ETV Bharat / state

রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল, স্বমেজাজেই মমতা - DURGA PUJA CARNIVAL

প্রতিবারের মতো এবারও রেড রোডে আয়োজিত হল বর্ণাঢ্য কার্নিভাল ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও ছিলেন সেলিব্রিটি থেকে বহু সাধারণ মানুষ ৷

Durga Puja Carnival
রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল, স্বমেজাজেই মমতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 8:33 PM IST

কলকাতা, 15 অক্টোবর: গত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর বিসর্জন কার্নিভালকে ঘিরে রাজ্য তথা দেশবাসীর চোখ থাকে কলকাতার দিকে । এই কার্নিভাল তাই রাজ্যের বাৎসরিক ক্যালেন্ডারে বাড়তি গুরুত্ব যোগ করেছে । বিশেষ করে হাজার হাজার মানুষের যোগদান, বিদেশি পর্যটকদের হাজিরা, সব মিলিয়ে অর্থনীতির একটা সম্ভাবনাও থাকে এই বিসর্জন কার্নিভালকে কেন্দ্র করে ।

কিন্তু এবছরের পরিস্থিতি অনেকটা আলাদা৷ কারণ, আরজি কর-কাণ্ডের পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে কলকাতা ৷ কর্মবিরতি থেকে জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন, নানা কর্মসূচি চলছে মহানগরে৷ তাই এ দিনের কার্নিভাল নিয়ে অন্য আগ্রহ ছিল সকলের মধ্যে ৷ সেখানে কী হয়, কারা উপস্থিত থাকেন, কোন কোন পুজো কমিটি অংশ নেন সেদিকেই নজর ছিল সকলের ৷

Durga Puja Carnival
রেড রোডে দুর্গাপুজো কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ (নিজস্ব চিত্র)

মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল শুরু হয় বিকেল চারটের নির্ধারিত সময়ের কিছুটা পরে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে পৌঁছান, তখনও শুরু থেকে শেষ অবধি দুর্গাপুজো কার্নিভালের একটা বড় অংশ ছিল ফাঁকা । মুখ্যমন্ত্রীর লেখা গানে সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে শুরু হয় এবারের বিসর্জন কার্নিভাল । মঞ্চে তখন মুখ্যমন্ত্রীর পাশে গুটিকয়েক সেলিব্রিটি ।

Durga Puja Carnival
রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল (নিজস্ব চিত্র)

প্রথমে আসে বাদামতলা আষাঢ় সংঘ । এরপর একে একে এসেছে দমদম পার্ক তরুণ দল, ফরওয়ার্ড ক্লাব ইত্যাদি । প্রত্যেক ক্লাব রেড রোডে তৈরি মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে এসে মিমিট খানেকের পারফর্ম করেছে । তারপর সেই গাড়ির শোভাযাত্রা এগিয়ে গিয়েছে বাবুঘাটের দিকে বিসর্জনের জন্য । যত সময় এগিয়েছে, রেড রোডে ভিড় বেড়েছে । বিকেলের শূন্যস্থান ক্রমশ সন্ধে নামার আগেই হাউসফুল হয়েছে ।

Durga Puja Carnival
রেড রোডে দুর্গাপুজো কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ (নিজস্ব চিত্র)

একের পর এক নজর করা পারফরম্যান্স হয়েছে । কোথাও নাচে অংশগ্রহণ করেছেন বড়পর্দা থেকে ছোটপর্দার অভিনেতা- অভিনেত্রীরা । মুখ্যমন্ত্রীকেও মঞ্চে দেখা গিয়েছে নাচের তালে তালে সংগত দিতে । মঞ্চে তখন তাঁর পাশে দলের সাংসদ জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ নুসরত থেকে শুরু করে এক ঝাঁক পরিচিত মুখ উপস্থিত ছিলেন । ওখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী কখনও শোভাযাত্রায় থাকা বাচ্চাদের কোলে তুলে নিয়েছেন দিয়েছেন চকোলেট, কোথাও পাখা দিয়ে করেছেন হাওয়া, আবার কখনও ডান্ডিয়া আর তালে তালে মঞ্চে নাচে মাততেও দেখা গিয়েছে ।

Durga Puja Carnival
রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রীর বিসর্জন কার্নিভাল যখন গ্ল্যামার আর বিনোদনের ছটা ছড়াচ্ছে, ঠিক তখন ধর্মতলায় রানি রাসমণি রোডে দ্রোহ কার্নিভালে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে । সেখানে উঠছে নারী অধিকারের পক্ষে স্লোগান । কোথাও উঠছে বিচারের দাবি, কোথাও আবার সরকারের বিরুদ্ধে চোখাচোখা আক্রমণ ।

কলকাতা, 15 অক্টোবর: গত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর বিসর্জন কার্নিভালকে ঘিরে রাজ্য তথা দেশবাসীর চোখ থাকে কলকাতার দিকে । এই কার্নিভাল তাই রাজ্যের বাৎসরিক ক্যালেন্ডারে বাড়তি গুরুত্ব যোগ করেছে । বিশেষ করে হাজার হাজার মানুষের যোগদান, বিদেশি পর্যটকদের হাজিরা, সব মিলিয়ে অর্থনীতির একটা সম্ভাবনাও থাকে এই বিসর্জন কার্নিভালকে কেন্দ্র করে ।

কিন্তু এবছরের পরিস্থিতি অনেকটা আলাদা৷ কারণ, আরজি কর-কাণ্ডের পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে কলকাতা ৷ কর্মবিরতি থেকে জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন, নানা কর্মসূচি চলছে মহানগরে৷ তাই এ দিনের কার্নিভাল নিয়ে অন্য আগ্রহ ছিল সকলের মধ্যে ৷ সেখানে কী হয়, কারা উপস্থিত থাকেন, কোন কোন পুজো কমিটি অংশ নেন সেদিকেই নজর ছিল সকলের ৷

Durga Puja Carnival
রেড রোডে দুর্গাপুজো কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ (নিজস্ব চিত্র)

মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল শুরু হয় বিকেল চারটের নির্ধারিত সময়ের কিছুটা পরে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে পৌঁছান, তখনও শুরু থেকে শেষ অবধি দুর্গাপুজো কার্নিভালের একটা বড় অংশ ছিল ফাঁকা । মুখ্যমন্ত্রীর লেখা গানে সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে শুরু হয় এবারের বিসর্জন কার্নিভাল । মঞ্চে তখন মুখ্যমন্ত্রীর পাশে গুটিকয়েক সেলিব্রিটি ।

Durga Puja Carnival
রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল (নিজস্ব চিত্র)

প্রথমে আসে বাদামতলা আষাঢ় সংঘ । এরপর একে একে এসেছে দমদম পার্ক তরুণ দল, ফরওয়ার্ড ক্লাব ইত্যাদি । প্রত্যেক ক্লাব রেড রোডে তৈরি মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে এসে মিমিট খানেকের পারফর্ম করেছে । তারপর সেই গাড়ির শোভাযাত্রা এগিয়ে গিয়েছে বাবুঘাটের দিকে বিসর্জনের জন্য । যত সময় এগিয়েছে, রেড রোডে ভিড় বেড়েছে । বিকেলের শূন্যস্থান ক্রমশ সন্ধে নামার আগেই হাউসফুল হয়েছে ।

Durga Puja Carnival
রেড রোডে দুর্গাপুজো কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ (নিজস্ব চিত্র)

একের পর এক নজর করা পারফরম্যান্স হয়েছে । কোথাও নাচে অংশগ্রহণ করেছেন বড়পর্দা থেকে ছোটপর্দার অভিনেতা- অভিনেত্রীরা । মুখ্যমন্ত্রীকেও মঞ্চে দেখা গিয়েছে নাচের তালে তালে সংগত দিতে । মঞ্চে তখন তাঁর পাশে দলের সাংসদ জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ নুসরত থেকে শুরু করে এক ঝাঁক পরিচিত মুখ উপস্থিত ছিলেন । ওখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী কখনও শোভাযাত্রায় থাকা বাচ্চাদের কোলে তুলে নিয়েছেন দিয়েছেন চকোলেট, কোথাও পাখা দিয়ে করেছেন হাওয়া, আবার কখনও ডান্ডিয়া আর তালে তালে মঞ্চে নাচে মাততেও দেখা গিয়েছে ।

Durga Puja Carnival
রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রীর বিসর্জন কার্নিভাল যখন গ্ল্যামার আর বিনোদনের ছটা ছড়াচ্ছে, ঠিক তখন ধর্মতলায় রানি রাসমণি রোডে দ্রোহ কার্নিভালে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে । সেখানে উঠছে নারী অধিকারের পক্ষে স্লোগান । কোথাও উঠছে বিচারের দাবি, কোথাও আবার সরকারের বিরুদ্ধে চোখাচোখা আক্রমণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.