খড়দা, 22 মে: প্রায় 5 লক্ষ ওবিসি সংশাপত্র বাতিল হওয়ার রায় মানছেন না খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়ে বুধবার লক্ষ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। এই প্রসঙ্গে নির্বাচনী সভা থেকে অসন্তোষ প্রকাশ করলেন মমতা। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি এই রায় মানছেন না। এরপরই বিচারপতিদেরও আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। টেনে আনেন 26 হাজার শিক্ষকের চাকরি যাওয়ার প্রসঙ্গও।
তিনি বলেন, "এই সংরক্ষণ আমি করিনি। উপেন বিশ্বাস (রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রাক্তন মন্ত্রী) করেছিলেন। বাড়ি বাড়ি গিয়ে ওবিসি সংরক্ষণের কাজ করি আমরা। কিন্তু হাইকোর্টের এত স্পর্ধা বাতিল করে দিল ! কিছু দালাল 26 হাজার চাকরি খেয়েছেন। তবে ওবিসি সংক্রান্ত ক্যাবিনেট করে পাশ হয়েছে। বিধানসভায় পাশ হয়েছে। ওবিসি সংরক্ষণ সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই করে হয়েছে।"
এর আগেও বিভিন্ন সময়ে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রায়ের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি 26 হাজার শিক্ষকের চাকরি বাতিল বলে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই তখন থেকে প্রায় প্রতিটি নির্বাচনী সভায় লাগাতার আক্রমণ করে আসছেন মমতা। এদিন ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি খড়দার সভা থেকে আরও একটি প্রসঙ্গে আদালত এসে পড়ে। নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর থেকে কলকাতার বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় বিজেপি। বিজ্ঞাপনের বিষয়বস্তু নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী দাবি করে আদালতে মামলা করে তৃণমূল। এরপর হাইকোর্ট নির্দেশ দেয়, আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কোনও বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। এদিন এই প্রসঙ্গেই সরব হন মমতা। তিনি দাবি করেন, ওই ধরনের বিজ্ঞাপনে তাঁর মানহানি হয়েছে। তাই যদি তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত না হয় তাহলে যাঁরা বিজ্ঞাপন দিয়েছেন তাঁদের বিরুদ্ধে তিনি হাজার কোটি টাকার মানহানির মামলা করবেন। আর মামলা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে দেবেন জনগণকে।
আরও পড়ুন: