সাঁইথিয়া, 6 মে: সন্দেশখালিতে নারী নির্যাতন কিংবা জমি জবরদখলের যে অভিযোগ উঠেছে তা কি বিজেপি'র ষড়যন্ত্র? সোশাল মিডিয়ায় সম্প্রতি এক বিজেপি নেতার ভাইরাল স্টিং ভিডিয়ো সন্দেশখালি নিয়ে তেমনই সম্ভাবনা উসকে দিয়েছে ৷ আর এই ঘটনাকে হাতিয়ার করেই সোমবার সাঁইথিয়ার জনসভা থেকে গেরুয়া শিবিরকে আরও একবার তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বললেন, "বাংলায় ভোটে জিততে সন্দেশখালি বিজেপি'র তৈরি ব্লু-প্রিন্ট ৷"
এদিন বীরভূমের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূল সুপ্রিমো জানান, একদিন চক্রান্ত ফাঁস হবেই ৷ তাঁর কথায়, "সন্দেশখালির মা-বোনেদের পরিকল্পনা করে ওরা অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না, মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয় ৷ মেয়েদের কাছে আত্মসম্মান-গরিমা বা শাড়ির আঁচলের সম্মান অনেক বেশি ৷"
নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে এদিন 'মধু-বিধু' দুই ভাই আখ্যা দেন মমতা ৷ সন্দেশখালির পাশাপাশি 26 হাজার শিক্ষকের চাকরি হারানো নিয়েও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণের রাস্তায় হাঁটেন তিনি ৷ এক্ষেত্রে মধ্যপ্রদেশে ব্য়াপম দুর্নীতির প্রসঙ্গ টেনে দেশের প্রধানমন্ত্রীকে মুখ খোলার আর্জি জানান মমতা ৷ সেই ব্যাপম দুর্নীতির তদন্তের সঙ্গে জড়িত বহু মানুষকে খুন করা হয়েছে বলে জনসভা থেকে দাবি করেন মমতা ৷
শতাব্দীর সমর্থনে সাঁইথিয়ার সভা থেকে এদিন আরও একবার সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরব হন মমতা ৷ বিজেপি'কে কোনওভাবেই ভোট না-দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "দরকারে জীবন দেব কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করব না ৷"
আরও পড়ুন: