ETV Bharat / state

পাহাড়ে রওনার আগে উপনির্বাচনে দলীয় প্রার্থীদের জেতানোর আবেদন মমতার - MAMATA BANERJEE

উত্তরবঙ্গ সফরের দিন বিমানে চড়ার আগে তৃণমূল প্রার্থীদের উদ্দেশ্যে ভোট দেওয়ার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

Mamata Banerjee at Airport
দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2024, 4:05 PM IST

কলকাতা, 11 নভেম্বর: দেড় বছরের মাথায় পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে নিয়ে চলার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । এদিন রাজ্যের 6 আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার ডাকও দিয়েছেন তিনি ।

এদিন মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বলেন, "13 নভেম্বর রাজ্যের ছয় আসনে উপনির্বাচন রয়েছে । এই উপনির্বাচনে কোচবিহারের সিতাইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো, মেদিনীপুরে সুজয় হাজরা, তালডাংরা ফাল্গুনী সিংহ, হাড়োয়ায় রবিউল ইসলাম ও নৈহাটিতে সনৎ দাস । আমি এই ছয় কেন্দ্রের সকল মা-ভাই-বোনেদের কাছে আবেদন করব বাংলার মা-মাটি-মানুষের সরকার সব সময় আপনাদের সঙ্গে আছে । আপনারা তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে ভোট দিন তাতে আপনাদের এলাকার উন্নয়ন হবে ।"

দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সংসদীয় নির্বাচনে আমাদেরকে সমর্থন করেছেন । তারা তাদের মতো কাজ করছেন । আরও করবেন ।"

Mamata Banerjee and Aroop Biswas
দমদম বিমানবন্দরে অরূপ বিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

পাহাড় সফর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "আমি দীর্ঘদিন পরে দার্জিলিং যাচ্ছি । নির্বাচনের সময়ও আমি যাইনি ৷ কারণ ওখানে অনেক থাপারা নিজের মতো করে নির্বাচনের কাজ করছিল । মাঝে আমি কার্শিয়াং গিয়েছিলাম তবে দার্জিলিং বছর দেড়েক বাদে যাচ্ছি । আমি সব সময় চাই দার্জিলিং ভালো থাকুক । তরাই ডুয়ার্স ভালো থাকুক । চা বাগান ভালো থাকুক । আমি চাই সব মানুষ ভালো থাকুক ৷ সেটা কামতাপুরী হোন বা রাজবংশী, নেপালি হোক বা গোর্খা । বাগদি হোক বা বাউড়ি হোক সকলেই ভালো থাকুক সেটাই আমরা কামনা করি ।"

কলকাতা, 11 নভেম্বর: দেড় বছরের মাথায় পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে নিয়ে চলার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । এদিন রাজ্যের 6 আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার ডাকও দিয়েছেন তিনি ।

এদিন মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বলেন, "13 নভেম্বর রাজ্যের ছয় আসনে উপনির্বাচন রয়েছে । এই উপনির্বাচনে কোচবিহারের সিতাইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো, মেদিনীপুরে সুজয় হাজরা, তালডাংরা ফাল্গুনী সিংহ, হাড়োয়ায় রবিউল ইসলাম ও নৈহাটিতে সনৎ দাস । আমি এই ছয় কেন্দ্রের সকল মা-ভাই-বোনেদের কাছে আবেদন করব বাংলার মা-মাটি-মানুষের সরকার সব সময় আপনাদের সঙ্গে আছে । আপনারা তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে ভোট দিন তাতে আপনাদের এলাকার উন্নয়ন হবে ।"

দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সংসদীয় নির্বাচনে আমাদেরকে সমর্থন করেছেন । তারা তাদের মতো কাজ করছেন । আরও করবেন ।"

Mamata Banerjee and Aroop Biswas
দমদম বিমানবন্দরে অরূপ বিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

পাহাড় সফর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "আমি দীর্ঘদিন পরে দার্জিলিং যাচ্ছি । নির্বাচনের সময়ও আমি যাইনি ৷ কারণ ওখানে অনেক থাপারা নিজের মতো করে নির্বাচনের কাজ করছিল । মাঝে আমি কার্শিয়াং গিয়েছিলাম তবে দার্জিলিং বছর দেড়েক বাদে যাচ্ছি । আমি সব সময় চাই দার্জিলিং ভালো থাকুক । তরাই ডুয়ার্স ভালো থাকুক । চা বাগান ভালো থাকুক । আমি চাই সব মানুষ ভালো থাকুক ৷ সেটা কামতাপুরী হোন বা রাজবংশী, নেপালি হোক বা গোর্খা । বাগদি হোক বা বাউড়ি হোক সকলেই ভালো থাকুক সেটাই আমরা কামনা করি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.