মালদা, 30 এপ্রিল: আগামী 7 মে মালদার দুই কেন্দ্রে নির্বাচন ৷ আজ, মঙ্গলবারই এই জেলায় নির্বাচনী প্রচার শেষ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ দু’টি জনসভা করার পর মালদায় পদযাত্রা করবেন তিনি ৷ প্রায় প্রবল গরমেও সাড়ে চার কিলেমিটার হেঁটে পদযাত্রা করবেন তিনি ৷ আবারও তাঁর 'ক্যারিশ্মা' দেখবে মালদাবাসী ৷
কয়েকদিন আগে পুরাতন মালদার নারায়ণপুরে একটি বিলাসবহুল হোটেলে এক সপ্তাহের বেশি সময় কাটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময়ে দুই দিনাজপুর ও মালদায় নির্বাচনী প্রচার করেছিলেন ৷ বহরমপুরে থেকে নির্বাচনী প্রচার করছেন তিনি ৷ আজই মালদায় শেষ নির্বাচনী প্রচার তৃণমূল সুপ্রিমোর ৷
আজ দুপুর দু’টোয় চাঁচল বিধানসভা কেন্দ্রের তুলসিহাটায় তাঁর প্রথম জনসভা ৷ এরপর বেলা তিনটেয় দ্বিতীয় জনসভা রয়েছে পুরাতন মালদা পৌরসভার তাঁতিপাড়া মাঠে ৷ বিকেল 5টায় থেকে মালদা শহরে পদযাত্রা করবেন তিনি ৷ প্রায় সাড়ে 4 কিলোমিটার পদযাত্রা করবেন ৷ এরপর সড়কপথে বহরমপুরে ফিরে যাবেন ৷
মালদা জেলার তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার জানিয়েছেন, "আগামিকাল বিকেলে আমাদের নেত্রী মালদা শহরের ভবানী মোড় থেকে পদযাত্রা শুরু করবেন ৷ এরপরই পদযাত্রা ফুলবাড়ি, নেতাজি মোড়, ফোয়ারা মোড়, রবীন্দ্র অ্যাভিনিউ হয়ে শেষ হবে রবীন্দ্র মূর্তির পাদদেশে ৷ দলনেত্রীর পদযাত্রা নিয়ে উচ্ছ্বাসে ফুটছেন আমাদের নেতা-কর্মীরা ৷ অপেক্ষায় রয়েছে শহরবাসীও ৷"
তাঁতিপাড়া মাঠে উপস্থিত পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, "পুরাতন মালদা শহরে শক্তি সংঘের মাঠ অর্থাৎ তাঁতিপাড়া মাঠে জনসভা তৃণমূলের সর্বোচ্চ তথা সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তার প্রস্তুতি চলছে ৷ ইতিমধ্যে হেলিপ্যাড তৈরি হয়েছে ৷ মঞ্চ তৈরির কাজ জোরকদমে চলছে ৷ চেয়ার আনার কাজও শুরু হয়েছে ৷ নেত্রীর সভা ঘিরে এলাকার তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ রয়েছে ৷"
আরও পড়ুন: