ETV Bharat / state

শুরু হবে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', নিশ্ছিদ্র নিরাপত্তা চেয়ে মমতাকে চিঠি খাড়গের

Bharat Jodo Nyay Yatra: ভারত জোড়ো ন্যায় যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানিয়ে মমতাকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল ও খাড়গে
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 6:30 PM IST

Updated : Jan 27, 2024, 7:06 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আগামিকাল উত্তরবঙ্গ থেকে সেই যাত্রা শুরু হবে ৷ তার আগে এই যাত্রায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ ৷ তাই শনিবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি লেখেন ৷ এই চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছেন, রাহুল গান্ধি পশ্চিমবঙ্গে যাতে সুষ্ঠুভাবে তাঁর যাত্রা চালিয়ে যেতে পারেন ৷

রাহুলের এই যাত্রা অসম হয়ে গত 25 জানুয়ারি বৃহস্পতিবার সকালে কোচবিহারের বক্সিরহাট সীমান্ত দিয়ে বাংলায় প্রবেশ করেছে ৷ তবে 25 তারিখেই এই যাত্রা সাময়িক স্থগিত হয়ে যায় ৷ রাহুল গান্ধি-সহ কংগ্রেসের অন্য নেতৃত্বরা দিল্লি চলে আসেন ৷ আগামিকাল, 28 জানুয়ারি ফের শুরু হচ্ছে ভোরত জোড়ো ন্যায় যাত্রা ৷ জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে পৌঁছবে 'ন্যায় যাত্রা' পৌঁছবে ৷

  • Congress President Mallikarjun Kharge writes to West Bengal CM Mamata Banerjee to issue directions to appropriate authorities to ensure safe passage to 'Bharat Jodo Nyay Yatra' passing through the state. pic.twitter.com/f1x3LeWg6W

    — ANI (@ANI) January 27, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিঠিতে কংগ্রেস সভাপতি লিখেছেন, "ভারতের জাতীয় কংগ্রেস ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দিতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ভারত জোড়া ন্যায় যাত্রা শুরু করেছে ৷ রাহুল গান্ধি এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন ৷" চিঠিতে অশীতীপর কংগ্রেস নেতা উল্লেখ করেন, প্রতিবেশী দেশেও ভারত জোড়ো ন্যায় যাত্রাকে নিশানা করা হয়েছিল ৷ যদিও রাজনৈতিক কারণে এই নিশানা করা হয় ৷

এরপরেই পশ্চিমবঙ্গে ফের গোলমালের আশঙ্কা প্রকাশ করে খাড়গে লেখেন, "আগামী কয়েক দিনে এই যাত্রা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে ৷ আমায় সতর্ক করা হয়েছে, আপনার রাজ্যে কয়েকজন দুষ্কৃতী ফের ভারত জোড় ন্যায় যাত্রায় সমস্যা তৈরি করতে পারে ৷ তবে আমি নিশ্চিত নই যে, এই কাজ আপনার সরকারকে কালিমালিপ্ত করার জন্য হতে পারে অথবা এই যাত্রায় বিঘ্ন ঘটানোর জন্যও হতে পারে ৷"

এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন, "আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশ দিন, যাতে এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷ রাহুল গান্ধি-সহ এই যাত্রায় অংশগ্রহণকারীরা যেন নিরাপদে যেতে পারে ৷ আমি জানি, রাহুল গান্ধি ও তাঁর পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো ৷ আশা করি, আপনি নিশ্চয়ই প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন ৷"

আরও পড়ুন:

  1. ন্যায় যাত্রায় মমতাকে ফের আমন্ত্রণ কংগ্রেসের, থারুরের মতে 'ইন্ডিয়া'তেই আছে তৃণমূল
  2. একই দিনে উত্তরবঙ্গে মমতা-রাহুলের সভা, ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি নিয়ে বাড়ছে সংশয়

কলকাতা, 27 জানুয়ারি: কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আগামিকাল উত্তরবঙ্গ থেকে সেই যাত্রা শুরু হবে ৷ তার আগে এই যাত্রায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ ৷ তাই শনিবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি লেখেন ৷ এই চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছেন, রাহুল গান্ধি পশ্চিমবঙ্গে যাতে সুষ্ঠুভাবে তাঁর যাত্রা চালিয়ে যেতে পারেন ৷

রাহুলের এই যাত্রা অসম হয়ে গত 25 জানুয়ারি বৃহস্পতিবার সকালে কোচবিহারের বক্সিরহাট সীমান্ত দিয়ে বাংলায় প্রবেশ করেছে ৷ তবে 25 তারিখেই এই যাত্রা সাময়িক স্থগিত হয়ে যায় ৷ রাহুল গান্ধি-সহ কংগ্রেসের অন্য নেতৃত্বরা দিল্লি চলে আসেন ৷ আগামিকাল, 28 জানুয়ারি ফের শুরু হচ্ছে ভোরত জোড়ো ন্যায় যাত্রা ৷ জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে পৌঁছবে 'ন্যায় যাত্রা' পৌঁছবে ৷

  • Congress President Mallikarjun Kharge writes to West Bengal CM Mamata Banerjee to issue directions to appropriate authorities to ensure safe passage to 'Bharat Jodo Nyay Yatra' passing through the state. pic.twitter.com/f1x3LeWg6W

    — ANI (@ANI) January 27, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিঠিতে কংগ্রেস সভাপতি লিখেছেন, "ভারতের জাতীয় কংগ্রেস ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দিতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ভারত জোড়া ন্যায় যাত্রা শুরু করেছে ৷ রাহুল গান্ধি এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন ৷" চিঠিতে অশীতীপর কংগ্রেস নেতা উল্লেখ করেন, প্রতিবেশী দেশেও ভারত জোড়ো ন্যায় যাত্রাকে নিশানা করা হয়েছিল ৷ যদিও রাজনৈতিক কারণে এই নিশানা করা হয় ৷

এরপরেই পশ্চিমবঙ্গে ফের গোলমালের আশঙ্কা প্রকাশ করে খাড়গে লেখেন, "আগামী কয়েক দিনে এই যাত্রা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে ৷ আমায় সতর্ক করা হয়েছে, আপনার রাজ্যে কয়েকজন দুষ্কৃতী ফের ভারত জোড় ন্যায় যাত্রায় সমস্যা তৈরি করতে পারে ৷ তবে আমি নিশ্চিত নই যে, এই কাজ আপনার সরকারকে কালিমালিপ্ত করার জন্য হতে পারে অথবা এই যাত্রায় বিঘ্ন ঘটানোর জন্যও হতে পারে ৷"

এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন, "আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশ দিন, যাতে এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷ রাহুল গান্ধি-সহ এই যাত্রায় অংশগ্রহণকারীরা যেন নিরাপদে যেতে পারে ৷ আমি জানি, রাহুল গান্ধি ও তাঁর পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো ৷ আশা করি, আপনি নিশ্চয়ই প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন ৷"

আরও পড়ুন:

  1. ন্যায় যাত্রায় মমতাকে ফের আমন্ত্রণ কংগ্রেসের, থারুরের মতে 'ইন্ডিয়া'তেই আছে তৃণমূল
  2. একই দিনে উত্তরবঙ্গে মমতা-রাহুলের সভা, ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি নিয়ে বাড়ছে সংশয়
Last Updated : Jan 27, 2024, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.