কলকাতা, 6 মার্চ: আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে মঙ্গলবার রাতেই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ তিনি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে গঙ্গার নীচ দিয়ে মেট্রো রুটের উদ্বোধন করলেন ৷ দেশে এই প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো রুটের সূচনা হল ৷ এছাড়া আরও দু'টি মেট্রো রুটের সূচনা করলেন প্রধানমন্ত্রী ৷ যে সময়ে তাঁর মেট্রো রুটের উদ্বোধন করার কথা, ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী বিশেষ ঘোষণার করা কথা জানিয়েছিলেন ৷ মঙ্গলবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে পোস্ট করে জানান, 'আগামিকাল সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা, সময় সকাল 10টা'৷
সময়মতোই মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করা হয় ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আশা মেয়েরা আমাদের অনেক কাজ করে ৷ আমাদের গর্ব ৷ এপ্রিল মাস থেকে তাঁদের বেতন 750 টাকা বাড়ানো হল ৷ অঙ্গনওয়াড়ি কর্মীরা 8 হাজার 250 টাকা মতো পান ৷ তাঁদেরও এপ্রিল মাস থেকে 750 টাকা বেতন বৃদ্ধি পেল ৷ আইসিডিএস হেল্পারদের বেতনও 1 এপ্রিল থেকে 500 টাকা করে বাড়ানো হল ৷"
এবার বাজেট অধিবেশনেই আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছিল ৷ তবে তারিখ নির্দিষ্ট করে জানানো হয়নি ৷ তাই এই বিষয়টা স্পষ্ট করে বলা যাচ্ছিল না ৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায় সকাল দশটায় বড় ঘোষণা করবেন বলে জানা যাচ্ছিল ৷ তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিল ৷ অবশেষে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে একের পর এক পট পরিবর্তন হচ্ছে ৷ তৃণমূলের অন্দরের মতানৈক্য বাইরে চলে এসেছে ৷ প্রাক্তন বিধায়ক তাপস রায় দল ছেড়েছেন ৷ তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এবং উত্তর কলকাতা থেকে লোকসভা প্রার্থী হতে পারেন বলেও সূত্রে জানা গিয়েছে ৷ অন্যদিকে গতকালই বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগেই বিতর্কেও জড়িয়েছেন তিনি ৷
আরও পড়ুন: