ETV Bharat / state

সরকার গঠনে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্য করবে তৃণমূল, দাবি মমতার - LOK SABHA ELECTION 2024

Mamata on India Alliance: নির্বাচনে বরাবর চমক দেন মমতা। কখনও প্রার্থী তালিকায় প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকাকে নিয়ে আসেন। কখনও আবার প্রচারে পিছনে ফেলেন বাকিদের। এবারও ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান নিয়ে বড় ঘোষণা করলেন মমতা।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 11:03 PM IST

Updated : May 16, 2024, 9:31 AM IST

চুঁচুড়া, 15 মে: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল। এভাবেই আগামিদিনে ইন্ডিয়া জোটের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, 2024 সালে লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকেই সমর্থন করবে তৃণমূল কংগ্রেস । চুঁচুড়ায় রচনার সমর্থনে এসে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

বুধবার মমতা চুঁচুড়া মাঠে তিনি বলেন, "চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে । বাকি তিন দফাতেও জেতার সম্ভাবনা নেই । চিৎকার করবে । ইনিয়ে-বিনিয়ে ভাঁওতা করবে । জুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না । অহংকার করে বিজেপি অহংকার করে বলছিল, এবার চারশো পার ৷ মানুষ বলছে দুশো পার হবে না । এবার হবে পগারপার । তবে বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না । ওরা বিজেপির সঙ্গে রয়েছে । আমি দিল্লির কথা বলছি । সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে সরকার গঠন করে দেব আমরা ।"

তৃণমূল নেত্রীর বক্তব্য নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করে রাজনৈতিক মহল । তাছাড়া এতদিন ধরে তিনি যা বলে আসছিলেন তার থেকে এই বক্তব্য কার্যত উলটো । 2014 সাল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনের আগেই মমতা জাতীয় রাজনীতিতে নির্ণায়ক শক্তি হয়ে ওঠার কথা বলে আসছেন । সেই সময় কংগ্রেস এবং বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গঠনের কথা বলেছিলেন । যদিও তা বাস্তবায়িত হয়নি ।

2019 সালে অবশ্য কংগ্রেসকে নিয়েই জোট গঠনের কথা বলেছিলেন মমতা । কলকাতায় একটি সভাও হয়েছিল । তবে শেষমেশ জোট হয়নি । এবার ইন্ডিয়া জোট গঠনের নেপথ্যে মমতার ভূমিকা অবশ্য সর্বজনবিদিত । জোটের নামও তাঁর দেওয়া । তবে এটাও ঠিক বাংলায় ইন্ডিয়া জোটের রূপ না পাওয়ার কারণও তিনি। এবার এ হেন মমতাই ইন্ডিয়া জোট নিয়ে নয়া অবস্থানের কথা বললেন ।

আরও পড়ুন:

  1. শর্ত সাপেক্ষে তিনিও সিএএ মানতে রাজি, স্পষ্ট করলেন মমতা
  2. ইন্ডিয়া জোটকে 'বাইরে থেকে সমর্থন' মমতার, তৃণমূল সুপ্রিমোকে তোপ বাম-কংগ্রেসের

চুঁচুড়া, 15 মে: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল। এভাবেই আগামিদিনে ইন্ডিয়া জোটের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, 2024 সালে লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকেই সমর্থন করবে তৃণমূল কংগ্রেস । চুঁচুড়ায় রচনার সমর্থনে এসে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

বুধবার মমতা চুঁচুড়া মাঠে তিনি বলেন, "চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে । বাকি তিন দফাতেও জেতার সম্ভাবনা নেই । চিৎকার করবে । ইনিয়ে-বিনিয়ে ভাঁওতা করবে । জুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না । অহংকার করে বিজেপি অহংকার করে বলছিল, এবার চারশো পার ৷ মানুষ বলছে দুশো পার হবে না । এবার হবে পগারপার । তবে বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না । ওরা বিজেপির সঙ্গে রয়েছে । আমি দিল্লির কথা বলছি । সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে সরকার গঠন করে দেব আমরা ।"

তৃণমূল নেত্রীর বক্তব্য নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করে রাজনৈতিক মহল । তাছাড়া এতদিন ধরে তিনি যা বলে আসছিলেন তার থেকে এই বক্তব্য কার্যত উলটো । 2014 সাল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনের আগেই মমতা জাতীয় রাজনীতিতে নির্ণায়ক শক্তি হয়ে ওঠার কথা বলে আসছেন । সেই সময় কংগ্রেস এবং বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গঠনের কথা বলেছিলেন । যদিও তা বাস্তবায়িত হয়নি ।

2019 সালে অবশ্য কংগ্রেসকে নিয়েই জোট গঠনের কথা বলেছিলেন মমতা । কলকাতায় একটি সভাও হয়েছিল । তবে শেষমেশ জোট হয়নি । এবার ইন্ডিয়া জোট গঠনের নেপথ্যে মমতার ভূমিকা অবশ্য সর্বজনবিদিত । জোটের নামও তাঁর দেওয়া । তবে এটাও ঠিক বাংলায় ইন্ডিয়া জোটের রূপ না পাওয়ার কারণও তিনি। এবার এ হেন মমতাই ইন্ডিয়া জোট নিয়ে নয়া অবস্থানের কথা বললেন ।

আরও পড়ুন:

  1. শর্ত সাপেক্ষে তিনিও সিএএ মানতে রাজি, স্পষ্ট করলেন মমতা
  2. ইন্ডিয়া জোটকে 'বাইরে থেকে সমর্থন' মমতার, তৃণমূল সুপ্রিমোকে তোপ বাম-কংগ্রেসের
Last Updated : May 16, 2024, 9:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.