ETV Bharat / state

আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন, সিএএ নিয়ে সতর্কবার্তা মমতার - Mamata Banerjee at Habra

Mamata Banerjee on CAA: সিএএ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাবড়ার সভা থেকে তিনি বলেন, একবার সিএএ-র জন্য আবেদন করলেই নাগরিকত্ব হারাতে হবে ৷ পরে সেই নাগরিকত্ব আর পাওয়া যাবে কি না, তার কোনও গ্যারান্টি নেই ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 2:02 PM IST

Updated : Mar 12, 2024, 3:54 PM IST

হাবড়া, 12 মার্চ: বাংলায় নাগরিকদের অধিকার রক্ষায় জীবন দিতেও তিনি তৈরি আছেন ৷ কিছুতেই নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যে কার্যকর করতে দেওয়া হবে না ৷ কেন্দ্র সিএএ কার্যকর করে দেওয়ার পরও স্পষ্ট এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার হাবড়ার সভা থেকে তিনি রাজ্যবাসীকে সতর্ক করে বলেন, একবার সিএএ-তে আবেদন করলে ইতিমধ্যেই যাঁরা নাগরিক তাঁরা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন ৷ সিএএ নিয়ে বিজেপিকে তুলোধোনা করে এ দিন মমতা বলেন, "সিএএ-র কোনও ক্ল্যারিটি নেই ৷ এটা টোটাল ভাঁওতা ৷ নির্বাচনের আগে এটা বিজেপির যুদ্ধ যুদ্ধ খেলা ৷ জুমলাবাজি ৷"

হাবড়ার প্রশাসনিক সভায় বেশকয়েকটি প্রকল্পের উদ্বোধন করার পরই সিএএ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন কোনও ব্যক্তি নাগরিকত্ব পেতে আবেদন জানাবেন সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর দাবি, "যাঁদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তাঁরা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন ৷ এটা অধিকার কাড়ার খেলা ৷ আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কি না কোনও গ্যারেন্টি নেই ৷ সম্পত্তি হারাবেন ৷ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন ৷ এটা ভোটের আগে বিজেপির লুডো খেলার ছক্কা ৷ অ্যাকচুয়ালি ওটা পুট অর্থাৎ শূন্য ৷ নিট রেজাল্ট জিরো ৷ দরখাস্ত করলেই সব নাগরিক অধিকার কেড়ে নেওয়া হবে ৷ এই দরখাস্ত করার আগে হাজারবার ভাববেন ৷ এটা এনআরসির সঙ্গে কানেক্টেড ৷"

নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, "ক্যা রুল কেন্দ্র যে ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কি না তাতে আমার সন্দেহ আছে ৷ এর কোনও ক্ল্যারিটি নেই ৷ টোটাল ভাঁওতা ৷ ইলেকশনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা ৷ 2019 সালেও ভোটের আগে অসমে এনআরসিতে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল ৷"

এ কথা বলেই মমতার হুঙ্কার, "বাংলায় আমরা থাকতে কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না । কারও অধিকার কাড়তে দেব না ৷ তাতে আমার যদি জীবনও দিতে হয় তাও দেব ৷" সিএএ-এর বিরোধিতা করার জন্য সব রাজ্যকে প্রস্তুত হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "এটা আসল নাগরিকদের বিদেশি বানানোর চক্রান্ত ৷ যাঁরা ইতিমধ্যেই নাগরিক, তাঁদের বেআইনি শরণার্থী বলে ঘোষণা করা ৷"

মতুয়াদের গড়ে দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে তাঁদের সম্প্রদায়ের জন্য তাঁর সরকার কী কী করেছে ৷ তিনি বলেন, "মতুয়াদের জন্য আপনারা কী করেছেন ? বড়মা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি দেখেছি ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করেছি ৷ মতুয়াদের কলেজ বিশ্ববিদ্যালয় কে করেছে ? তাঁদের পবিত্র দিনকে কে ছুটি হিসেবে ঘোষণা করেছে ? সারা ভারতে যদি সুযোগ আসে, তাহলে কোথাও কখনওই সিএএ করতে দেব না ৷" শুধু দু-একটি আসনে ভোট পাওয়ার জন্য বিজেপি ঠিক নির্বাচনের মুখে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে বলে অভিযোগ মমতার ৷ তাঁর কথায়, ধর্মনিরপেক্ষতার মূলে আঘাত করেছে এই সিএএ ৷ নাগরিকদের অধিকার রক্ষায় তিনি পাহারাদার হিসেবে কাজ করবেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন:

  1. এদেশের কেউ নাগরিকত্ব হারাবে না, সিএএ লাগু নিয়ে প্রতিক্রিয়া অধীরের
  2. সিএএ আইন লাগু ভোটের আগে 'ললিপপ', কটাক্ষ মমতাবালার
  3. সিএএ লাগু নিয়ে উচ্ছ্বসিত নিশীথ-শুভেন্দু,"মোদি-মমতার মিলিত ষড়যন্ত্র", মত বামেদের

হাবড়া, 12 মার্চ: বাংলায় নাগরিকদের অধিকার রক্ষায় জীবন দিতেও তিনি তৈরি আছেন ৷ কিছুতেই নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যে কার্যকর করতে দেওয়া হবে না ৷ কেন্দ্র সিএএ কার্যকর করে দেওয়ার পরও স্পষ্ট এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার হাবড়ার সভা থেকে তিনি রাজ্যবাসীকে সতর্ক করে বলেন, একবার সিএএ-তে আবেদন করলে ইতিমধ্যেই যাঁরা নাগরিক তাঁরা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন ৷ সিএএ নিয়ে বিজেপিকে তুলোধোনা করে এ দিন মমতা বলেন, "সিএএ-র কোনও ক্ল্যারিটি নেই ৷ এটা টোটাল ভাঁওতা ৷ নির্বাচনের আগে এটা বিজেপির যুদ্ধ যুদ্ধ খেলা ৷ জুমলাবাজি ৷"

হাবড়ার প্রশাসনিক সভায় বেশকয়েকটি প্রকল্পের উদ্বোধন করার পরই সিএএ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন কোনও ব্যক্তি নাগরিকত্ব পেতে আবেদন জানাবেন সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর দাবি, "যাঁদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তাঁরা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন ৷ এটা অধিকার কাড়ার খেলা ৷ আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কি না কোনও গ্যারেন্টি নেই ৷ সম্পত্তি হারাবেন ৷ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন ৷ এটা ভোটের আগে বিজেপির লুডো খেলার ছক্কা ৷ অ্যাকচুয়ালি ওটা পুট অর্থাৎ শূন্য ৷ নিট রেজাল্ট জিরো ৷ দরখাস্ত করলেই সব নাগরিক অধিকার কেড়ে নেওয়া হবে ৷ এই দরখাস্ত করার আগে হাজারবার ভাববেন ৷ এটা এনআরসির সঙ্গে কানেক্টেড ৷"

নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, "ক্যা রুল কেন্দ্র যে ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কি না তাতে আমার সন্দেহ আছে ৷ এর কোনও ক্ল্যারিটি নেই ৷ টোটাল ভাঁওতা ৷ ইলেকশনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা ৷ 2019 সালেও ভোটের আগে অসমে এনআরসিতে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল ৷"

এ কথা বলেই মমতার হুঙ্কার, "বাংলায় আমরা থাকতে কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না । কারও অধিকার কাড়তে দেব না ৷ তাতে আমার যদি জীবনও দিতে হয় তাও দেব ৷" সিএএ-এর বিরোধিতা করার জন্য সব রাজ্যকে প্রস্তুত হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "এটা আসল নাগরিকদের বিদেশি বানানোর চক্রান্ত ৷ যাঁরা ইতিমধ্যেই নাগরিক, তাঁদের বেআইনি শরণার্থী বলে ঘোষণা করা ৷"

মতুয়াদের গড়ে দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে তাঁদের সম্প্রদায়ের জন্য তাঁর সরকার কী কী করেছে ৷ তিনি বলেন, "মতুয়াদের জন্য আপনারা কী করেছেন ? বড়মা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি দেখেছি ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করেছি ৷ মতুয়াদের কলেজ বিশ্ববিদ্যালয় কে করেছে ? তাঁদের পবিত্র দিনকে কে ছুটি হিসেবে ঘোষণা করেছে ? সারা ভারতে যদি সুযোগ আসে, তাহলে কোথাও কখনওই সিএএ করতে দেব না ৷" শুধু দু-একটি আসনে ভোট পাওয়ার জন্য বিজেপি ঠিক নির্বাচনের মুখে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে বলে অভিযোগ মমতার ৷ তাঁর কথায়, ধর্মনিরপেক্ষতার মূলে আঘাত করেছে এই সিএএ ৷ নাগরিকদের অধিকার রক্ষায় তিনি পাহারাদার হিসেবে কাজ করবেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন:

  1. এদেশের কেউ নাগরিকত্ব হারাবে না, সিএএ লাগু নিয়ে প্রতিক্রিয়া অধীরের
  2. সিএএ আইন লাগু ভোটের আগে 'ললিপপ', কটাক্ষ মমতাবালার
  3. সিএএ লাগু নিয়ে উচ্ছ্বসিত নিশীথ-শুভেন্দু,"মোদি-মমতার মিলিত ষড়যন্ত্র", মত বামেদের
Last Updated : Mar 12, 2024, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.