ETV Bharat / state

কলকাতা হাইকোর্টের বিচারপতিদের 'কাকে'র সঙ্গে তুলনা, মমতার মন্তব্যে নয়া বিতর্কে - VERDICT ON SSC SCAM - VERDICT ON SSC SCAM

Mamata Banerjee: হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের সংখ্যাটা প্রায় 26 হাজার ৷ তা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না-করে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের 'কাক' এর সঙ্গে তুলনা করলেন তিনি ৷ সেই সঙ্গে বললেন, "এগুলো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ৷ আপনারা জানেন, কাকের রায় কা... কা...'ই হয় ৷ কাকের কর্কশ গলা কখনও চেঞ্জ হয় না ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 10:10 PM IST

করণদিঘি, 22 এপ্রিল: প্রায় 26 হাজার নিয়োগ বাতিল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে করণদিঘির নির্বাচনী সভায় বেলাগাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না-করে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের 'কাক' এর সঙ্গে তুলনা করলেন তিনি ৷ বললেন, "কোর্ট একটা রায় দিয়েছে ৷ দিতেই পারে ৷ সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনও মানে নেই ৷ রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে ৷ উচ্চ আদালত একসময় এই রায়কে স্থগিত করে দিয়েছিল ৷ উচ্চ আদালত বলেছিল, নতুন করে হবে ৷ এগুলো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ৷ আপনারা জানেন, কাকের রায় কা... কা...'ই হয় ৷ কাকের কর্কশ গলা কখনও চেঞ্জ হয় না ৷ এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ৷"

এদিন রায়গঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে চাকুলিয়া আর করণদিঘিতে নির্বাচনী সভা করেন মমতা ৷ চাকুলিয়ার সভা থেকে তিনি প্রত্যাশামতোই বিজেপির আগে কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমজ ওরফে ভিক্টরকে নিশানা করেন ৷ একসময় ভিক্টরকে ছোকরা বলে সম্বোধন করলেও পরক্ষণে নিজেকে সামনে নেন তিনি ৷ তিনি বলেন, "এখানে কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন, তিনি বিজেপির চোখ ৷ সিপিএমেরও চোখ ৷ সিপিএম-কংগ্রেস দু'টোই বিজেপির চোখ ৷ এদের একটাই কাজ ৷"

তিনি আরও বলেন, "জিতবে না জেনেও মুসলিম ভোট কাটাকাটি করে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে ৷ আমি শুনেছি, এখানকার কংগ্রেস প্রার্থী নাকি মানুষের কাছে পয়সা চাইছেন ৷ বলছেন, তাঁর পার্টির পয়সা নেই ৷ তাহলে তিনি এত টাকা খরচ করছেন কোথায় থেকে? আমি দেখেছি, আমাদের থেকেও তাঁর পোস্টার-ফেস্টুন বেশি ৷ আমরাও এত টাকা খরচ করতে পারছি না ৷ তিনি লোককে বোকা বানাচ্ছেন কেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, তারা বিজেপির চোখ ৷" শুধু ভিক্টর নয়, মমতা এদিন মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও একহাত নেন ৷

গতকাল মুর্শিদাবাদের জলঙ্গি ও মালদার নালাগোলার নির্বাচনী সভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, কই মাইকা লাল বাঙ্গাল মে সিএএ লাগু হোনে সে রোক সাকতা হ্যায় ৷ এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজনাথের নাম করে মমতা বলেন, "বাংলার লোক এই ভাষায় কথা বলে না ৷ আগে নিজের গদি বাঁচান ৷ তারপর এখানে এসে বিজেপির দালালি করবেন ৷"

আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটাররা ৷ তৃণমূল নেত্রীর বক্তব্য তাঁদের মনে কতটা জায়গা নিয়েছে, বোঝা যাবে 4 জুন ৷ কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাকের সঙ্গে তুলনা করে মমতা যে নতুন বিতর্কের জন্ম দিলেন তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:

  1. বিজেপির বিচারালয়, ওদের লোকদেরই বিচারবিভাগে বসাচ্ছে কেন্দ্র: মমতা
  2. এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন
  3. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে

করণদিঘি, 22 এপ্রিল: প্রায় 26 হাজার নিয়োগ বাতিল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে করণদিঘির নির্বাচনী সভায় বেলাগাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না-করে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের 'কাক' এর সঙ্গে তুলনা করলেন তিনি ৷ বললেন, "কোর্ট একটা রায় দিয়েছে ৷ দিতেই পারে ৷ সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনও মানে নেই ৷ রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে ৷ উচ্চ আদালত একসময় এই রায়কে স্থগিত করে দিয়েছিল ৷ উচ্চ আদালত বলেছিল, নতুন করে হবে ৷ এগুলো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ৷ আপনারা জানেন, কাকের রায় কা... কা...'ই হয় ৷ কাকের কর্কশ গলা কখনও চেঞ্জ হয় না ৷ এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ৷"

এদিন রায়গঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে চাকুলিয়া আর করণদিঘিতে নির্বাচনী সভা করেন মমতা ৷ চাকুলিয়ার সভা থেকে তিনি প্রত্যাশামতোই বিজেপির আগে কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমজ ওরফে ভিক্টরকে নিশানা করেন ৷ একসময় ভিক্টরকে ছোকরা বলে সম্বোধন করলেও পরক্ষণে নিজেকে সামনে নেন তিনি ৷ তিনি বলেন, "এখানে কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন, তিনি বিজেপির চোখ ৷ সিপিএমেরও চোখ ৷ সিপিএম-কংগ্রেস দু'টোই বিজেপির চোখ ৷ এদের একটাই কাজ ৷"

তিনি আরও বলেন, "জিতবে না জেনেও মুসলিম ভোট কাটাকাটি করে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে ৷ আমি শুনেছি, এখানকার কংগ্রেস প্রার্থী নাকি মানুষের কাছে পয়সা চাইছেন ৷ বলছেন, তাঁর পার্টির পয়সা নেই ৷ তাহলে তিনি এত টাকা খরচ করছেন কোথায় থেকে? আমি দেখেছি, আমাদের থেকেও তাঁর পোস্টার-ফেস্টুন বেশি ৷ আমরাও এত টাকা খরচ করতে পারছি না ৷ তিনি লোককে বোকা বানাচ্ছেন কেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, তারা বিজেপির চোখ ৷" শুধু ভিক্টর নয়, মমতা এদিন মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও একহাত নেন ৷

গতকাল মুর্শিদাবাদের জলঙ্গি ও মালদার নালাগোলার নির্বাচনী সভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, কই মাইকা লাল বাঙ্গাল মে সিএএ লাগু হোনে সে রোক সাকতা হ্যায় ৷ এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজনাথের নাম করে মমতা বলেন, "বাংলার লোক এই ভাষায় কথা বলে না ৷ আগে নিজের গদি বাঁচান ৷ তারপর এখানে এসে বিজেপির দালালি করবেন ৷"

আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটাররা ৷ তৃণমূল নেত্রীর বক্তব্য তাঁদের মনে কতটা জায়গা নিয়েছে, বোঝা যাবে 4 জুন ৷ কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাকের সঙ্গে তুলনা করে মমতা যে নতুন বিতর্কের জন্ম দিলেন তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:

  1. বিজেপির বিচারালয়, ওদের লোকদেরই বিচারবিভাগে বসাচ্ছে কেন্দ্র: মমতা
  2. এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন
  3. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.