ETV Bharat / state

কোনও দিন রাজভবনে একা যাবেন না, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে বিস্ফোরক মমতা - Mamata Mocks Governor

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 7:08 PM IST

Updated : Aug 15, 2024, 8:05 PM IST

Mamata Banerjee mocks Governor: কোনও দিন রাজভবনে তিনি একা যাবেন না ৷ স্বাধীনতা দিবসে বৈকালিক চা-চক্রে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের আগে এমনই বিস্ফোরক কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে বিস্ফোরক মমতা (নিজস্ব চিত্র)

কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের দিন বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী । এটাই দীর্ঘদিনের রীতি । এবার স্বাধীনতা দিবসে রাজভবনের ডাকা বৈকালিক চা-চক্রে যোগ দিতে এসে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, রাজভবনে কোনও দিন একা যাবেন না ।

এদিন বিকেল পাঁচটার কিছু পরে রাজভবনে যান মুখ্যমন্ত্রী । তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা । ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও । সেখানেই রাজভবন নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । এদিন মুখ্যমন্ত্রী বলেন, একা কখনওই তিনি রাজভবনে যাবেন না । আর দু'জন আসবেন বলে তিনি অপেক্ষা করছেন । তাঁর অভিযোগ, রাজভবনে মহিলা কর্মচারীদের কোনও সুরক্ষা নেই । তাই তিনি যখনই রাজভবনে যাবেন সঙ্গে কারওকে নিয়ে যাবেন।

একইসঙ্গে, আরজি করে গতকাল রাতের ঘটনা নিয়ে ছোট হলেও তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি । এদিন মুখ্যমন্ত্রীকে আরজি কর নিয়ে রাজ্যপাল যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে প্রশ্ন করলে তাঁকে বলতে শোনা যায়, "রাজনীতি অনেক হয়েছে । নিজেদের দিকে তাকান । রাজভবনের ওই যে মহিলা কর্মীর বিষয়টা তো আপনারা জানেন । তাই আগে নিজের দিকে তাকান । তারপরে অন্যের সমালোচনা করবেন ।"

একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আরও একবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, "আমি তো চাইছি, যারা এই ঘটনায় দোষী তাদের ফাঁসি হোক । আমি নিজে কাল ফাঁসির দাবিতে মিছিল করব ।" একইসঙ্গে, তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, যে পথে আজ সিবিআই তদন্ত হাঁটছে সেই তদন্তের পটভূমি তৈরি করে দিয়েছিল তার রাজ্যের পুলিশ । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "পুলিশ কাজটা প্রায় গুটিয়ে এনেছিল । যে ক'জনকে ডাকা বাকি আছে তাদেরও ডাকা হত । পুলিশের কাছ থেকে তথ্য নিয়েই তো এখন কাজ হচ্ছে ।"

গতকাল রাতে আরজি করে যে গুন্ডামি হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, "ভিডিয়ো দেখুন না । ভিডিয়ো দেখলেই পতাকা দেখতে পাবেন । এই যে অন্যদের দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে, তৈরি করা ফেক ভিডিয়ো, এটা কি ক্রাইম নয় ? এগুলি তো একদিন না একদিন ধরা পড়বে । আমি মানুষকে অনুরোধ করছি, অসত্য জিনিসগুলোকে প্লিজ বিশ্বাস করবেন না । সোশাল মিডিয়ায় আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিয়ো চলছে ।"

ধৃতদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেটা পুলিশের ব্যাপার পুলিশ বলতে পারবে । সেটা আমার বলা শোভা পায় না । যার কাজ সেই করবে । আমার ডিসি আক্রান্ত হয়েছেন । তাঁর গা ভেসে গিয়েছে রক্তে ওদের অত্যাচারে । ওরা আক্রান্ত হয়েছে, তবু ওরা সহ্য করেছে ।"

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, "ডাক্তার বা জুনিয়র ডাক্তারদের প্রতি তাঁর কোনও রাগ নেই । আমি ওঁদের সমর্থন করি । আমার রাগ হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রতি, কারণ এরা এই সুযোগে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে । এরা প্রকৃত সমবেদনা চায় না । চায় না আত্মার শান্তি । আমি তো প্রথম দিন থেকে এই ঘটনার নিন্দা করছি । বলেছি, অপরাধীর ফাঁসি চাই ।"

এদিন আরও একবার আন্দোলনকারী চিকিৎসকদের সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়টি ভাবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বর্তমান পরিস্থিতিতে কয়েকজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন । কয়েকজন রোগী যাঁরা ওখানে রয়েছেন, তাঁদের পরিবার বলেছে, তারা তাদের বাড়ির লোককে ওখানে রাখতে চান না । যদি কোনও রোগীর পরিবার একথা বলে, আমার খারাপ লাগতে পারে, তবে এটা তাদের অধিকার ।"

তিনি আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে বলেন, "আজ তো প্রায় ছয়-সাত দিন হয়ে গেল, আর কতদিন ? পেশায় আসার আগে আপনারাতো অঙ্গীকার করেছেন । পুলিশের মতোই ওদেরও সারা বছর মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য অঙ্গীকার করতে হয় । আমরা আজ তাঁদের বিবেচনার উপর ছেড়ে দিচ্ছি । আমরা তো তাঁদের বারবার আবেদন জানাচ্ছি । গরিব মানুষ সাফার করছে ।"

কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের দিন বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী । এটাই দীর্ঘদিনের রীতি । এবার স্বাধীনতা দিবসে রাজভবনের ডাকা বৈকালিক চা-চক্রে যোগ দিতে এসে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, রাজভবনে কোনও দিন একা যাবেন না ।

এদিন বিকেল পাঁচটার কিছু পরে রাজভবনে যান মুখ্যমন্ত্রী । তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা । ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও । সেখানেই রাজভবন নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । এদিন মুখ্যমন্ত্রী বলেন, একা কখনওই তিনি রাজভবনে যাবেন না । আর দু'জন আসবেন বলে তিনি অপেক্ষা করছেন । তাঁর অভিযোগ, রাজভবনে মহিলা কর্মচারীদের কোনও সুরক্ষা নেই । তাই তিনি যখনই রাজভবনে যাবেন সঙ্গে কারওকে নিয়ে যাবেন।

একইসঙ্গে, আরজি করে গতকাল রাতের ঘটনা নিয়ে ছোট হলেও তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি । এদিন মুখ্যমন্ত্রীকে আরজি কর নিয়ে রাজ্যপাল যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে প্রশ্ন করলে তাঁকে বলতে শোনা যায়, "রাজনীতি অনেক হয়েছে । নিজেদের দিকে তাকান । রাজভবনের ওই যে মহিলা কর্মীর বিষয়টা তো আপনারা জানেন । তাই আগে নিজের দিকে তাকান । তারপরে অন্যের সমালোচনা করবেন ।"

একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আরও একবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, "আমি তো চাইছি, যারা এই ঘটনায় দোষী তাদের ফাঁসি হোক । আমি নিজে কাল ফাঁসির দাবিতে মিছিল করব ।" একইসঙ্গে, তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, যে পথে আজ সিবিআই তদন্ত হাঁটছে সেই তদন্তের পটভূমি তৈরি করে দিয়েছিল তার রাজ্যের পুলিশ । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "পুলিশ কাজটা প্রায় গুটিয়ে এনেছিল । যে ক'জনকে ডাকা বাকি আছে তাদেরও ডাকা হত । পুলিশের কাছ থেকে তথ্য নিয়েই তো এখন কাজ হচ্ছে ।"

গতকাল রাতে আরজি করে যে গুন্ডামি হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, "ভিডিয়ো দেখুন না । ভিডিয়ো দেখলেই পতাকা দেখতে পাবেন । এই যে অন্যদের দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে, তৈরি করা ফেক ভিডিয়ো, এটা কি ক্রাইম নয় ? এগুলি তো একদিন না একদিন ধরা পড়বে । আমি মানুষকে অনুরোধ করছি, অসত্য জিনিসগুলোকে প্লিজ বিশ্বাস করবেন না । সোশাল মিডিয়ায় আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিয়ো চলছে ।"

ধৃতদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেটা পুলিশের ব্যাপার পুলিশ বলতে পারবে । সেটা আমার বলা শোভা পায় না । যার কাজ সেই করবে । আমার ডিসি আক্রান্ত হয়েছেন । তাঁর গা ভেসে গিয়েছে রক্তে ওদের অত্যাচারে । ওরা আক্রান্ত হয়েছে, তবু ওরা সহ্য করেছে ।"

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, "ডাক্তার বা জুনিয়র ডাক্তারদের প্রতি তাঁর কোনও রাগ নেই । আমি ওঁদের সমর্থন করি । আমার রাগ হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রতি, কারণ এরা এই সুযোগে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে । এরা প্রকৃত সমবেদনা চায় না । চায় না আত্মার শান্তি । আমি তো প্রথম দিন থেকে এই ঘটনার নিন্দা করছি । বলেছি, অপরাধীর ফাঁসি চাই ।"

এদিন আরও একবার আন্দোলনকারী চিকিৎসকদের সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়টি ভাবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বর্তমান পরিস্থিতিতে কয়েকজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন । কয়েকজন রোগী যাঁরা ওখানে রয়েছেন, তাঁদের পরিবার বলেছে, তারা তাদের বাড়ির লোককে ওখানে রাখতে চান না । যদি কোনও রোগীর পরিবার একথা বলে, আমার খারাপ লাগতে পারে, তবে এটা তাদের অধিকার ।"

তিনি আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে বলেন, "আজ তো প্রায় ছয়-সাত দিন হয়ে গেল, আর কতদিন ? পেশায় আসার আগে আপনারাতো অঙ্গীকার করেছেন । পুলিশের মতোই ওদেরও সারা বছর মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য অঙ্গীকার করতে হয় । আমরা আজ তাঁদের বিবেচনার উপর ছেড়ে দিচ্ছি । আমরা তো তাঁদের বারবার আবেদন জানাচ্ছি । গরিব মানুষ সাফার করছে ।"

Last Updated : Aug 15, 2024, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.