ETV Bharat / state

পিস্তল নিয়ে রিল বানাতে গিয়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ছাত্রের, ঘটনা শুনে তাজ্জব পুলিশ - MALDA STUDENT DIES

পিস্তল নিয়ে রিল বানাতে গিয়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মালদার ছাত্রের ৷ তার ধৃত বন্ধুকে জেরা করে এই ঘটনা শুনে তাজ্জব পুলিশ ৷

ETV BHARAT
পিস্তল নিয়ে রিল বানাতে গিয়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ছাত্রের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 5:55 PM IST

মালদা, 25 নভেম্বর: রিল বানানোর নেশাই অষ্টম শ্রেণির ছাত্রের জীবন কেড়েছে ৷ ঘটনার তদন্তে নেমে নিহত ছাত্রের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু পড়ুয়াদের হাতে কীভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র চলে যাচ্ছে, তা ভেবে কপালে ভাঁজ পড়েছে পুলিশকর্তাদের ৷ তাঁরা জানাচ্ছেন, এমন ঘটনা এর আগে জেলায় কখনও ঘটেনি ৷ কী করে ওই ছাত্রের বন্ধু আগ্নেয়াস্ত্র পেল তা নিয়ে তদন্ত চলছে ৷ এদিকে, ঘটনার প্রেক্ষিতে এখনও থমথমে কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রাম ৷

উল্লেখ্য, বুধবার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা রাজিকুল ইসলামের বাড়ির ছাদ থেকে তাঁর ছেলে সামিউল ইসলামের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ সামিউলের মাথায় গুলির ক্ষত ছিল ৷ তবে ঘটনাস্থল থেকে পুলিশ কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি ৷ এই ঘটনা খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশায় ছিল সবাই ৷ তবে 17 বছরের সামিউলের রিল তৈরির নেশা ছিল বলে জানিয়েছিলেন প্রতিবেশীরা ৷ এই ঘটনার পিছনে রিল তৈরির নেশা জড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল ৷ বাস্তবে সেটাই ঘটেছে বলে জানিয়েছে মালদা জেলা পুলিশ ৷

ETV BHARAT
এই পিস্তল নিয়েই রিল বানাতে গিয়ে মৃত্যু (নিজস্ব চিত্র)

তদন্তে নেমে পুলিশ সামিউলের এক দাদা আর এক বন্ধুকে আটক করে ৷ দু’জনকে দফায় দফায় জেরা করা হয় ৷ অবশেষে সেই বন্ধু স্বীকার করে নেয়, রিল তৈরির জন্য সে পিস্তল নিয়ে সামিউলের বাড়িতে গিয়েছিল ৷ অসতর্কতাবশত পিস্তল থেকে গুলি বেরিয়ে সামিউলের মাথায় লাগে ৷ এরপরেই লাকি আলি নামে 18 বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ ৷ লাকির বাড়ি কালিয়াচক 1 নম্বর ব্লকেরই গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের কালাপাহাড় গ্রামে ৷ মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারকের অনুমতিতে তাকে সাতদিনের হেফাজতে নিয়েছে পুলিশ ৷

কী করে দুর্ঘটনা ঘটেছিল ? পুলিশি জেরায় লাকি জানিয়েছে, সামিউল বেশ কিছুদিন ধরেই তাকে বলছিল, সে পিস্তল দেখিয়ে রিল বানাবে ৷ তার কথাতেই সে একটি পিস্তল জোগাড় করে বুধবার দুপুরে সামিউলের বাড়িতে যায় ৷ সামিউল সেই পিস্তল হাতে নিয়ে 3-4টি রিল বানায় ৷ পরের রিল তৈরির সময় সে পিস্তল থেকে শূন্যে বেশ কয়েকবার ট্রিগার চাপে ৷ কিন্তু একবারও গুলি বেরোয়নি ৷ তখনই সামিউল বলতে শুরু করে, পিস্তল খারাপ ৷ গুলি বেরোচ্ছে না ৷ রিল ঠিকমতো তৈরি হবে না ৷ সে তাকে জানায়, পিস্তল ঠিক আছে ৷ তাতে গুলিও ভরা আছে ৷ তখন সে ঠাট্টাচ্ছলে সামিউলকে বলে, "তোর মাথায় গুলি করে দেখাব ?" সামিউলও তাকে জানায়, খারাপ পিস্তল দিয়ে সে সেটাই করে দেখাক ৷ সাফি ওই পিস্তলটি সামিউলের মাথায় ঠেকিয়ে ট্রিগার চাপতেই গুলি বেরিয়ে সামিউলের মাথায় ঢুকে যায় ৷ ছিটকে পড়ে সামিউল ৷ সে ভয় পেয়ে পিস্তল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ৷

এসডিপিও (কালিয়াচক) ফয়জাল রেজা জানিয়েছেন, "এই ঘটনায় নিহত সামিউল ইসলামের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় তাঁর ছেলেকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে নেমে পুলিশ নিহত ছাত্রের এক বন্ধু, সাফি আলিকে গ্রেফতার করে ৷ জেরায় সে স্বীকার করেছে, সে’ ওই পিস্তল নিয়ে বন্ধুর বাড়িতে রিল বানাতে গিয়েছিল ৷ 7 মিলিমিটারের পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সাফি বেআইনি অস্ত্র কারবারেও জড়িত ৷ পুলিশি হেফাজতে নিয়ে তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ ঘটনার পুলিশি তদন্ত জারি রয়েছে ৷"

মালদা, 25 নভেম্বর: রিল বানানোর নেশাই অষ্টম শ্রেণির ছাত্রের জীবন কেড়েছে ৷ ঘটনার তদন্তে নেমে নিহত ছাত্রের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু পড়ুয়াদের হাতে কীভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র চলে যাচ্ছে, তা ভেবে কপালে ভাঁজ পড়েছে পুলিশকর্তাদের ৷ তাঁরা জানাচ্ছেন, এমন ঘটনা এর আগে জেলায় কখনও ঘটেনি ৷ কী করে ওই ছাত্রের বন্ধু আগ্নেয়াস্ত্র পেল তা নিয়ে তদন্ত চলছে ৷ এদিকে, ঘটনার প্রেক্ষিতে এখনও থমথমে কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রাম ৷

উল্লেখ্য, বুধবার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা রাজিকুল ইসলামের বাড়ির ছাদ থেকে তাঁর ছেলে সামিউল ইসলামের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ সামিউলের মাথায় গুলির ক্ষত ছিল ৷ তবে ঘটনাস্থল থেকে পুলিশ কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি ৷ এই ঘটনা খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশায় ছিল সবাই ৷ তবে 17 বছরের সামিউলের রিল তৈরির নেশা ছিল বলে জানিয়েছিলেন প্রতিবেশীরা ৷ এই ঘটনার পিছনে রিল তৈরির নেশা জড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল ৷ বাস্তবে সেটাই ঘটেছে বলে জানিয়েছে মালদা জেলা পুলিশ ৷

ETV BHARAT
এই পিস্তল নিয়েই রিল বানাতে গিয়ে মৃত্যু (নিজস্ব চিত্র)

তদন্তে নেমে পুলিশ সামিউলের এক দাদা আর এক বন্ধুকে আটক করে ৷ দু’জনকে দফায় দফায় জেরা করা হয় ৷ অবশেষে সেই বন্ধু স্বীকার করে নেয়, রিল তৈরির জন্য সে পিস্তল নিয়ে সামিউলের বাড়িতে গিয়েছিল ৷ অসতর্কতাবশত পিস্তল থেকে গুলি বেরিয়ে সামিউলের মাথায় লাগে ৷ এরপরেই লাকি আলি নামে 18 বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ ৷ লাকির বাড়ি কালিয়াচক 1 নম্বর ব্লকেরই গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের কালাপাহাড় গ্রামে ৷ মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারকের অনুমতিতে তাকে সাতদিনের হেফাজতে নিয়েছে পুলিশ ৷

কী করে দুর্ঘটনা ঘটেছিল ? পুলিশি জেরায় লাকি জানিয়েছে, সামিউল বেশ কিছুদিন ধরেই তাকে বলছিল, সে পিস্তল দেখিয়ে রিল বানাবে ৷ তার কথাতেই সে একটি পিস্তল জোগাড় করে বুধবার দুপুরে সামিউলের বাড়িতে যায় ৷ সামিউল সেই পিস্তল হাতে নিয়ে 3-4টি রিল বানায় ৷ পরের রিল তৈরির সময় সে পিস্তল থেকে শূন্যে বেশ কয়েকবার ট্রিগার চাপে ৷ কিন্তু একবারও গুলি বেরোয়নি ৷ তখনই সামিউল বলতে শুরু করে, পিস্তল খারাপ ৷ গুলি বেরোচ্ছে না ৷ রিল ঠিকমতো তৈরি হবে না ৷ সে তাকে জানায়, পিস্তল ঠিক আছে ৷ তাতে গুলিও ভরা আছে ৷ তখন সে ঠাট্টাচ্ছলে সামিউলকে বলে, "তোর মাথায় গুলি করে দেখাব ?" সামিউলও তাকে জানায়, খারাপ পিস্তল দিয়ে সে সেটাই করে দেখাক ৷ সাফি ওই পিস্তলটি সামিউলের মাথায় ঠেকিয়ে ট্রিগার চাপতেই গুলি বেরিয়ে সামিউলের মাথায় ঢুকে যায় ৷ ছিটকে পড়ে সামিউল ৷ সে ভয় পেয়ে পিস্তল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ৷

এসডিপিও (কালিয়াচক) ফয়জাল রেজা জানিয়েছেন, "এই ঘটনায় নিহত সামিউল ইসলামের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় তাঁর ছেলেকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে নেমে পুলিশ নিহত ছাত্রের এক বন্ধু, সাফি আলিকে গ্রেফতার করে ৷ জেরায় সে স্বীকার করেছে, সে’ ওই পিস্তল নিয়ে বন্ধুর বাড়িতে রিল বানাতে গিয়েছিল ৷ 7 মিলিমিটারের পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সাফি বেআইনি অস্ত্র কারবারেও জড়িত ৷ পুলিশি হেফাজতে নিয়ে তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ ঘটনার পুলিশি তদন্ত জারি রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.