ETV Bharat / state

সূচি বদলে আগামী বছর 12 ফেব্রুয়ারি শুরু পরীক্ষা ; ঘোষণা মাধ্যমিক পর্ষদের - মাধ্যমিক

Madhyamik Examination 2025: একদিকে পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী, অন্যদিকে শবেবরাত ৷ জোড়া ফলায় বদলে গেল আগামী বছর মাধ্যমিক শুরুর দিন ৷ শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছর 14 ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক ৷ কিন্তু রবিবার পর্ষদ জানাল 12 ফেব্রুয়ারি শুরু হবে 2025 মাধ্যমিক পরীক্ষা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 10:16 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: আগামী বছর মাধ্যমিক পরীক্ষার সূচিতে রদবদল। পূর্বে ঘোষিত দিনের পরিবর্তে নতুন দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। রবিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে নতুন দিন ঘোষণা করা হয়েছে পর্ষদের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12 ফেব্রুয়ারি। শেষ হবে 24 ফেব্রুয়ারি।

যদিও কোন দিন কী পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিকের নির্ঘণ্ট এখনও প্রকাশ করা হয়নি পর্ষদের তরফে। চলতি বছর ফল প্রকাশের সময়েই আগামী বছরের নির্ঘণ্ট বিশদে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পর্ষদ। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার শেষদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সময় শিক্ষামন্ত্রী আগামী বছরের পরীক্ষার সূচি ঘোষণা করেন। সেই সূচি অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হত 14 ফেব্রুয়ারি। শেষ হওয়ার কথা ছিল 24 ফেব্রুয়ারি। এমনকী কোনদিন কী পরীক্ষা হবে, তাও ঘোষণা করে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এই সূচী তৈরি হয়েছে।

Madhyamik Examination 2025
বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি

যদিও পরবর্তী সময় দেখা যায় 2025 সালে 14 ফেব্রুয়ারি একদিকে পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং একইসঙ্গে ওইদিন শবেবরাত। আর জোড়া উপলক্ষেই রাজ্যে এখন সরকারি ছুটি বরাদ্দ। ফলে পরীক্ষা শুরুর দিন স্কুল বন্ধ থাকলে কীভাবে ওইদিন মাধ্যমিক পরীক্ষা হবে, তা নিয়েই প্রশ্ন উঠেছিল শিক্ষামহলে। যদিও এই বিষয়ে পর্ষদ জানিয়েছিল, ওইদিন শিক্ষামন্ত্রী সম্ভাব্য একটি সূচি জানিয়েছেন। এখনও তা চূড়ান্ত নয় ৷ সুতরাং, পরীক্ষাসূচিতে বদল আসতে পারে। সেই বদলের ঘোষণা হল রবিবার সন্ধ্যায়। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, চটজলদি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা না নিলেই ভালো হত ৷ এহেন সিদ্ধান্ত ভবিষ্যতে যেন আর না-নেওয়া হয় ৷ এই সূচি বদলের দরকার ছিল ৷ তবে দ্রুত পরিবর্তিত দিন ঘোষণায় পর্ষদকে আমরা সাধুবাদ জানাচ্ছি ৷

আরও পড়ুন:

  1. উচ্চমাধ্যমিকের পর অনলাইনে নম্বর জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে মাধ্যমিকেও
  2. আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিনে বদল, জানুন কারণ
  3. মোবাইল ফোন দেখে লিখতে গিয়ে হাতেনাতে পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী

কলকাতা, 25 ফেব্রুয়ারি: আগামী বছর মাধ্যমিক পরীক্ষার সূচিতে রদবদল। পূর্বে ঘোষিত দিনের পরিবর্তে নতুন দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। রবিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে নতুন দিন ঘোষণা করা হয়েছে পর্ষদের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12 ফেব্রুয়ারি। শেষ হবে 24 ফেব্রুয়ারি।

যদিও কোন দিন কী পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিকের নির্ঘণ্ট এখনও প্রকাশ করা হয়নি পর্ষদের তরফে। চলতি বছর ফল প্রকাশের সময়েই আগামী বছরের নির্ঘণ্ট বিশদে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পর্ষদ। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার শেষদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সময় শিক্ষামন্ত্রী আগামী বছরের পরীক্ষার সূচি ঘোষণা করেন। সেই সূচি অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হত 14 ফেব্রুয়ারি। শেষ হওয়ার কথা ছিল 24 ফেব্রুয়ারি। এমনকী কোনদিন কী পরীক্ষা হবে, তাও ঘোষণা করে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এই সূচী তৈরি হয়েছে।

Madhyamik Examination 2025
বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি

যদিও পরবর্তী সময় দেখা যায় 2025 সালে 14 ফেব্রুয়ারি একদিকে পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং একইসঙ্গে ওইদিন শবেবরাত। আর জোড়া উপলক্ষেই রাজ্যে এখন সরকারি ছুটি বরাদ্দ। ফলে পরীক্ষা শুরুর দিন স্কুল বন্ধ থাকলে কীভাবে ওইদিন মাধ্যমিক পরীক্ষা হবে, তা নিয়েই প্রশ্ন উঠেছিল শিক্ষামহলে। যদিও এই বিষয়ে পর্ষদ জানিয়েছিল, ওইদিন শিক্ষামন্ত্রী সম্ভাব্য একটি সূচি জানিয়েছেন। এখনও তা চূড়ান্ত নয় ৷ সুতরাং, পরীক্ষাসূচিতে বদল আসতে পারে। সেই বদলের ঘোষণা হল রবিবার সন্ধ্যায়। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, চটজলদি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা না নিলেই ভালো হত ৷ এহেন সিদ্ধান্ত ভবিষ্যতে যেন আর না-নেওয়া হয় ৷ এই সূচি বদলের দরকার ছিল ৷ তবে দ্রুত পরিবর্তিত দিন ঘোষণায় পর্ষদকে আমরা সাধুবাদ জানাচ্ছি ৷

আরও পড়ুন:

  1. উচ্চমাধ্যমিকের পর অনলাইনে নম্বর জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে মাধ্যমিকেও
  2. আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিনে বদল, জানুন কারণ
  3. মোবাইল ফোন দেখে লিখতে গিয়ে হাতেনাতে পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.