কলকাতা, 25 এপ্রিল: বড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। আগামী 2 মে প্রকাশিত হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। অন্যদিকে, 8 মে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। ফলপ্রকাশের দিনই রাতে মার্কশিট পাবেন সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার এক সপ্তাহ পর রেজাল্ট হাতে পাবে তারা। তবে দুটো পরীক্ষার ফল ঘোষণার এক ঘন্টা পর থেকেই অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবে সকল পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব অফিসিয়াল পেজেই ফলফল দেখা যাবে।
পরীক্ষা শেষের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং সংসদের সভাপতি দু'জনেই সাংবাদিক বৈঠক করেছিলেন। সাংবাদিক বৈঠকে দুই সভাপতি জানিয়েছিলেন, পরীক্ষা শেষের 90 দিনের মাথায় সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী ফল প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, তাঁরা ফল প্রকাশের জন্য প্রস্তুত। সরকার অনুমতি দিলেই ফল প্রকাশ করবেন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে মাধ্যমিকের ফলাফলের। তারপরেই বৃহস্পতিবারর ফলাফল প্রকাশের দিন ঘোষণা করা হল।
এই বছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা ছিল মোট 9 লাখ 23 হাজার 13 জন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2675টি। পরীক্ষা শুরু হয়েছিল সকাল 9টা বেজে 45 মিনিটে এবং শেষ হল বেলা 1টায়। অপরদিকে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লাখ 90 হাজার 221 জন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 827টি। মাধ্যমিকের মতো এবার উচ্চমাধ্যমিকেও পরীক্ষা শুরু হয়েছিল সকাল 9টা বেজে 45 মিনিটে ৷ শেষ হয় বেলা 1টায় ৷ অন্যদিকে, এইবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি। শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি। 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা শেষ হয়েছিল 29 ফেব্রুয়ারি।
আরও পড়ুন
1. জয়েন্ট পরীক্ষার জন্য রবিবার ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা, এগোল প্রথম পরিষেবার সময়
2. 2022 টেট পরীক্ষার ভুল প্রশ্ন যাচাইয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
3. উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি, পড়ুয়া-অভিভাবকদের বোঝাতে ওয়েবিনার 'উজ্জীবন চর্চা'