কলকাতা, 30 অগস্ট: কয়েকদিন আগেই ধর্ষণবিরোধী কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার জবাব না-পেয়ে তিনি এই দাবি নিয়েই আরও একটি চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে ৷ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে নিজেই সেই চিঠি প্রকাশ করেছেন এবং তাঁর পূর্ববর্তী চিঠির যে এখনও কোনও জবাব পাননি, সে কথা তাঁর দ্বিতীয় চিঠিতে উল্লেখ করেছেন ।
বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীকে আরও একটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই চিঠিতে গত 22 অগস্ট তাঁর লেখা চিঠির কথা মনে করিয়ে দিয়েছেন তিনি ৷ আগের চিঠিতে ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণয়নের জন্য তিনি যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন, সে বিষয়টি দ্বিতীয় চিঠিতে উল্লেখ করেন মমতা । এই মুহূর্তে যে তা অত্যন্ত প্রয়োজনীয় তাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী ।
একইসঙ্গে, তিনি এটাও জানিয়েছেন যে, তিনি যখন দ্বিতীয় চিঠি লিখছেন, তখনও পর্যন্ত তার পূর্বের চিঠির কোনও জবাব প্রধানমন্ত্রীর তরফ থেকে পাননি । তবে এই চিঠিতে তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের কাছ থেকে একটি উত্তর তিনি পেয়েছেন । তবে যে গুরুতর অবস্থায় দাঁড়িয়ে তিনি বিষয়টি উত্থাপিত করেছিলেন, মন্ত্রকের দেওয়া চিঠিতে সেই বিষয়টিকে যথার্থ গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ।
I have written this letter to the Hon'ble Prime Minister of India in connection with an earlier letter of mine to him. This is a second letter in that reference. pic.twitter.com/5GXKaX6EOZ
— Mamata Banerjee (@MamataOfficial) August 30, 2024
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, তাও এই দিনের চিঠিতে উল্লেখ করেছেন তিনি । এদিন তাঁর সরকারের আমলে রাজ্যে মহিলাদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে একটা পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি । মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি কিছু উদ্যোগেরও উল্লেখ করব, যা আমাদের রাজ্য ইতিমধ্যেই নিয়েছে ৷"
তাঁর দাবি, "এই মুহূর্তে রাজ্যে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট এবং 62টি পকসো কোর্ট তৈরি করা হয়েছে । সম্পূর্ণ রাজ্য সরকারের টাকাতেই এগুলি চলছে ৷ এরপরেও বেশ কিছু ফাস্ট ট্র্যাক কোর্ট এবং 10টি পকসো কোর্ট রাজ্য সরকার অনুমোদন করেছে ।" একইসঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, এই আদালতগুলি চালাতেও কেন্দ্রীয় সহযোগিতা প্রয়োজন । এর জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তিনি ।
পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে যে একাধিক হেল্পলাইনে চালু করা হয়েছে সেটাও এদিন প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, কয়েকদিন আগে কেন্দ্রীয় নারী ও শিশু মন্ত্রকের তরফ থেকে চিঠি দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ক্ষেত্রে রাজ্য সরকারের দীর্ঘসুত্রিতার কথা বলা হয়েছিল । এবার প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সেই সমস্ত অভিযোগও খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।