হাবড়া, 12 মার্চ: কয়েকদিন আগেই আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের ভাতা বাড়িয়েছিলেন। মঙ্গলবার হাবড়ার বাণীপুরের সভা থেকে গ্রামবাংলায় ঘুরে ঘুরে কাজ করা 'ভিলেজ রিসোর্স পারসনদের' ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে তাঁদের ভাতা 750 টাকা বৃদ্ধির প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী । কিন্তু কবে থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে তা স্পষ্ট করেননি। এতদিন পর্যন্ত এই ভিলেজ রিসোর্স পারসনরা 5 হাজার 250 টাকা ভাতা পেতেন ৷
প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সার্ভে থেকে শুরু করে বিভিন্ন ডেটা এন্ট্রি কাজ করে এই সমস্ত ভিলেজ রিসোর্স পারসন ৷ দীর্ঘদিন ধরেই তাঁরা ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন । সম্প্রতি ধর্মতলায় ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করতেও দেখা যায় এই ভিলেজ রিসোর্স পার্সনদের । অবশেষে তাদের ভাতা বৃদ্ধি হল ৷ লোকসভা নির্বাচনের আগে তাঁদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার বাণীপুরের সভা থেকে এই ঘোষণা করেছে মা- মাটি মানুষের সরকার ৷ এই ঘোষণা যে এই সমস্ত 'ভিলোজ রিসোর্স পারসনদের' মনোবল বাড়াবে বলে মনে করছে প্রশাসন ৷
ভিলেজ রিসোর্স পারসনের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি মিজানুর রহমান বলেন, "দীর্ঘদিন ধরে দাবি ছিল কন্ক্টাকচুয়ালদের মতো আমাদেরও চাকরির নিশ্চয়তা দেওয়া হোক ৷ নির্দির্ষ্ট বেতন কাঠমের মধ্যে আনা হোক ৷ বর্তমানে ভিলেজ রিসোর্স পারসনরা সরকারি সার্ভের সঙ্গে যুক্ত থাকলে 175 টাকা করে পান ৷ আজ সেটা বেড়ে 200 টাকা হল ৷ কিন্তু যে নিশ্চয়তা আমার চেয়ছিলাম সেটা পাওয়া গেল না ৷ তবে আমরা যেহেতু রাজ্য সরকারি ফেডারেশনের হয়ে থেকে সরকারে পক্ষে কাজ করি তাই আমরা সরাসরি সরকারের বিরোধিতার রাস্তায় যাচ্ছি না ৷ কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী যেটুকু করেছেন তার জন্য সাধুবাদ জানাই ৷ আগামিদিনে আমাদের বিষয়টি দেখার জন্য অনুরোধ রইল ৷"
এদিন হাবড়ার এই মঞ্চ থেকে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, জাতিগত শংসাপত্র থেকে শুরু করে একাধিক পরিষেবা প্রদান করেন তিনি। প্রসঙ্গত, সোমবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন হাবড়ার প্রশাসনিক সভা থেকেই এই নিয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া দেবেন। আজ তা নিয়েও সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ৷
মূলত নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি প্রণয়নের মাধ্যমে নাগরিকদের যে নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে তাকে বড় ভাওতা বলেছেন তিনি । মুখ্যমন্ত্রীর স্পষ্টবার্তা, "কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দিলে কিছু বলার নেই ৷ কিন্তু এর মাধ্যমে মানুষের নাগরিকত্ব করার চেষ্টা হচ্ছে ।"
আরও পড়ুন: