ETV Bharat / state

নবান্ন অভিযান নিয়ে ‘বহিরাগত’ তত্ত্বে গর্জে উঠলেন মমতা - Mamata Banerjee

Mamata Banerjee: ধবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ সেখান থেকে মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অভিযানে অংশগ্রহণকারীরা বহিরাগত ছিল বলেই দাবি তাঁর ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 4:53 PM IST

কলকাতা, 28 অগস্ট: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ছিল । তা ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায় । আর এই অভিযানে বহিরাগত কারা অশান্তি ছড়াতে এসেছিল, সেই প্রশ্ন তুলেই কার্যত সবাইকেই চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, "কালকে কারা এসেছিল আন্দোলন করতে ? ছাত্রছাত্রীরা না অভিভাবকরা ? গার্জেন টু কল । ছাত্র-ছাত্রীরা ওদের সঙ্গে নেই, শুভ সমাজ নেই, শুভবুদ্ধির লোকেরা নেই ।"

এরপরেই বহিরাগত তত্ত্বে মমতার প্রশ্ন, "বলুন তো যদি বাংলার লোক হয়, তবে তারা কি নবান্ন চেনে না ? রাজভবন চেনে না ? আমি তো কাল দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে । এরা কারা ? কোথাকার কোথা থেকে এসেছে ?’’

বহিরাগত আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলা সবাইকে গ্রহণ করে । সবাইকে আসন দেয় । সবাইকে অলংকৃত করে । সর্বধর্ম মানে । সবাইকে ভালোবাসে । কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই । বাংলা অচল হয় না । যারা মেরেছে প্রত্যেকটা লোককে খুঁজে বের করা হবে আমরা চাই প্রত্যেকের শাস্তি হোক । কোর্ট কী করবে জানি না । বিজেপি বললে ছেড়ে দেবে । কিন্তু মানুষ তো শাস্তি দেবে । তবুও আমি মানুষকে বলব, আইন হাতে তুলে নেবেন না ।"

মঙ্গলবার নবান্ন অভিযান নিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘ছবিতে আমরা দেখেছি, ডেড বডি নিতে এসেছিল কাল । পুলিশ সংযত ছিল । কারও মাথা ফাটিয়ে দিয়েছে, কারও চোখ কেড়ে নিয়েছে, কারও কান ফাটিয়ে দিয়েছে, কারও হাত-পা ভেঙে দিয়েছে । তাও পুলিশকে আমি কালকের জন্য সেলাম জানাই । পুলিশ নিজের রক্ত দিয়েও সংযত থেকেছে ৷ কিন্তু বিজেপির চক্রান্তের কাছে নত হয়ে কোনও ডেড বডি তুলে দেয়নি ।"

কলকাতা, 28 অগস্ট: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ছিল । তা ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায় । আর এই অভিযানে বহিরাগত কারা অশান্তি ছড়াতে এসেছিল, সেই প্রশ্ন তুলেই কার্যত সবাইকেই চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, "কালকে কারা এসেছিল আন্দোলন করতে ? ছাত্রছাত্রীরা না অভিভাবকরা ? গার্জেন টু কল । ছাত্র-ছাত্রীরা ওদের সঙ্গে নেই, শুভ সমাজ নেই, শুভবুদ্ধির লোকেরা নেই ।"

এরপরেই বহিরাগত তত্ত্বে মমতার প্রশ্ন, "বলুন তো যদি বাংলার লোক হয়, তবে তারা কি নবান্ন চেনে না ? রাজভবন চেনে না ? আমি তো কাল দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে । এরা কারা ? কোথাকার কোথা থেকে এসেছে ?’’

বহিরাগত আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলা সবাইকে গ্রহণ করে । সবাইকে আসন দেয় । সবাইকে অলংকৃত করে । সর্বধর্ম মানে । সবাইকে ভালোবাসে । কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই । বাংলা অচল হয় না । যারা মেরেছে প্রত্যেকটা লোককে খুঁজে বের করা হবে আমরা চাই প্রত্যেকের শাস্তি হোক । কোর্ট কী করবে জানি না । বিজেপি বললে ছেড়ে দেবে । কিন্তু মানুষ তো শাস্তি দেবে । তবুও আমি মানুষকে বলব, আইন হাতে তুলে নেবেন না ।"

মঙ্গলবার নবান্ন অভিযান নিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘ছবিতে আমরা দেখেছি, ডেড বডি নিতে এসেছিল কাল । পুলিশ সংযত ছিল । কারও মাথা ফাটিয়ে দিয়েছে, কারও চোখ কেড়ে নিয়েছে, কারও কান ফাটিয়ে দিয়েছে, কারও হাত-পা ভেঙে দিয়েছে । তাও পুলিশকে আমি কালকের জন্য সেলাম জানাই । পুলিশ নিজের রক্ত দিয়েও সংযত থেকেছে ৷ কিন্তু বিজেপির চক্রান্তের কাছে নত হয়ে কোনও ডেড বডি তুলে দেয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.