ETV Bharat / state

2024 মাধ্যমিকের ফলপ্রকাশ, কোথায় দেখবেন রেজাল্ট ? - Madhyamik Result 2024 - MADHYAMIK RESULT 2024

Madhyamik Exam Result 2024: পরীক্ষা শেষের 80 দিন পর আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ৷ সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর সকলে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবে ৷

Madhyamik Result 2024, মাধ্যমিক 2024 রেজাল্ট
আজ মাধ্যমিকের ফলপ্রকাশ
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 6:33 AM IST

Updated : May 2, 2024, 9:00 AM IST

কলকাতা, 2 মে: আজ বৃহস্পতিবার মাধ্যমিকের ফলপ্রকাশ । সকাল ন'টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । এরপর 9টা 45 মিনিট থেকে অনলাইনে দেখা যাবে সামগ্রিক ফলাফল । বেলা দশটা থেকে প্রত্যেকটা স্কুল মার্কশিট সংগ্রহ করতে পারবেন ক্যাম্প অফিস থেকে । এই বছর মাধ্যমিক পরীক্ষার শেষের 80 দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল ।

কীভাবে এই ফলাফল দেখা যাবে তারও একটি তালিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । পর্ষদের তরফে বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে যেখানে নিজের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা । এখান থেকে প্রয়োজনে নিজেদের মার্কশিট ডাউনলোড করতেও পারবে তারা । এছাড়াও কিছু অ্যাপ রয়েছে যা ফোনে ইন্সটল করে নিজেদের রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা । তার সঙ্গে রয়েছে এসএমএস ব্যবস্থাও ।

প্রথমে www.wbbse.web.gov.in বা http://weresults.nic.in এই দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । তারপর হোমপেজে থাকা রেজাল্ট অপশনটি ক্লিক করতে হবে । এরপরে পরীক্ষার্থীদের রোল নম্বর জন্ম তারিখ-সহ সংশ্লিষ্ট তথ্য লিখতে হবে । সেই তথ্য দেওয়ার পরই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে । এছাড়াও Madhyamik Results 2024, Fastresult এবং https://iresults.net/wbbse-app - এই ধরনের অ্যাপ ফোনে ডাউনলোড করেও দেখা যাবে ফল ।

প্রসঙ্গত, এই বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9 লক্ষ 23 হাজার 13 জন । যার মধ্যে ছাত্র রয়েছে 3 লক্ষ 96 হাজার 276 জন ৷ আর 4 লক্ষ 79 হাজার 837 জন ছাত্রী । এই বছর পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি । এ বছর মোট 48 জনের পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ ।

কলকাতা, 2 মে: আজ বৃহস্পতিবার মাধ্যমিকের ফলপ্রকাশ । সকাল ন'টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । এরপর 9টা 45 মিনিট থেকে অনলাইনে দেখা যাবে সামগ্রিক ফলাফল । বেলা দশটা থেকে প্রত্যেকটা স্কুল মার্কশিট সংগ্রহ করতে পারবেন ক্যাম্প অফিস থেকে । এই বছর মাধ্যমিক পরীক্ষার শেষের 80 দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল ।

কীভাবে এই ফলাফল দেখা যাবে তারও একটি তালিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । পর্ষদের তরফে বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে যেখানে নিজের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা । এখান থেকে প্রয়োজনে নিজেদের মার্কশিট ডাউনলোড করতেও পারবে তারা । এছাড়াও কিছু অ্যাপ রয়েছে যা ফোনে ইন্সটল করে নিজেদের রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা । তার সঙ্গে রয়েছে এসএমএস ব্যবস্থাও ।

প্রথমে www.wbbse.web.gov.in বা http://weresults.nic.in এই দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । তারপর হোমপেজে থাকা রেজাল্ট অপশনটি ক্লিক করতে হবে । এরপরে পরীক্ষার্থীদের রোল নম্বর জন্ম তারিখ-সহ সংশ্লিষ্ট তথ্য লিখতে হবে । সেই তথ্য দেওয়ার পরই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে । এছাড়াও Madhyamik Results 2024, Fastresult এবং https://iresults.net/wbbse-app - এই ধরনের অ্যাপ ফোনে ডাউনলোড করেও দেখা যাবে ফল ।

প্রসঙ্গত, এই বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9 লক্ষ 23 হাজার 13 জন । যার মধ্যে ছাত্র রয়েছে 3 লক্ষ 96 হাজার 276 জন ৷ আর 4 লক্ষ 79 হাজার 837 জন ছাত্রী । এই বছর পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি । এ বছর মোট 48 জনের পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ ।

আরও পড়ুন :

  1. নামে অর্জুন, মনের জোরেও; সাপের ছোবল খেয়ে হাসপাতালে বসে দিল মাধ্যমিক
  2. আইকার্ডে কিউআর কোড কলকাতার স্কুলে, কীভাবে পড়ুয়াদের তথ্য জানবেন অভিভাবকরা ?
  3. কোন কোন ওয়েবসাইটে কখন দেখা যাবে মাধ্যমিকের ফলাফল, জানাল পর্ষদ
Last Updated : May 2, 2024, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.