কলকাতা, 9 মার্চ: সন্দেশখালিকাণ্ডের পর বারবার প্রশ্ন উঠেছে কেন সেখানে পা রাখেননি রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ লোকসভা নির্বাচনের আগে উত্তর 24 পরগনা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 12 মার্চ তিনি হাবড়ায় প্রশাসনিক সভা করবেন বলে জানা গিয়েছে । হাবড়ায় পরিষেবা প্রদান থেকে সভা, দুই-ই করার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের ৷ তাই একাধিক কারণে মুখ্যমন্ত্রীর উত্তর 24 পরগনা সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ।
রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার বিধায়ক ৷ তিনি গ্রেফতার হওয়ার পর শেষবার উত্তর 24 পরগনা জেলার চাকলায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । লোকনাথ ধামে সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । মন্ত্রিত্ব থেকে সরানো হলেও এখনও হাবড়ার বিধায়ক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর গড়ে এবার সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী ৷ বিধায়ক জেলবন্দি হওয়ায় তাঁর নির্বাচনী ক্ষেত্রে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে তৃণমূল কংগ্রেস বলে মনে করছে বিরোধীরা ৷ তা আঁচ করেই মমতার এই সভা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
লোকসভা নির্বাচনে অন্যতম মতুয়াগড় বলে পরিচিত গাইঘাটা ঠাকুরনগর ৷ হাবড়া থেকে অনতিদূরেই অবস্থিত ওই স্থান । এছাড়া সন্দেশখালিতে উত্তেজনা ছড়ানোর পর এই প্রথম সেই জেলায় পা রাখছেন মুখ্যমন্ত্রী ৷ ফলে জেলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে সকলের । সন্দেশখালিকাণ্ডের পর উত্তর 24 পরগনাতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই সভা থেকে সন্দেশখালি ও নারী নির্যাতন নিয়ে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি । এবার সেই উত্তর 24 পরগনাতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কী নিয়ে সরব হন, এখন তাই দেখার ৷
আরও পড়ুন: