ETV Bharat / state

টানা 20 দিন লাইন মেরামতের কাজ, একগুচ্ছ ট্রেন বাতিলে হয়রান যাত্রীরা - Train Cancellation

EMU Train Cancellation: রেলের লাইন মেরামতের কাজের জন্য বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন ৷ চলতি মাসের 18 তারিখ থেকে 7 মে পর্যন্ত বাতিল থাকবে ট্রেনগুলি ৷ নীচের প্রতিবেজনে প্রকাশিত হল বাতিল হওয়া ট্রেনের তালিকা ৷

Train Cancellation
ট্র্যাক মেরামতের নামে যাত্রীদের হয়রানি: বাতিল একগুচ্ছ ট্রেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 8:33 PM IST

কলকাতা, 15 এপ্রিল: আগামী 20 দিন শিয়ালদা শাখায় বাতিল থাকবে একগুচ্ছ ইমু লোকাল ট্রেন। এছাড়াও, একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ৷ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল কতৃপক্ষের তরফে । পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দমদম জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাক মেরামতের কাজ চলছে । আগামী 18 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত এই কাজ চলবে । এই কাজের জন্য 480 মিনিটের মেগা পাওয়ার ব্লক করা হবে । তাই 20 দিন শিয়ালদা শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হবে বেলে ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ ৷

পূর্ব রেলের তরফে সোশাল মিডিয়ায় দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে বাতিল হওয়া ট্রেনের তালিকা:

  • 30351 ও30313 মাঝেরহাট-বারাসাত
  • 33311 বারাসাত-হাসনাবাদ
  • 30322 হাসনাবাদ- বিবাদীবাগ
  • 33231 দমদম জংশন- ব্যারাকপুর
  • 33232 ব্যারাকপুর - দমদম জংশন
  • 33271 দমদম জংশন- গোবরডাঙা
  • 33686 গোবরডাঙা- শিয়ালদা
  • 30333 মাঝেরহাট- হাবড়া
  • 30332 হাবড়া - মাঝেরহাট
  • 30353 মাঝেরহাট - দত্তপুকুর
  • 30314 দত্তপুকুর - মাঝেরহাট
  • 33453 শিয়ালদা - বারাসত
  • 31223 শিয়ালদা - ব্যারাকপুর
  • 30116 ব্যারাকপুর- বিবাদী বাগ
  • 30113 বিবাদী বাগ - ব্যারাকপুর
  • 31242 ব্যারাকপুর - শিয়ালদা
  • 30312 বারাসত - মাঝেরহাট
  • 30145 মাঝেরহাট - মধ্যমগ্রাম
  • 30358 মধ্যমগ্রাম - মাঝেরহাট
  • 30361 মাঝেরহাট - হাসনাবাদ
  • 33282 হাসনাবাদ - দমদম জংশন

পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷ দেখে নিন সেই তালিকা

  • 30142 গেদ-মাঝেরহাট লোকাল রানাঘাট পর্যন্ত যাবে।
  • 30711 লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।
  • 30331 মাঝেরহাট-হাবরা লোকাল বারাসাত স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
  • 30311 মাঝেরহাট-বারাসাত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
  • 30346 বনগাঁ জংশন-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে।
  • 30344বনগাঁ জংশন-মাঝেরহাট বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
  • 30324 হাসনাবাদ-মাঝেরহাট লোকাল বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
  • 30142 গেদে-মাঝেরহাট লোকাল রানাঘাট পর্যন্ত যাবে।

প্রতিদিন শিয়ালদা থেকে লক্ষ লক্ষ যাত্রীরা যাতায়াত করেন। শহর ও শহরতলীতে যাতায়াতের ক্ষেত্রে শিয়ালদা অন্যতম প্রধান স্টেশন ৷ আগামী 20 দিন একাধিক ট্রেন বাতিল থাকায় যাত্রীদের যে হয়রানির শিকার হতে হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ এমনিতেই গরমের দিনে প্রতিদিন ভীড় থাকে লোকাল ট্রেনগুলিতে । তবে যদি ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় সমস্যা বাড়বে ছাড়া কমবে না ৷

আরও পড়ুন:

  1. দোলের দিন শিয়ালদা ও হাওড়ায় বাতিল প্রায় 300টি ট্রেন, রইল তালিকা
  2. শনি ও রবিতে শিয়ালদা শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
  3. রেলের মেরামতির কাজে শনিবার বাতিল একগুচ্ছ ট্রেন, রইল তালিকা

কলকাতা, 15 এপ্রিল: আগামী 20 দিন শিয়ালদা শাখায় বাতিল থাকবে একগুচ্ছ ইমু লোকাল ট্রেন। এছাড়াও, একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ৷ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল কতৃপক্ষের তরফে । পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দমদম জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাক মেরামতের কাজ চলছে । আগামী 18 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত এই কাজ চলবে । এই কাজের জন্য 480 মিনিটের মেগা পাওয়ার ব্লক করা হবে । তাই 20 দিন শিয়ালদা শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হবে বেলে ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ ৷

পূর্ব রেলের তরফে সোশাল মিডিয়ায় দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে বাতিল হওয়া ট্রেনের তালিকা:

  • 30351 ও30313 মাঝেরহাট-বারাসাত
  • 33311 বারাসাত-হাসনাবাদ
  • 30322 হাসনাবাদ- বিবাদীবাগ
  • 33231 দমদম জংশন- ব্যারাকপুর
  • 33232 ব্যারাকপুর - দমদম জংশন
  • 33271 দমদম জংশন- গোবরডাঙা
  • 33686 গোবরডাঙা- শিয়ালদা
  • 30333 মাঝেরহাট- হাবড়া
  • 30332 হাবড়া - মাঝেরহাট
  • 30353 মাঝেরহাট - দত্তপুকুর
  • 30314 দত্তপুকুর - মাঝেরহাট
  • 33453 শিয়ালদা - বারাসত
  • 31223 শিয়ালদা - ব্যারাকপুর
  • 30116 ব্যারাকপুর- বিবাদী বাগ
  • 30113 বিবাদী বাগ - ব্যারাকপুর
  • 31242 ব্যারাকপুর - শিয়ালদা
  • 30312 বারাসত - মাঝেরহাট
  • 30145 মাঝেরহাট - মধ্যমগ্রাম
  • 30358 মধ্যমগ্রাম - মাঝেরহাট
  • 30361 মাঝেরহাট - হাসনাবাদ
  • 33282 হাসনাবাদ - দমদম জংশন

পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷ দেখে নিন সেই তালিকা

  • 30142 গেদ-মাঝেরহাট লোকাল রানাঘাট পর্যন্ত যাবে।
  • 30711 লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।
  • 30331 মাঝেরহাট-হাবরা লোকাল বারাসাত স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
  • 30311 মাঝেরহাট-বারাসাত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
  • 30346 বনগাঁ জংশন-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে।
  • 30344বনগাঁ জংশন-মাঝেরহাট বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
  • 30324 হাসনাবাদ-মাঝেরহাট লোকাল বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
  • 30142 গেদে-মাঝেরহাট লোকাল রানাঘাট পর্যন্ত যাবে।

প্রতিদিন শিয়ালদা থেকে লক্ষ লক্ষ যাত্রীরা যাতায়াত করেন। শহর ও শহরতলীতে যাতায়াতের ক্ষেত্রে শিয়ালদা অন্যতম প্রধান স্টেশন ৷ আগামী 20 দিন একাধিক ট্রেন বাতিল থাকায় যাত্রীদের যে হয়রানির শিকার হতে হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ এমনিতেই গরমের দিনে প্রতিদিন ভীড় থাকে লোকাল ট্রেনগুলিতে । তবে যদি ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় সমস্যা বাড়বে ছাড়া কমবে না ৷

আরও পড়ুন:

  1. দোলের দিন শিয়ালদা ও হাওড়ায় বাতিল প্রায় 300টি ট্রেন, রইল তালিকা
  2. শনি ও রবিতে শিয়ালদা শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
  3. রেলের মেরামতির কাজে শনিবার বাতিল একগুচ্ছ ট্রেন, রইল তালিকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.