জলপাইগুড়ি, 3 মে: মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল রান্নাঘর থেকে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের ডেঙ্গুয়াঝার এলাকায় ৷ মৃত ছাত্রীর নাম প্রতিমা প্রধান ৷ সে জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুলের ছাত্রী ছিল ৷ জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষায় মোট 128 নম্বর পেয়েছিল প্রতিমা ৷ তদন্তে নেমে পুলিশের অনুমান মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারে ওই ছাত্রী ৷
মৃত ছাত্রীর পরিবারে তরফে পুলিশকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ফলপ্রকাশের পর থেকেই মনমরা হয়েছিল প্রতিমা প্রধান ৷ ভালো প্রস্তুতি না হওয়ায়, পরীক্ষাও ভালো করে দিতে পারেনি সে ৷ তাই ফলাফলও যে খুব একটা ভালো হবে, তা আশা করেনি প্রতিমা ও তাঁর পরিবার ৷ কিন্তু, তা সে যে অকৃতকার্য হবে, এটাও আশা করেনি ৷ তবে, মেয়েকে সান্ত্বনা দিয়েছিলেন মা গীতা প্রধান ৷ বলেছিলেন, ভালো টিউশনের ব্যবস্থা করে দেবেন ৷ কিন্তু, মায়ের সান্ত্বনা কাজে আসেনি ৷ পরিবারের দাবি, রান্নাঘরে চালার কাঠে ওড়না দিয়ে ফাঁস লাগায় প্রতিমা ৷
এই ঘটনায় মৃত ছাত্রীর মা গীতা প্রধান বলেন, "রেজাল্ট পাওয়ার পর থেকেই মন মরা হয়েছিল প্রতিমা ৷ রেজাল্ট বের হবার পর থেকেই আমি বলে যাচ্ছিলাম, মন খারাপ করিস না ৷ বলেছিলাম ভালো টিউশন দেব ৷ ভালো পরীক্ষা হয়নি তো কী হয়েছে ! আবার পরীক্ষা দিবি ৷ এরপর দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে ৷ বিকেলে আমি উঠোন ঝাড় দেওয়ার কথা বলেছিলাম ৷ বাড়ির ভেতরেই রান্না ঘরে ফাঁসি দিয়েছে ৷ আমি বারবার বলেছিলাম ভুল কাজ করিস না ৷"
মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীদের খবর দেন গীতা প্রধান ৷ এরপর প্রতিবেশীরা প্রতিমাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে ৷ তবে, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশ মৃত্যুর কারণ, নিশ্চিতভাবে কিছু জানায়নি ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন: