ETV Bharat / state

জীবন দিতে প্রস্তুত, তবু বিভাজন করতে দেব না; ছট পুজোয় বার্তা মমতার

ছটপুজোয় সামিল হয়ে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনি বলেন, জীবন দিতে প্রস্তুত, তবু বিভাজন করতে দেব না ৷

ETV BHARAT
ছটপুজোয় গঙ্গার ঘাটে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2024, 6:41 PM IST

কলকাতা, 7 নভেম্বর: বৃহস্পতিবার ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাটে গিয়ে ঐক্যের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, বিভাজনে সমর্থন নেই তাঁর ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের ধর্ম আলাদা হতে পারে, আপনারা বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন, কিন্তু বাংলাকে নিজের ঘর ভাবুন ।" বাংলাকে কোনওভাবেই ধর্ম-বর্ণ ভাষা এসবের নামে বিভাজন করতে দেবেন না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে তিনি জীবন দিতেও প্রস্তুত ৷ তবে বাংলায় বিভাজন কোনও ভাবেই করতে দেবেন না ।

ETV BHARAT
ছটপুজোয় আরতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার পরম্পরা হল সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থাকে । একে অপরের উৎসবকে একসঙ্গে পালন করে । ছট পুজোতেও এই সরকার দু'দিনের ছুটি দিয়েছে । আজ এবং কাল আপনাদের পুজোর শুভ যোগ রয়েছে । আপনারা ছট মাতা এবং সূর্য দেবতার পুজো মন থেকে করুন, প্রশাসন আপনাদের পাশে রয়েছে ।"

মুখ্যমন্ত্রীর কথায়, "আমি কখনওই চাই না ধর্মে-ধর্মে কোনও বিভাজন হোক । প্রত্যেক ধর্মের নিজস্ব সংস্কৃতি রয়েছে । প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে । আমরা কোনও ধর্মকে ছোট করি না । কোনও ধর্মের বিরুদ্ধে কথা বলি না । আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, ভালোবাসি । আজ বিহারেও এত ছট পুজো হয় না যত না বাংলায় হয় ।"

ETV BHARAT
ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাটে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

অনেকে বাংলায় বিভাজন সৃষ্টি করতে চায় বলে অভিযোগ মমতার ৷ তাঁর কথায়, "আমরা কখনও তা সমর্থন করি না । প্রয়োজনে জীবন দিতে পারি তবু বিভাজন করতে দেব না । এটা ভারত । এখানে সমস্ত ধর্মের মানুষ থাকেন । বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে থাকেন । এখানে কেউ ছোট বা কেউ বড় নয় । মানুষকে মানবিকতার দৃষ্টিতে দেখুন । আমরা সকলকে নিয়ে চলি । সকলের জন্যই আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে । আমি এই পরিবেশ নষ্ট হতে দেব না ।"

ETV BHARAT
বিভাজনের বিরুদ্ধে বার্তা মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)

তাঁর কথায়, যে কোনও কিছু ভেঙে ফেলা খুব সহজ । কঠিন হল তৈরি করা । সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া । ভারতে এতগুলো সম্প্রদায়, এতগুলো ভাষা, এত ধরনের সংস্কৃতি রয়েছে । তবুও আমরা একসঙ্গে চলি । এটাই আমাদের দেশের সংস্কৃতি । এই জন্যই গোটা বিশ্বের কাছে আমরা পরিচিত । এইজন্যেই পরিচিত বাংলা ।"

তিনি বলেন, "যাঁরা ছট পুজো করছেন, তাঁদের কাছে আমি অনুরোধ করছি, ধীরে ধীরে গঙ্গার ঘাটে যান । শ্রদ্ধার সঙ্গে আপনাদের এই উৎসব পালন করুন । প্রশাসনকে সহযোগিতা করুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন । এই পুজোর জন্য তিনদিন উপোস থাকতে হয় । খুব কঠিন পুজোর নিয়ম । আপনাদের যাতে অসুবিধা না হয় তার জন্য প্রত্যেকটি ঘাটে লাইট লাগানো হয়েছে । প্রশাসনকে কঠোর করা হয়েছে যাতে কোনও ঘটনা না ঘটে ।"

এদিন মুখ্যমন্ত্রী পুণ্যার্থীদের সাবধান করে বলেছেন, "কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না । কেউ যদি বলে ওখানে কোনও ঘটনা ঘটেছে সেদিকে কান দেওয়ার দরকার নেই । আপনারা ধীরে ধীরে যান, ধীরে ধীরে ফেরত আসুন ।"

কলকাতা, 7 নভেম্বর: বৃহস্পতিবার ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাটে গিয়ে ঐক্যের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, বিভাজনে সমর্থন নেই তাঁর ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের ধর্ম আলাদা হতে পারে, আপনারা বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন, কিন্তু বাংলাকে নিজের ঘর ভাবুন ।" বাংলাকে কোনওভাবেই ধর্ম-বর্ণ ভাষা এসবের নামে বিভাজন করতে দেবেন না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে তিনি জীবন দিতেও প্রস্তুত ৷ তবে বাংলায় বিভাজন কোনও ভাবেই করতে দেবেন না ।

ETV BHARAT
ছটপুজোয় আরতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার পরম্পরা হল সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থাকে । একে অপরের উৎসবকে একসঙ্গে পালন করে । ছট পুজোতেও এই সরকার দু'দিনের ছুটি দিয়েছে । আজ এবং কাল আপনাদের পুজোর শুভ যোগ রয়েছে । আপনারা ছট মাতা এবং সূর্য দেবতার পুজো মন থেকে করুন, প্রশাসন আপনাদের পাশে রয়েছে ।"

মুখ্যমন্ত্রীর কথায়, "আমি কখনওই চাই না ধর্মে-ধর্মে কোনও বিভাজন হোক । প্রত্যেক ধর্মের নিজস্ব সংস্কৃতি রয়েছে । প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে । আমরা কোনও ধর্মকে ছোট করি না । কোনও ধর্মের বিরুদ্ধে কথা বলি না । আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, ভালোবাসি । আজ বিহারেও এত ছট পুজো হয় না যত না বাংলায় হয় ।"

ETV BHARAT
ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাটে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

অনেকে বাংলায় বিভাজন সৃষ্টি করতে চায় বলে অভিযোগ মমতার ৷ তাঁর কথায়, "আমরা কখনও তা সমর্থন করি না । প্রয়োজনে জীবন দিতে পারি তবু বিভাজন করতে দেব না । এটা ভারত । এখানে সমস্ত ধর্মের মানুষ থাকেন । বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে থাকেন । এখানে কেউ ছোট বা কেউ বড় নয় । মানুষকে মানবিকতার দৃষ্টিতে দেখুন । আমরা সকলকে নিয়ে চলি । সকলের জন্যই আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে । আমি এই পরিবেশ নষ্ট হতে দেব না ।"

ETV BHARAT
বিভাজনের বিরুদ্ধে বার্তা মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)

তাঁর কথায়, যে কোনও কিছু ভেঙে ফেলা খুব সহজ । কঠিন হল তৈরি করা । সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া । ভারতে এতগুলো সম্প্রদায়, এতগুলো ভাষা, এত ধরনের সংস্কৃতি রয়েছে । তবুও আমরা একসঙ্গে চলি । এটাই আমাদের দেশের সংস্কৃতি । এই জন্যই গোটা বিশ্বের কাছে আমরা পরিচিত । এইজন্যেই পরিচিত বাংলা ।"

তিনি বলেন, "যাঁরা ছট পুজো করছেন, তাঁদের কাছে আমি অনুরোধ করছি, ধীরে ধীরে গঙ্গার ঘাটে যান । শ্রদ্ধার সঙ্গে আপনাদের এই উৎসব পালন করুন । প্রশাসনকে সহযোগিতা করুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন । এই পুজোর জন্য তিনদিন উপোস থাকতে হয় । খুব কঠিন পুজোর নিয়ম । আপনাদের যাতে অসুবিধা না হয় তার জন্য প্রত্যেকটি ঘাটে লাইট লাগানো হয়েছে । প্রশাসনকে কঠোর করা হয়েছে যাতে কোনও ঘটনা না ঘটে ।"

এদিন মুখ্যমন্ত্রী পুণ্যার্থীদের সাবধান করে বলেছেন, "কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না । কেউ যদি বলে ওখানে কোনও ঘটনা ঘটেছে সেদিকে কান দেওয়ার দরকার নেই । আপনারা ধীরে ধীরে যান, ধীরে ধীরে ফেরত আসুন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.