কলকাতা, 16 মার্চ: ঘোষণা হয়েছে 18তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ৷ বঙ্গে 2019 সালের মতোই এবারও 7 দফায় নির্বাচন হবে ৷ গতবারের থেকে রাজ্যে ভোটারের সংখ্যা বেড়েছে 4 লক্ষ 51 হাজার 706 জন ৷ কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা এখন 7 কোটি 58 লক্ষ 37 হাজার 778 ৷ নতুন ভোটারের সংখ্যা 11 লক্ষ 33 হাজার 936 ৷
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, 18 থেকে 19 বছর বয়সি ভোটারের সংখ্যা 15 লক্ষ 31 হাজার 923 ৷ এই বয়স সীমার মধ্যে নতুন ভোটারের সংখ্যা 5 লক্ষ 63 হাজার 521। 74 জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৷ পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে পুরুষ ভোটারের সংখ্যা 3 কোটি 85 লক্ষ 30 হাজার 981। মহিলা ভোটার 3 কোটি 73 লক্ষ 4 হাজার 960 ৷ তৃতীয় লিঙ্গের ভোটার 1 হাজার 837 জন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা 5 লক্ষ 4 হাজার 920 ৷ বয়স 85 বছরের বেশি এমন ভোটার সংখ্যা 4 লক্ষ 83 হাজার 197 । 20 থেকে 29 বছর বয়সি ভোটারের সংখ্যা 16 কোটি 6 লক্ষ 39 হাজার 81 ৷ সবমিলিয়ে 2024 সালে লোকসভা নির্বাচনে রাজ্যে ভোটারের সংখ্য়া বাড়ল 4 লক্ষ 51 হাজার 706 জন ৷
2019 সালে লোকসভা নির্বাচন হয়েছিল সাত দফাতেই। এবারও দফার সংখ্যা আরও বাড়ে কিনা তার দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রয়োজনে দ্বিগুণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে নির্বাচন হক এক দফাতেই। তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ 7 বা তার চেয়েও বেশি দফায় নির্বাচন করার দাবি জানানো হয়।
19 এপ্রিল থেকে 4 জুন মাস পর্যন্ত চলবে লোকসভা নির্বাচন। ভোট গণনা হবে 4 জুন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আপাতত 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে ৷ প্রয়োজনে এই সংখ্য়াটি আরও বাড়ানো হতে পারে। বুথের সংখ্যা 80 হাজার 530 ৷ মহিলা দ্বারা পরিচালিত বুথের সংখ্যা 5 হাজার 942টি। বিশেষভাবে স্বক্ষম ব্যক্তিদের দ্বারা পরিচালিত বুথের সংখ্যা 24টি। ওয়েবকাস্টিং ব্যবস্থা থাকছে 42 হাজার বুথে ।
পাশাপাশি, এই বছর ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 77 হাজার 467 । বরানগর বিধানসভা কেন্দ্র মোট ভোটারদের সংখ্যা 2 লক্ষ18 হাজার 415 জন। প্রতিবারের মতো এবারও বিকেল 5 টা-র মধ্যে সমস্ত ডিএম ও এসপি এবং 22টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজেদের এলাকার রিপোর্ট জমা করতে হবে। সেই রিপোর্ট সন্ধ্যা 6টা-র মধ্যে নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠানো হবে ।
আরও পড়ুন: