ETV Bharat / state

গড়করির সুরেই জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের দাবি মমতার - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 10:30 PM IST

Updated : Aug 1, 2024, 10:39 PM IST

Mamata Banerjee on Life and Medical Insurance: নীতিন গড়করির সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ জীবন বিমা ও স্বাস্থ্য বিমার উপরে জিএসটি চাপানো নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee
আন্দোলনে নামার হুঁশিয়ারি মমতার (ইটিভি ভারত)

কলকাতা, 1 অগস্ট: জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র তা না-মানলে আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপরে জিএসটি চাপানো নিয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি লিখেছেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি, মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার বিষয়টিকে মাথায় রেখে জীবনবিমা এবং চিকিৎসা বিমার মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রে প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা হোক।

Mamata Banerjee on Life and Medical Insurance
মুখ্যমন্ত্রীর পাঠানো সেই চিঠি (ইটিভি ভারত)

বাংলার মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘‘এই দু’টি ক্ষেত্রে জিএসটি খারাপ ৷ কারণ এটি জনগণের মৌলিক প্রয়োজনীয় চাহিদাকে প্রভাবিত করে ।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, "ভারত সরকার জনবিরোধী জিএসটি প্রত্যাহার না-করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব ।" এরপর শুক্রবার এই দাবিতে চিঠিও দেন মমতা ৷

জীবনবিমা ও মেডিকেল ইন্সুরেন্সের উপরেও যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) নেওয়া হয় তা অনেকেরই অজানা ছিল ৷ তবে বুধবারই বিষয়টি প্রকাশ্যে এসেছে ৷ নাগপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির চিঠি লিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এই দুটি ক্ষেত্রে জিএসটি প্রত্যাহার করতে অনুরোধ করেছেন । সেখানে তিনি জীবন বিমা ও স্বাস্থ্য বীমার মতো সরাসরি জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত ক্ষেত্রগুলির প্রিমিয়ামের থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ।

Mamata Banerjee on Life and Medical Insurance
মুখ্যমন্ত্রীর পাঠানো সেই চিঠি (ইটিভি ভারত)

এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের জীবনবিমা ও মেডিকেল ইন্সুরেন্সের উপর জিএসটি চাপানো নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সরাসরি এই দুই জরুরি ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন । শুধু তাই নয়, এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জিএসটি প্রত্যাহার না-করলে আন্দোলনের পথে হাঁটার কথাও বলা হয়েছে ।

বিজেপির আভ্যন্তরীণ ক্ষেত্রেই যেখানে এই জিএসটি প্রত্যাহারের দাবি উঠেছে ৷ এবার সেখানে একই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর শুধু চাপ বাড়ানোর চেষ্টাই করলেন না, আন্দোলনে নামারও হুমকিও দিলেন । এই অবস্থায় জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে কেন্দ্রীয় সরকার 18% জিএসটি সরিয়ে নেয় কি না, এখন তাই দেখার ।

কলকাতা, 1 অগস্ট: জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র তা না-মানলে আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপরে জিএসটি চাপানো নিয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি লিখেছেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি, মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার বিষয়টিকে মাথায় রেখে জীবনবিমা এবং চিকিৎসা বিমার মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রে প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা হোক।

Mamata Banerjee on Life and Medical Insurance
মুখ্যমন্ত্রীর পাঠানো সেই চিঠি (ইটিভি ভারত)

বাংলার মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘‘এই দু’টি ক্ষেত্রে জিএসটি খারাপ ৷ কারণ এটি জনগণের মৌলিক প্রয়োজনীয় চাহিদাকে প্রভাবিত করে ।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, "ভারত সরকার জনবিরোধী জিএসটি প্রত্যাহার না-করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব ।" এরপর শুক্রবার এই দাবিতে চিঠিও দেন মমতা ৷

জীবনবিমা ও মেডিকেল ইন্সুরেন্সের উপরেও যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) নেওয়া হয় তা অনেকেরই অজানা ছিল ৷ তবে বুধবারই বিষয়টি প্রকাশ্যে এসেছে ৷ নাগপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির চিঠি লিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এই দুটি ক্ষেত্রে জিএসটি প্রত্যাহার করতে অনুরোধ করেছেন । সেখানে তিনি জীবন বিমা ও স্বাস্থ্য বীমার মতো সরাসরি জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত ক্ষেত্রগুলির প্রিমিয়ামের থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ।

Mamata Banerjee on Life and Medical Insurance
মুখ্যমন্ত্রীর পাঠানো সেই চিঠি (ইটিভি ভারত)

এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের জীবনবিমা ও মেডিকেল ইন্সুরেন্সের উপর জিএসটি চাপানো নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সরাসরি এই দুই জরুরি ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন । শুধু তাই নয়, এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জিএসটি প্রত্যাহার না-করলে আন্দোলনের পথে হাঁটার কথাও বলা হয়েছে ।

বিজেপির আভ্যন্তরীণ ক্ষেত্রেই যেখানে এই জিএসটি প্রত্যাহারের দাবি উঠেছে ৷ এবার সেখানে একই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর শুধু চাপ বাড়ানোর চেষ্টাই করলেন না, আন্দোলনে নামারও হুমকিও দিলেন । এই অবস্থায় জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে কেন্দ্রীয় সরকার 18% জিএসটি সরিয়ে নেয় কি না, এখন তাই দেখার ।

Last Updated : Aug 1, 2024, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.