চুঁচুড়া, 15 মে: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল। এভাবেই আগামিদিনে ইন্ডিয়া জোটের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, 2024 সালে লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকেই সমর্থন করবে তৃণমূল কংগ্রেস । চুঁচুড়ায় রচনার সমর্থনে এসে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
বুধবার মমতা চুঁচুড়া মাঠে তিনি বলেন, "চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে । বাকি তিন দফাতেও জেতার সম্ভাবনা নেই । চিৎকার করবে । ইনিয়ে-বিনিয়ে ভাঁওতা করবে । জুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না । অহংকার করে বিজেপি অহংকার করে বলছিল, এবার চারশো পার ৷ মানুষ বলছে দুশো পার হবে না । এবার হবে পগারপার । তবে বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না । ওরা বিজেপির সঙ্গে রয়েছে । আমি দিল্লির কথা বলছি । সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে সরকার গঠন করে দেব আমরা ।"
তৃণমূল নেত্রীর বক্তব্য নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করে রাজনৈতিক মহল । তাছাড়া এতদিন ধরে তিনি যা বলে আসছিলেন তার থেকে এই বক্তব্য কার্যত উলটো । 2014 সাল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনের আগেই মমতা জাতীয় রাজনীতিতে নির্ণায়ক শক্তি হয়ে ওঠার কথা বলে আসছেন । সেই সময় কংগ্রেস এবং বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গঠনের কথা বলেছিলেন । যদিও তা বাস্তবায়িত হয়নি ।
2019 সালে অবশ্য কংগ্রেসকে নিয়েই জোট গঠনের কথা বলেছিলেন মমতা । কলকাতায় একটি সভাও হয়েছিল । তবে শেষমেশ জোট হয়নি । এবার ইন্ডিয়া জোট গঠনের নেপথ্যে মমতার ভূমিকা অবশ্য সর্বজনবিদিত । জোটের নামও তাঁর দেওয়া । তবে এটাও ঠিক বাংলায় ইন্ডিয়া জোটের রূপ না পাওয়ার কারণও তিনি। এবার এ হেন মমতাই ইন্ডিয়া জোট নিয়ে নয়া অবস্থানের কথা বললেন ।
আরও পড়ুন: