিক উদ্যোগে তাঁদের হাতে প্রশাসনিক সাহায্যও তুলে দেবেন ৷ সংবাদমাধ্যমকেও ধন্যবাদ ৷ তাঁদের সহযোগিতার জন্য ৷ আপনারা সবসময় বঞ্চিতদের পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ ৷"

তিনি আজ একটু ঝুঁকি নিয়েই আলিপুরদুয়ারে গিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আজ যেটা সমস্যা হয়েছে, যে হেলিতে এসেছি, সেটা কলকাতা থেকে ট্র্যাভেল করে এসেছে ৷ ওরা একদিনে 3 ঘণ্টার বেশি একদিনে ট্র্যাভেল করতে পারে না ৷ তবুও আমি রিস্ক নিয়ে এসেছি, কারণ আমাকে আলিপুরদুয়ার আসতেই হত ৷ আমি দেখা করে গেলাম সবার সঙ্গে ৷"

দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এলাকায় দলের বিধায়ক ও অন্যান্য নেতাদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, আগামিকাল কুমারগ্রামের পরিস্থিতি দেখতে তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠাচ্ছেন ৷ সেখানকার ত্রাণ শিবির ঘুরে দেখবেন অরূপ ৷ কোচবিহারেও ঝড়ে দুর্গতদের সাহায্য করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানান মমতা ৷ তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে কী বলেছেন, এই প্রশ্ন করা হলেও তার জবাব দেননি মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. 'তু খিচ মেরি ফোটো করতে জলপাইগুড়ি ছুটেছেন তিনি', মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  2. জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী যদি ছবি তুলতে যান তাহলে প্রধানমন্ত্রীকে কে আটকেছে, প্রশ্ন অভিষেকের
  3. ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি নিয়ে উদ্বিগ্ন শাহ, ফোন মমতাকে

আলিপুরদুয়ারে প্রশাসনকে দুর্গতদের পাশে থাকার নির্দেশ মমতার

আলিপুরদুয়ার, 1 এপ্রিল: আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হেলিকপ্টারে কিছুটা 'রিস্ক' নিয়েই তিনি আলিপুরদুয়ারে গিয়েছেন বলে জানালেন ৷ সঠিক উদ্যোগে যেভাবে উদ্ধারকাজ চলেছে, সে রকমভাবে যথাযথভাবে দুর্গতদের হাতে সাহায্য তুলে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷

জেলার এক নম্বর ব্লকের দক্ষিণ কামসিং পূর্ব পাড়া ও ঘরঘড়িয়া তপসিখাতা-সহ বিভিন্ন এলাকায় গতকালের ঝড়ে প্রবল ক্ষতি হয়েছে ৷ এলাকার অনেক কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে, বিঘার পর বিঘা ভুট্টা নষ্ট হয়েছে । প্রচুর বাসিন্দার ঘড়বাড়ি ক্ষতি হয়েছে, অনেকেই বর্তমান গৃহহীন । বর্তমানে কোথায় থাকবে এই নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা । জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে পৌঁছতেই তাঁর কাছে সব কথা তুলে ধরেন দুর্গতরা ৷ তাঁরা বলেন, কয়েকশো বাসিন্দা বর্তমানে গৃহহীন । বর্তমানে তাঁরা নিঃস্ব । অনেকে জানান, তাঁরা গতকাল থেকে কিছুই খাননি ।

সবার সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেন, "আজ আলিপুরদুয়ারে এসেছি ৷ এখানে অনেক বেশি হয়েছে ৷ আমি মা-ভাইবোনেদের সঙ্গে কথা বললাম ৷ এখানে অনেক বাচ্চারাও আছে ৷ তাঁদের সবার সঙ্গে দেখা করলাম ৷ তাঁদের একটাই কথা ৷ তাঁদের সবটাই এখানে ভেঙে গিয়েছে ৷ সুতরাং আমি প্রশাসনকে বলব, সঠিক উদ্যোগে যেমন উদ্ধারকাজ করেছেন, সে রকমই সঠিক উদ্যোগে তাঁদের হাতে প্রশাসনিক সাহায্যও তুলে দেবেন ৷ সংবাদমাধ্যমকেও ধন্যবাদ ৷ তাঁদের সহযোগিতার জন্য ৷ আপনারা সবসময় বঞ্চিতদের পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ ৷"

তিনি আজ একটু ঝুঁকি নিয়েই আলিপুরদুয়ারে গিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আজ যেটা সমস্যা হয়েছে, যে হেলিতে এসেছি, সেটা কলকাতা থেকে ট্র্যাভেল করে এসেছে ৷ ওরা একদিনে 3 ঘণ্টার বেশি একদিনে ট্র্যাভেল করতে পারে না ৷ তবুও আমি রিস্ক নিয়ে এসেছি, কারণ আমাকে আলিপুরদুয়ার আসতেই হত ৷ আমি দেখা করে গেলাম সবার সঙ্গে ৷"

দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এলাকায় দলের বিধায়ক ও অন্যান্য নেতাদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, আগামিকাল কুমারগ্রামের পরিস্থিতি দেখতে তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠাচ্ছেন ৷ সেখানকার ত্রাণ শিবির ঘুরে দেখবেন অরূপ ৷ কোচবিহারেও ঝড়ে দুর্গতদের সাহায্য করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানান মমতা ৷ তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে কী বলেছেন, এই প্রশ্ন করা হলেও তার জবাব দেননি মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. 'তু খিচ মেরি ফোটো করতে জলপাইগুড়ি ছুটেছেন তিনি', মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  2. জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী যদি ছবি তুলতে যান তাহলে প্রধানমন্ত্রীকে কে আটকেছে, প্রশ্ন অভিষেকের
  3. ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি নিয়ে উদ্বিগ্ন শাহ, ফোন মমতাকে
Last Updated : Apr 1, 2024, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.