ETV Bharat / state

সবুজ ঝড়ের জন্য শুভেচ্ছা 'পাহারাদার' মমতার, মাদারিহাটকে বিশেষ ধন্যবাদ অভিষেকের - ASSEMBLY ELECTION 2024

রাজ্যের উপনির্বাচনে ছয় আসনেই জয় নিশ্চিত হওয়ার পরই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

ETV BHARAT
রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতা ও অভিষেকের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 2:34 PM IST

Updated : Nov 23, 2024, 2:53 PM IST

কলকাতা, 23 নভেম্বর: উপনির্বাচনের ফলপ্রকাশের পর মা মাটিকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জয় নিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন । এদিন সকাল থেকে যত বেলা গড়িয়েছে, একরকম স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভোটের ফল যাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকেই ।

উত্তর থেকে দক্ষিণ দেখা উড়তে শুরু করে সবুজ আবির ৷ 6-0 নিশ্চিত হতেই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি লেখেন, "আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম জোহার ও সালাম । আপনাদের এই আশির্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে । আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয় । আমরা জমিদার নই, মানুষের পাহারাদার । আপনাদের আশিস আজীবন হৃদয়ের স্পর্শ করে থাকবে । জয় বাংলা ।"

এই অভাবনীয় ফলের পর দলের ছয় প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোশাল মিডিয়ার বার্তায় তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের উপনির্বাচনে তাদের নির্ণায়ক জয়ের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সকলকে অভিনন্দন । জমিদার, মিডিয়া এবং কলকাতা হাইকোর্টের একটি অংশ তাদের নিজস্ব স্বার্থসিদ্ধিতে বাংলাকে বদনাম করার জন্য একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করেছিল । বাংলার মানুষ তাকে অস্বীকার করেছে ।"

এক্স হ্যান্ডেলে মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক ৷ তিনি লেখেন, "মাদারিহাটবাসীকে বিশেষ ধন্যবাদ আমাদেরকে প্রথমবারের মতো আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য । আমি পশ্চিমবঙ্গের জনগণের সামনে মাথা নত করছি, গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের চূর্ণ করার জন্য ও আমাদের প্রতি তাঁদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ।"

অভিষেক আরও লিখেছেন, "প্রতিটি তৃণমূল কর্মী, জেলা, ব্লক এবং অঞ্চলের নেতার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, তাঁদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং জনগণের সেবায় ও বাংলার মর্যাদা-গর্বকে সমুন্নত রাখতে অক্লান্ত প্রচেষ্টার জন্য ! জয় বাংলা ।"

অভিষেকের এই সোশাল মিডিয়া বার্তায় হাইকোর্টের একাংশকে নিশানা করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ । বাংলার মানুষ হাইকোর্টের একাংশের বক্তব্যকে প্রত্যাখান করেছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি যেভাবে বিচার ব্যবস্থাকে আক্রমণ শানালেন তাও গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল ।

কলকাতা, 23 নভেম্বর: উপনির্বাচনের ফলপ্রকাশের পর মা মাটিকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জয় নিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন । এদিন সকাল থেকে যত বেলা গড়িয়েছে, একরকম স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভোটের ফল যাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকেই ।

উত্তর থেকে দক্ষিণ দেখা উড়তে শুরু করে সবুজ আবির ৷ 6-0 নিশ্চিত হতেই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি লেখেন, "আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম জোহার ও সালাম । আপনাদের এই আশির্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে । আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয় । আমরা জমিদার নই, মানুষের পাহারাদার । আপনাদের আশিস আজীবন হৃদয়ের স্পর্শ করে থাকবে । জয় বাংলা ।"

এই অভাবনীয় ফলের পর দলের ছয় প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোশাল মিডিয়ার বার্তায় তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের উপনির্বাচনে তাদের নির্ণায়ক জয়ের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সকলকে অভিনন্দন । জমিদার, মিডিয়া এবং কলকাতা হাইকোর্টের একটি অংশ তাদের নিজস্ব স্বার্থসিদ্ধিতে বাংলাকে বদনাম করার জন্য একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করেছিল । বাংলার মানুষ তাকে অস্বীকার করেছে ।"

এক্স হ্যান্ডেলে মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক ৷ তিনি লেখেন, "মাদারিহাটবাসীকে বিশেষ ধন্যবাদ আমাদেরকে প্রথমবারের মতো আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য । আমি পশ্চিমবঙ্গের জনগণের সামনে মাথা নত করছি, গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের চূর্ণ করার জন্য ও আমাদের প্রতি তাঁদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ।"

অভিষেক আরও লিখেছেন, "প্রতিটি তৃণমূল কর্মী, জেলা, ব্লক এবং অঞ্চলের নেতার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, তাঁদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং জনগণের সেবায় ও বাংলার মর্যাদা-গর্বকে সমুন্নত রাখতে অক্লান্ত প্রচেষ্টার জন্য ! জয় বাংলা ।"

অভিষেকের এই সোশাল মিডিয়া বার্তায় হাইকোর্টের একাংশকে নিশানা করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ । বাংলার মানুষ হাইকোর্টের একাংশের বক্তব্যকে প্রত্যাখান করেছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি যেভাবে বিচার ব্যবস্থাকে আক্রমণ শানালেন তাও গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল ।

Last Updated : Nov 23, 2024, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.