ETV Bharat / state

সর্ষের মধ্যেই ভূত ! মহেশতলা SBI ব্যাঙ্কে চুরির ঘটনায় গ্রেফতার কর্মী ও তাঁর আত্মীয়

সিসিটিভি ফুটেজ দেখে মহেশতলার বাটানগরে ব্যাঙ্কে চুরির কিনারা করল পুলিশ ৷ ব্যাঙ্কেরই এক কর্মী-সহ 3 জনকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ ৷

MAHESHTALA SBI BANK ROBBERY
SBI ব্যাঙ্কে চুরির ঘটনার কিনারা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

মহেশতলা, 1 ডিসেম্বর: গত 25 নভেম্বর রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি হয় মহেশতলার বাটানগরের এসবিআই ব্যাঙ্কের শাখায় ৷ এবার সেই ডাকাতির কিনারা করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ ৷ ব্যাঙ্কের এক কর্মী-সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ সেই সঙ্গে, চুরি যাওয়া সমস্ত টাকা ও গয়নাও উদ্ধার হয়েছে ৷

জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তদন্ত শুরু করে মহেশতলা থানার পুলিশ ৷ যদিও এসবিআই শাখার সিসি ক্যামেরার ফুটেজ পাননি পুলিশ আধিকারিকরা ৷ তবে পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজেই মেলে সাফল্য ৷ ফুটেজে ওই ব্যাঙ্কের কর্মী ও তাঁর স্ত্রীকে দেখা যায় বলে খবর পুলিশ সূত্রে ৷ শনিবার ভোরে তাঁদেরকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা ৷

পুলিশ সূত্রে খবর, উলুবেড়িয়া থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত টাকা এবং গহনা ৷ তবে দম্পতি-সহ বাকি একজনকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, সেটা পুলিশ এখনও জানায়নি । পুলিশ সূত্রে খবর, একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনা জানানো হবে । তবে তার আগেই ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুননির্মাণ করে পুলিশ ৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, ডায়মন্ড জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী-সহ অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ এবং এসডিপিও কামরুজ্জামান মোল্লা ৷

জানা গিয়েছে পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেছে বছর দেড়েক আগে প্রাক্তন ব্যাঙ্কের ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল এই অভিযুক্ত । সেই সুযোগেই সমস্ত চাবির তিনি নকল তৈরি করেন ৷ তদন্তের জন্য রবিবার ছুটির দিন ব্যাঙ্কের সমস্ত কর্মচারীকে তলব করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ । তবে ধৃত ব্যাঙ্ক কর্মী ডাকাতির সময়েও এসবিআই এর এই শাখায় কাজ করতেন কি না, তা জানা যায়নি ।

পড়ুন: বাটানগর স্টেট ব্যাঙ্কের দুঃসাহসিক চুরি, ভাঙা ভল্ট ! আতঙ্কে চোখে জল গ্রাহকদের

মহেশতলা, 1 ডিসেম্বর: গত 25 নভেম্বর রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি হয় মহেশতলার বাটানগরের এসবিআই ব্যাঙ্কের শাখায় ৷ এবার সেই ডাকাতির কিনারা করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ ৷ ব্যাঙ্কের এক কর্মী-সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ সেই সঙ্গে, চুরি যাওয়া সমস্ত টাকা ও গয়নাও উদ্ধার হয়েছে ৷

জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তদন্ত শুরু করে মহেশতলা থানার পুলিশ ৷ যদিও এসবিআই শাখার সিসি ক্যামেরার ফুটেজ পাননি পুলিশ আধিকারিকরা ৷ তবে পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজেই মেলে সাফল্য ৷ ফুটেজে ওই ব্যাঙ্কের কর্মী ও তাঁর স্ত্রীকে দেখা যায় বলে খবর পুলিশ সূত্রে ৷ শনিবার ভোরে তাঁদেরকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা ৷

পুলিশ সূত্রে খবর, উলুবেড়িয়া থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত টাকা এবং গহনা ৷ তবে দম্পতি-সহ বাকি একজনকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, সেটা পুলিশ এখনও জানায়নি । পুলিশ সূত্রে খবর, একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনা জানানো হবে । তবে তার আগেই ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুননির্মাণ করে পুলিশ ৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, ডায়মন্ড জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী-সহ অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ এবং এসডিপিও কামরুজ্জামান মোল্লা ৷

জানা গিয়েছে পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেছে বছর দেড়েক আগে প্রাক্তন ব্যাঙ্কের ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল এই অভিযুক্ত । সেই সুযোগেই সমস্ত চাবির তিনি নকল তৈরি করেন ৷ তদন্তের জন্য রবিবার ছুটির দিন ব্যাঙ্কের সমস্ত কর্মচারীকে তলব করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ । তবে ধৃত ব্যাঙ্ক কর্মী ডাকাতির সময়েও এসবিআই এর এই শাখায় কাজ করতেন কি না, তা জানা যায়নি ।

পড়ুন: বাটানগর স্টেট ব্যাঙ্কের দুঃসাহসিক চুরি, ভাঙা ভল্ট ! আতঙ্কে চোখে জল গ্রাহকদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.