কলকাতা, 29 মে: লড়াই যতই শেষ দফার দিকে এগোচ্ছে, ততোই জমে উঠছে প্রচার । ভোট যত শেষ লগ্নের দিকে এগোচ্ছে, ততই ভোট যুদ্ধের আঁচ চড়ছে । শেষ দফার ভোটে মঙ্গলে উত্তর কলকাতায় মিছিল করেন নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় । গতকালের পর বুধেও উত্তর কলকাতার রাজপথে দেখা যাবে তৃণমূল সুপ্রিমোকে । গতকাল যে পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্যামবাজার থেকে বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ি পর্যন্ত মিছিল করেছেন, আজ একই পথে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মঙ্গলবার বেহালায় দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে প্রচারের সভাতে মমতা জানিয়ে দেন, আগামিকালও তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করবেন । পদযাত্রার রুট হবে শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত ৷ অর্থাৎ, মঙ্গলে যে পথ ধরে প্রধানমন্ত্রী রোড শো করেছেন, বুধে সেই একই পথে প্রচারে হাঁটবেন মমতা । বোঝাই যাচ্ছে, কোনও ভাবেই প্রতিপক্ষ বিজেপিকে এক চুলও মাটি ছেড়ে দিতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো ।
নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। আর তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের লড়াই একেবারে অন্য মাত্রা পেয়েছে ! মূলত, তাপস রায় বরাবরই সুদীপ বিরোধী নেতা বলেই তৃণমূল কংগ্রেসের অন্দরে পরিচিত ছিলেন ৷ বিজেপিতে যাওয়ার পর তিনি শেষ পর্যন্ত উত্তর কলকাতায় সুদীপকে হারাতে পারেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন ! তবে এই যুদ্ধে দুই পক্ষ যে কেউ কাউকে এক চুলও মাটি ছাড়তে চাইছে না, সেটা একরকম পরিষ্কার সব রাজনৈতিক মহলের বিশ্লেষকদের কাছেই ৷
প্রসঙ্গত, ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চারটি কর্মসূচিতে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে এবং সত্যনারায়ণ পার্কে জনসভা, পরবর্তীতে সোমবার গান্ধী ভবন থেকে মানিকতলা পর্যন্ত মিছিল, মঙ্গলে আবার এন্টালি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত মিছিল করেছেন তৃণমূল নেত্রী । বুধে আবার শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত হাঁটবেন তিনি।
উত্তর কলকাতার প্রার্থীর হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলি কর্মসূচি থেকেই স্পষ্ট, এখানে লড়াই এবার হাড্ডাহাড্ডি ! এবার দেখার, শেষ পর্যন্ত এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে ৷ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাতে দুপুর 1টায় বারুইপুরের জনসভা ৷ তারপর দুপুর 3টে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। পরবর্তীতে আরও দু'টি নির্বাচনী সভা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ একটি হবে মেটিয়াবুরুজে, অপরটি হওয়ার কথা কালীঘাট মোড়ে।