শিলিগুড়ি, 12 মার্চ: সিএএ নিয়ে সোমবার থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সরকারি অনুষ্ঠানের মঞ্চে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিবিআই ও ইডিকে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী ৷
মঙ্গলবার শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের সমস্ত উন্নয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করে অভিষেক প্রসঙ্গে বলেন, "আপনারা হয়তো জানেন না। অভিষেক একজন যুবক। ওকে তো কিছু করতে হবে। বিয়ে করেছে। দুটো বাচ্চা আছে। খাওয়াবে কেমন করে? কিছু করতে হবে। ঘরে বসে থাকলে তো খাওয়া পাওয়া যাবে না ৷"
এরপর মুখ্যমন্ত্রী বলেন, "অভিষেকের একটা ব্যবসা আছে। সব সম্পত্তি তদন্তের নামে এটাচ করা হয়েছে। আমি কখনও কিছু বলিনি। আমি এজন্য কিছু বলিনি কারণ আমাদের যে লড়াইটা আছে সেটা অন্যায়ের বিরুদ্ধে। আমাদের যা আছে তোমরা নিয়ে নাও কিন্তু গণতন্ত্রের উপর আঘাত করবে না। গনতন্ত্রের অধিকার কেড়ে নেবে না।" মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল তোলায় সরগরম রাজনৈতিকমহল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গরুপাচার মামলায় তদন্ত শুরু করেছে ইডি। একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী ও শ্যালিকাকে জেরা করেছে ইডি আধিকারিকরা। আর এবার ওই প্রসঙ্গে অভিষেকের পক্ষে দাঁড়ালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, শিলিগুড়ির সভা থেকে চা-বাগানের শ্রমিকদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়ার পাশাপাশি পাট্টা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ জলপাইগুড়ি জেলার 500 জন চা-বাগানের শ্রমিকদের পাট্টা ও আর্থিকভাবে পিছিয়ে 422টি পরিবারের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ'র (এসজেডিএ) তরফে কাওয়াখালিতে তৈরি ওই ফ্ল্যাটের চাবি খুব শীঘ্রই তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন
1. সিএএ লাগু হওয়ার পর মমতার প্রথম বিরোধী মিছিল, শিলিগুড়ির রাজপথে সামিলের ডাক
2. চা বাগান শ্রমিকদের জন্য বড় ঘোষণা মমতার, 400-র বেশি পরিবারকে ফ্ল্যাট
3. গ্রামে ঘুরে ঘুরে কাজ করা কর্মীদের ভাতা বৃদ্ধি করলেন মমতা, ঘোষণা প্রশাসনিক সভা থেকে