ETV Bharat / state

চলতি মাসের শেষেই দিল্লি যেতে পারেন মমতা - Mamata may Visit Delhi - MAMATA MAY VISIT DELHI

Mamata may Visit Delhi: চলতি মাসের শেষের দিকেই দিল্লি যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 25 তারিখ 3 দিনের সফরে তিনি দিল্লি যেতে পারেন বলে সূত্রের মারফত জানা গিয়েছে ৷

ETV BHARAT
চলতি মাসের শেষেই দিল্লি যেতে পারেন মমতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 2:57 PM IST

কলকাতা, 18 জুলাই: দিল্লিতে সংসদের অধিবেশন চলছে । এই অবস্থায় চলতি মাসের শেষ সপ্তাহে দিল্লি যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও সফরসূচি পাওয়া যায়নি । তবে জানা যাচ্ছে, একুশে জুলাইয়ের পরই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী ।

সূত্র মারফত খবর, 25 তারিখ 3 দিনের সফরে দিল্লি যেতে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । লোকসভার অধিবেশনের পাশাপাশি আগামী 27 জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে । দিল্লিতে গেলে ওই বৈঠকে তিনি যোগদান করেন কি না সেটাই দেখার । অতীতে নীতি আয়োগের একাধিক বৈঠকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে যোগদান করতে দেখা দিয়েছে । এবার লোকসভা নির্বাচনের পর এই নীতি আয়োগের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । জানা গিয়েছে, এই বৈঠক থেকেই ভিশন 2047 নিয়ে আলোচনা হতে পারে । এই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

একইসঙ্গে বাজেট অধিবেশন চলাকালীন দলনেত্রীর দিল্লিতে উপস্থিত থাকা সংসদের অধিবেশনে অন্য মাত্রা নিয়ে আসে । বিশেষ করে সংসদের ভিতরে এবং বাইরে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক অবস্থানের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরামর্শ দিতে পারেন দলীয় সাংসদদের । এখনও পর্যন্ত যা খবর, একুশে জুলাইয়ের সভার পর আগামী 22 তারিখ দিল্লি যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । সেখানে দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে যোগ দিতে পারেন । সেখান থেকেই দিল্লিতে দলীয় অবস্থান নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে । পাশাপাশি একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে দেখাও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 18 জুলাই: দিল্লিতে সংসদের অধিবেশন চলছে । এই অবস্থায় চলতি মাসের শেষ সপ্তাহে দিল্লি যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও সফরসূচি পাওয়া যায়নি । তবে জানা যাচ্ছে, একুশে জুলাইয়ের পরই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী ।

সূত্র মারফত খবর, 25 তারিখ 3 দিনের সফরে দিল্লি যেতে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । লোকসভার অধিবেশনের পাশাপাশি আগামী 27 জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে । দিল্লিতে গেলে ওই বৈঠকে তিনি যোগদান করেন কি না সেটাই দেখার । অতীতে নীতি আয়োগের একাধিক বৈঠকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে যোগদান করতে দেখা দিয়েছে । এবার লোকসভা নির্বাচনের পর এই নীতি আয়োগের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । জানা গিয়েছে, এই বৈঠক থেকেই ভিশন 2047 নিয়ে আলোচনা হতে পারে । এই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

একইসঙ্গে বাজেট অধিবেশন চলাকালীন দলনেত্রীর দিল্লিতে উপস্থিত থাকা সংসদের অধিবেশনে অন্য মাত্রা নিয়ে আসে । বিশেষ করে সংসদের ভিতরে এবং বাইরে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক অবস্থানের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরামর্শ দিতে পারেন দলীয় সাংসদদের । এখনও পর্যন্ত যা খবর, একুশে জুলাইয়ের সভার পর আগামী 22 তারিখ দিল্লি যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । সেখানে দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে যোগ দিতে পারেন । সেখান থেকেই দিল্লিতে দলীয় অবস্থান নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে । পাশাপাশি একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে দেখাও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.