কোচবিহার, 12 এপ্রিল: ইদানিং ভোটের মরশুমে বারবার সংবাদ শিরোনামে কোচবিহার । বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে নাম জড়াচ্ছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর । উত্তরবঙ্গে সভা করতে গিয়ে কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই দলীয় নেতাকে সাবধান করেন তিনি । তৃণমূল সুপ্রিমো আশঙ্কা প্রকাশ করে সতর্ক করেন, গণ্ডগোলে প্ররোচনা দিতে পারেন নীশিথ প্রামাণিক । সেই প্ররোচনায় যেন কেউ পা না দেন । তৃণমূল মানেই ঠান্ডা ঠান্ডা কুল কুল । এ ক্ষেত্রে তাঁকেও ভোটটা ঠান্ডা মাথাতেই করতে হবে । গণ্ডগোলে তাঁকে জরিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা করিয়ে নেবে বিরোধীরা ।
সাম্প্রতিককালে, বারবার নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহকে পরস্পরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে । বিষয়টি নজর এড়ায়নি মমতারও । সে কারণেই শুক্রবার নির্বাচনী প্রচারে কোচবিহারে গিয়ে দলীয় মন্ত্রীকেই সতর্ক করলেন তিনি । এই আসনে কোচবিহারের প্রার্থী জগদীশ বসুনিয়ার অন্যতম শক্তি উদয়ন । এই সময় কোনও ভাবে যদি তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনও অভিযোগে কড়া ব্যবস্থা নেয়, তা দলীয় প্রার্থীর জন্য বড় ক্ষতির কারণ হতে পারে৷ তাই সে কারণেই এদিন উদয়নকেই সাবধান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময় মমতা বলেন, "উদয়নকে বলব, ঠান্ডা ঠান্ডা কুল কুল । ঠান্ডা মাথায় ভোটটা করতে হবে। ও তোমাকে গণ্ডগোলে জড়িয়ে দিয়ে বিএসএফকে দিয়ে ভোটটা করিয়ে নেবে । ভুলেও এটা করতে দিও না । আগে থেকে নিজেকে তৈরি রাখো ।" এরপর মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, “মাথা ঠান্ডা রাখুন । শান্তি বজায় রাখুন ।”
কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে মমতা সভা করছেন, আর বিজেপি আর নিশীথকে নিশানা বানাবেন না, সেটা কী হয় ! কোচবিহারে দাঁড়িয়ে একবারও নিশীথ প্রামাণিকের নাম না-করে বিজেপি প্রার্থী বলে উল্লেখ করে তাঁকে খোঁচা দিয়েছেন মমতা । এদিন মমতা বলেন, "আমাদের বাসুনিয়া সাহেব নিপাট ভদ্রলোক । আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে ? দানব দস্যু । কত কেস আছে তার বিরুদ্ধে । বিএসএফ, পুলিশের একাংশ, আর চোরাকারবারিদের সঙ্গে সম্পর্ক রেখে বোমাবাজি করেন। শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিল। এর মদতে গরুপাচার, আর্থিক তছরুপের ঘটনা হয়। এর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তিনি যে কচি হোম মিনিস্টার । কচি স্বরাষ্ট্রমন্ত্রী ।"
আরও পড়ুন: