কলকাতা, 15 জুলাই: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করেছেন সাক্ষাৎ জগন্নাথদেব ! আর সেকারণেই তাঁর কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলি ৷ এমনই দাবি করেছে ইসকন ৷
মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষাধিক ভক্ত রয়েছে ইসকনের ৷ আর এদিন সংগঠনের তরফে দাবি করা হয়েছে, প্রভু জগন্নাথের হস্তক্ষেপ ট্রাম্প শনিবার অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে খুব কাছ থেকেই গুলি করে হত্যার চেষ্টা করা হয় ৷ ইসকনের মুখপাত্র রাধারমণ দাস জানান, 48 বছর আগে নিউইয়র্কে প্রথম রথযাত্রার সঙ্গে জড়িয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ সেই সময় ট্রাম্প রথে ইসকন ভক্তদের সাহায্যও করেছিলেন বলে দাবি ইসকন মুখপাত্রের। তাঁর দাবি, ভগবান জগন্নাথ ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করে আদতে এই অনুগ্রহের প্রতিদান দিয়েছেন।
Yes, for sure it's a divine intervention.
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) July 14, 2024
Exactly 48 years ago, Donald Trump saved the Jagannath Rathayatra festival. Today, as the world celebrates the Jagannath Rathayatra festival again, Trump was attacked, and Jagannath returned the favor by saving him.
In July 1976, Donald… https://t.co/RuTX3tHQnj
ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “হ্যাঁ, নিশ্চিতভাবেই এটা একটা ঐশ্বরিক হস্তক্ষেপ। ঠিক 48 বছর আগে, ডোনাল্ড ট্রাম্প জগন্নাথ রথযাত্রা উৎসবে অংশ নিয়েছিলেন। আজ, সারা বিশ্বে জগন্নাথ রথযাত্রা উৎসব উদযাপন করছে, তখন ট্রাম্প আক্রমণ করা হয়েছিল ৷ জগন্নাথ তাঁকে বাঁচিয়ে অনুগ্রহ ফিরিয়ে দিয়েছেন ৷"
ইসকন মুখপাত্র আরও লিখেছেন, "1976 সালের জুলাই মাসে, ডোনাল্ড ট্রাম্প ইসকন ভক্তদের রথযাত্রা সংগঠিত করতে সাহায্য করেছিলেন ৷ বিনামূল্যে রথ নির্মাণের জন্য তাঁর ট্রেন ইয়ার্ডও দিয়েছিলেন । আজ, বিশ্ব নয়দিন ধরে জগন্নাথ রথযাত্রা উৎসব উদযাপন করছে ৷ তখন তার উপর এই ভয়ঙ্কর আক্রমণে জগন্নাথ হস্তক্ষেপ করেছেন ৷"
রাধারমণ দাস আরও বলেন, "প্রায় 48 বছর আগে, ইসকন নিউইয়র্ক সিটিতে প্রথম রথযাত্রার আয়োজন করার পরিকল্পনা করছিল ৷ তখন প্রচুর চ্যালেঞ্জ ছিল ৷ তার উপর যেখানে রথ তৈরি করা যেতে পারে এমন একটি বিশাল খালি জায়গা খুঁজে পাওয়াও সহজ ছিল না ৷ তারা সম্ভাব্য প্রতিটি ব্যক্তির দরজাতেই কড়া নেড়েছিলেন ৷ তখনই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণ ভক্তদের জন্য এগিয়ে আসেন ৷" 78 বছর বয়সি ট্রাম্পের পেনসিলভানিয়াতে নির্বাচনী প্রচার সমাবেশে আক্রমণ চালানো হয় ৷ তাঁকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়, যা তাঁর ডান কান ঘেষে বেরিয়ে যায় ৷ ঘটনায় বন্দুকবাজের সঙ্গেই আরও এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয় ৷