ETV Bharat / state

বাজেটের বঞ্চনার পর ভৌগোলিকভাবে দমানোর চেষ্টা, নীতি আয়োগে সরব হবেন মমতা - Mamata Banerjee on Bengal Partition - MAMATA BANERJEE ON BENGAL PARTITION

Mamata Banerjee on Bengal Partition: বাজেটের বঞ্চনার পর বাংলাকে ভৌগোলিকভাবে চাপে ফেলার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপির সরকার ৷ আজ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলাকে ভাগ করার যে চক্রান্ত চলছে, তা নিয়ে তিনি সরব হবেন বলে জানিয়েছেন ৷

ETV BHARAT
দিল্লি রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 1:37 PM IST

Updated : Jul 26, 2024, 2:33 PM IST

কলকাতা, 26 জুলাই: বাংলাকে ভাগ করার যে চক্রান্ত চলছে, তা নিয়ে এবার নীতি আয়োগের বৈঠকে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও অসমের মতো রাজ্যগুলিকে ভাগ করার অর্থ, দেশকে ভাগ করা ৷ শুক্রবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে এমনই মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ নীতি আয়োগের বৈঠকে তাঁকে বলতে না-দিলে প্রতিবাদে বেরিয়ে আসবেন বলে জানান তিনি ৷

নীতি আয়োগে সরব হবেন মমতা (ইটিভি ভারত)

মমতা বলেন, "আগেই বাজেটে বিরোধীদল ক্ষমতায় রয়েথে এমন রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে ৷ আর্থিক দিক থেকে পুরোপুরি বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে বাংলার সঙ্গে ৷ এবার আমাদের রাজ্যকে ভাগ করার কথা বলছে ৷ বাংলারে ভাগ করার চক্রান্ত হচ্ছে ৷ একদিকে অর্থনৈতিকভাবে বাধা দেওয়া, অন্যদিকে ভৌগোলিকভাবে ক্ষতি করার চেষ্টা ৷ সঙ্গে রাজনৈতিক ক্ষতির চেষ্টা চলছে ৷ ওদের মন্ত্রী প্রকাশ্যে একথা বলছে সংসদ অধিবেশন চলাকালীন ৷ উনি বাংলাকে ভাগ করার জন্য ব্যক্তিগত মন্তব্য করছেন ৷"

নীতি আয়োগের বৈঠকে যাওয়া নিয়ে মমতা জানান, এই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন ৷ সেই মতো কেন্দ্রীয় বাজেট পেশের আগেই নীতি আয়োগের বৈঠকে তাঁর ভাষণের স্পিচ পাঠিয়ে দিয়েছিলেন মমতা ৷ তবে, নীতি আয়োগের বৈঠকে তিনি কেন্দ্রীয় বাজেটে বাংলাকে উপেক্ষা করা নিয়ে যে সরব হবেন, তা স্পষ্ট করে দেন ৷ পাশাপাশি, বাংলা ভাগের বিষয়টি নিয়েও সরব হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্য ভাগের বিষয়টি নিয়ে মমতার মুখে এদিন অসম ও সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কথাও শোনা গেল ৷

মমতা বলেন, "এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক একরমক মন্তব্য করছেন, বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও অসমকে ভাগ করা নিয়ে ৷ আমি এইধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ বাংলাকে ভাগ করা মানে, আমাদের দেশকে ভাগ করা ৷ এর জন্য আমি আমার ভয়েস রেকর্ডের জন্য যাচ্ছি ৷ রেকর্ড করতে দিলে, করব ৷ না হলে, প্রতিবাদ জানাব ৷ আমি আমার রাজ্যের হয়ে কথা বলব ৷ যতদূর জানি, হিমন্ত যাচ্ছে ওর রাজ্যের হয়ে কথা বলতে ৷ আমরা নিজেদের স্বার্থে, সকলের সঙ্গে কথা বলব ৷" এদিন মুখ্য়মন্ত্রীর সঙ্গে দিল্লি সফরে রয়েছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 26 জুলাই: বাংলাকে ভাগ করার যে চক্রান্ত চলছে, তা নিয়ে এবার নীতি আয়োগের বৈঠকে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও অসমের মতো রাজ্যগুলিকে ভাগ করার অর্থ, দেশকে ভাগ করা ৷ শুক্রবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে এমনই মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ নীতি আয়োগের বৈঠকে তাঁকে বলতে না-দিলে প্রতিবাদে বেরিয়ে আসবেন বলে জানান তিনি ৷

নীতি আয়োগে সরব হবেন মমতা (ইটিভি ভারত)

মমতা বলেন, "আগেই বাজেটে বিরোধীদল ক্ষমতায় রয়েথে এমন রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে ৷ আর্থিক দিক থেকে পুরোপুরি বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে বাংলার সঙ্গে ৷ এবার আমাদের রাজ্যকে ভাগ করার কথা বলছে ৷ বাংলারে ভাগ করার চক্রান্ত হচ্ছে ৷ একদিকে অর্থনৈতিকভাবে বাধা দেওয়া, অন্যদিকে ভৌগোলিকভাবে ক্ষতি করার চেষ্টা ৷ সঙ্গে রাজনৈতিক ক্ষতির চেষ্টা চলছে ৷ ওদের মন্ত্রী প্রকাশ্যে একথা বলছে সংসদ অধিবেশন চলাকালীন ৷ উনি বাংলাকে ভাগ করার জন্য ব্যক্তিগত মন্তব্য করছেন ৷"

নীতি আয়োগের বৈঠকে যাওয়া নিয়ে মমতা জানান, এই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন ৷ সেই মতো কেন্দ্রীয় বাজেট পেশের আগেই নীতি আয়োগের বৈঠকে তাঁর ভাষণের স্পিচ পাঠিয়ে দিয়েছিলেন মমতা ৷ তবে, নীতি আয়োগের বৈঠকে তিনি কেন্দ্রীয় বাজেটে বাংলাকে উপেক্ষা করা নিয়ে যে সরব হবেন, তা স্পষ্ট করে দেন ৷ পাশাপাশি, বাংলা ভাগের বিষয়টি নিয়েও সরব হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্য ভাগের বিষয়টি নিয়ে মমতার মুখে এদিন অসম ও সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কথাও শোনা গেল ৷

মমতা বলেন, "এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক একরমক মন্তব্য করছেন, বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও অসমকে ভাগ করা নিয়ে ৷ আমি এইধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ বাংলাকে ভাগ করা মানে, আমাদের দেশকে ভাগ করা ৷ এর জন্য আমি আমার ভয়েস রেকর্ডের জন্য যাচ্ছি ৷ রেকর্ড করতে দিলে, করব ৷ না হলে, প্রতিবাদ জানাব ৷ আমি আমার রাজ্যের হয়ে কথা বলব ৷ যতদূর জানি, হিমন্ত যাচ্ছে ওর রাজ্যের হয়ে কথা বলতে ৷ আমরা নিজেদের স্বার্থে, সকলের সঙ্গে কথা বলব ৷" এদিন মুখ্য়মন্ত্রীর সঙ্গে দিল্লি সফরে রয়েছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Jul 26, 2024, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.