ETV Bharat / state

দেব-জুন জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার, পিংলায় প্রতিশ্রুতি মমতার - Mamata Banerjee

Mamata Banerjee: শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পিংলা ঘাটাল লোকসভার অধীনে ৷ তাই ওই সভা থেকে মমতার মুখে শোনা গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ৷ মমতার প্রতিশ্রুতি, দেব-জুন জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার দেবেন ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 3:10 PM IST

পিংলা, 26 এপ্রিল: 2014 সাল থেকে ঘাটালের সাংসদ অভিনেতা দেব ৷ এবারও তিনি ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ এবার দেব জিতলে মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীর দীর্ঘ অপেক্ষার শেষ হবে বলে প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী ৷ সেই সভার মঞ্চ থেকে এই প্রতিশ্রুতি দেন তিনি ৷ জানান, দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন ৷ এ দিন মমতা যেখানে সভা করেন, সেই এলাকা ঘাটাল লোকসভার মধ্যেই পড়ে ৷ ফলে তিনি যখন মাস্টার প্ল্যান নিয়ে এই প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন দেব ৷

বন্যার হাত থেকে রক্ষা করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘ কয়েক দশক ধরে উঠছে ৷ প্রতিটি ভোটেই এই মাস্টার প্ল্যানের বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রতিটি রাজনৈতিক দলই দেয়৷ তৃণমূলও গত দু’বার দিয়েছে ৷ সেটাই আবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ একই সঙ্গে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া নিয়ে দায় চাপিয়েছেন কেন্দ্রের উপরই ৷

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পশ্চিম মেদিনীপুরের বড় অংশে তার প্রভাব পড়বে ৷ সেই কারণেই জুন মালিয়ার প্রসঙ্গও পিংলার সভা থেকে তোলেন ৷ দেবের সঙ্গে জুনের হয়েও ভোট চেয়ে নেন ৷ পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভা আসনেও তৃণমূলকে জেতানোর আহ্বান জানান তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘এবার দেব জিতলে, জুন জিতলে, ঝাড়গ্রামে জিতলে, আমি মেদিনীপুরকে উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান ৷’’

এছাড়া এ দিন বিজেপিকে নানা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ বিজেপির বিরুদ্ধে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন তিনি ৷ ধর্মও বিজেপি বিক্রি করে দিচ্ছে বলে তাঁর অভিযোগ ৷ আরও একবার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার অভিযোগ তুলে ৷ তাঁর দাবি, একশো দিনের কাজে বাংলায় কোনও দুর্নীতি হয়নি ৷ পুরোটাই বিজেপির ষড়যন্ত্র ছিল ৷

নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়েও এ দিন তিনি সরব হয়েছেন ৷ তাঁর অভিযোগ, বিজেপি, সিপিএমের জন্য চাকরি চলে গিয়েছে 26 হাজার জনের ৷ সেই কারণে বিজেপি-সিপিএমকে তিনি ‘চাকরিখেকো’ বলেও কটাক্ষ করেন ৷ এভাবে কারও চাকরি খাওয়া যায় না বলেও দাবি করেন ৷

মমতার অভিযোগ, ভোটের পর এনআইএ তদন্তের নামে বিরোধীদের হেনস্তার ভয় দেখাচ্ছে বিজেপি ৷ কিন্তু ভোটে বিজেপিই জিতবে না বলে তাঁর বক্তব্য ৷ তাই মমতার প্রশ্ন, বিজেপি ভোটে না জিতলে কিভাবে এনআইএ তদন্তের নামে হেনস্তা করবে ৷

বাম আমলে জঙ্গলমহলের পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি ৷ সিপিএম আমলে জঙ্গলমহলে অনেক নিরীহ মানুষকে খুন করা হয়েছিল বলে অভিযোগ করেন ৷ তাই তাঁর আক্ষেপ, 2011 সালে বিধানসভা ভোটের সময় বদলা নয় বদল চাই স্লোগান তোলা তাঁর ভুল হয়েছিল ৷

ভাষণের একেবারে শেষের দিকে তিনি বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ জোটের প্রসঙ্গও তোলেন ৷ তাঁর কথায়, ইন্ডিয়া তাঁর উদ্যোগে তৈরি হয় ৷ নামও তাঁর দেওয়া৷ এর জন্য তিনি গর্বিত ৷

আরও পড়ুন:

  1. ভোটে জেতালে অগ্নিমিত্রা কাজ না করে সেজেগুজে ঘুরে বেড়াবেন, নাম না করে কটাক্ষ মমতার
  2. তৃণমূলের ভোট ভাগ হলে বিজেপির লাভ, দাবি মমতার
  3. আমাকে সহ্য করতে পারেন না আবার মহিলা ভোট চাই, মোদিকে কটাক্ষ মমতার

পিংলা, 26 এপ্রিল: 2014 সাল থেকে ঘাটালের সাংসদ অভিনেতা দেব ৷ এবারও তিনি ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ এবার দেব জিতলে মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীর দীর্ঘ অপেক্ষার শেষ হবে বলে প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী ৷ সেই সভার মঞ্চ থেকে এই প্রতিশ্রুতি দেন তিনি ৷ জানান, দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন ৷ এ দিন মমতা যেখানে সভা করেন, সেই এলাকা ঘাটাল লোকসভার মধ্যেই পড়ে ৷ ফলে তিনি যখন মাস্টার প্ল্যান নিয়ে এই প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন দেব ৷

বন্যার হাত থেকে রক্ষা করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘ কয়েক দশক ধরে উঠছে ৷ প্রতিটি ভোটেই এই মাস্টার প্ল্যানের বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রতিটি রাজনৈতিক দলই দেয়৷ তৃণমূলও গত দু’বার দিয়েছে ৷ সেটাই আবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ একই সঙ্গে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া নিয়ে দায় চাপিয়েছেন কেন্দ্রের উপরই ৷

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পশ্চিম মেদিনীপুরের বড় অংশে তার প্রভাব পড়বে ৷ সেই কারণেই জুন মালিয়ার প্রসঙ্গও পিংলার সভা থেকে তোলেন ৷ দেবের সঙ্গে জুনের হয়েও ভোট চেয়ে নেন ৷ পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভা আসনেও তৃণমূলকে জেতানোর আহ্বান জানান তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘এবার দেব জিতলে, জুন জিতলে, ঝাড়গ্রামে জিতলে, আমি মেদিনীপুরকে উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান ৷’’

এছাড়া এ দিন বিজেপিকে নানা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ বিজেপির বিরুদ্ধে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন তিনি ৷ ধর্মও বিজেপি বিক্রি করে দিচ্ছে বলে তাঁর অভিযোগ ৷ আরও একবার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার অভিযোগ তুলে ৷ তাঁর দাবি, একশো দিনের কাজে বাংলায় কোনও দুর্নীতি হয়নি ৷ পুরোটাই বিজেপির ষড়যন্ত্র ছিল ৷

নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়েও এ দিন তিনি সরব হয়েছেন ৷ তাঁর অভিযোগ, বিজেপি, সিপিএমের জন্য চাকরি চলে গিয়েছে 26 হাজার জনের ৷ সেই কারণে বিজেপি-সিপিএমকে তিনি ‘চাকরিখেকো’ বলেও কটাক্ষ করেন ৷ এভাবে কারও চাকরি খাওয়া যায় না বলেও দাবি করেন ৷

মমতার অভিযোগ, ভোটের পর এনআইএ তদন্তের নামে বিরোধীদের হেনস্তার ভয় দেখাচ্ছে বিজেপি ৷ কিন্তু ভোটে বিজেপিই জিতবে না বলে তাঁর বক্তব্য ৷ তাই মমতার প্রশ্ন, বিজেপি ভোটে না জিতলে কিভাবে এনআইএ তদন্তের নামে হেনস্তা করবে ৷

বাম আমলে জঙ্গলমহলের পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি ৷ সিপিএম আমলে জঙ্গলমহলে অনেক নিরীহ মানুষকে খুন করা হয়েছিল বলে অভিযোগ করেন ৷ তাই তাঁর আক্ষেপ, 2011 সালে বিধানসভা ভোটের সময় বদলা নয় বদল চাই স্লোগান তোলা তাঁর ভুল হয়েছিল ৷

ভাষণের একেবারে শেষের দিকে তিনি বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ জোটের প্রসঙ্গও তোলেন ৷ তাঁর কথায়, ইন্ডিয়া তাঁর উদ্যোগে তৈরি হয় ৷ নামও তাঁর দেওয়া৷ এর জন্য তিনি গর্বিত ৷

আরও পড়ুন:

  1. ভোটে জেতালে অগ্নিমিত্রা কাজ না করে সেজেগুজে ঘুরে বেড়াবেন, নাম না করে কটাক্ষ মমতার
  2. তৃণমূলের ভোট ভাগ হলে বিজেপির লাভ, দাবি মমতার
  3. আমাকে সহ্য করতে পারেন না আবার মহিলা ভোট চাই, মোদিকে কটাক্ষ মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.