কলকাতা, 1 অগস্ট: জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র তা না-মানলে আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপরে জিএসটি চাপানো নিয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি লিখেছেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি, মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার বিষয়টিকে মাথায় রেখে জীবনবিমা এবং চিকিৎসা বিমার মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রে প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা হোক।
![Mamata Banerjee on Life and Medical Insurance](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02-08-2024/_02082024164859_0208f_1722597539_1029.jpg)
বাংলার মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘‘এই দু’টি ক্ষেত্রে জিএসটি খারাপ ৷ কারণ এটি জনগণের মৌলিক প্রয়োজনীয় চাহিদাকে প্রভাবিত করে ।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, "ভারত সরকার জনবিরোধী জিএসটি প্রত্যাহার না-করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব ।" এরপর শুক্রবার এই দাবিতে চিঠিও দেন মমতা ৷
জীবনবিমা ও মেডিকেল ইন্সুরেন্সের উপরেও যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) নেওয়া হয় তা অনেকেরই অজানা ছিল ৷ তবে বুধবারই বিষয়টি প্রকাশ্যে এসেছে ৷ নাগপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির চিঠি লিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এই দুটি ক্ষেত্রে জিএসটি প্রত্যাহার করতে অনুরোধ করেছেন । সেখানে তিনি জীবন বিমা ও স্বাস্থ্য বীমার মতো সরাসরি জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত ক্ষেত্রগুলির প্রিমিয়ামের থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ।
![Mamata Banerjee on Life and Medical Insurance](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02-08-2024/_02082024164859_0208f_1722597539_321.jpg)
এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের জীবনবিমা ও মেডিকেল ইন্সুরেন্সের উপর জিএসটি চাপানো নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সরাসরি এই দুই জরুরি ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন । শুধু তাই নয়, এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জিএসটি প্রত্যাহার না-করলে আন্দোলনের পথে হাঁটার কথাও বলা হয়েছে ।
বিজেপির আভ্যন্তরীণ ক্ষেত্রেই যেখানে এই জিএসটি প্রত্যাহারের দাবি উঠেছে ৷ এবার সেখানে একই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর শুধু চাপ বাড়ানোর চেষ্টাই করলেন না, আন্দোলনে নামারও হুমকিও দিলেন । এই অবস্থায় জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে কেন্দ্রীয় সরকার 18% জিএসটি সরিয়ে নেয় কি না, এখন তাই দেখার ।