কোচবিহার, 15 এপ্রিল: ফের একবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ৷ এবার নিশানায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ বললেন, উদয়ন গুহ সুনীল মণ্ডলের বাড়িতে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন ৷ কোচবিহারের দিনহাটায় নিশীথের সভায় গিয়ে এমনই বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা শুভেন্দু ৷ সেখানে উদয়নকে 'লম্পট' বলেও কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, "বামেদের মধ্যগগনে লক্ষ্মণ শেঠকে হারিয়েছি। তৃণমূলের মধ্যগগনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। এবার কোচবিহারে হারাব।" এছাড়াও রামনবমীতে অশান্তি হবে বলে উসকানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই দাবি করলেন শুভেন্দু।
মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙায় বলেছেন, কিছু পুলিশ আছে যারা নিশীথের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ তাঁদের দু'মাস পর দেখে নেবেন। এর পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আমি বলছি দু'মাস পর আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না। আপনি কীভাবে পুলিশকে দেখবেন। তৃণমূল যাদের মিথ্যে মামলা দিয়ে ফাঁসিয়েছে তাঁদের সংগ্রামী ভাতা দেবেন 5000 টাকা করে।"
তিনি আরও বলেন, "সন্দেশখালিতে মাঝরাতে পিঠে খাওয়া তৃণমূলীদের শিক্ষা দিতে হবে। তাই তৃণমূলকে একটি ভোটও দেওয়া যাবে না। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ভোট দিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করুন না-হলে ভারত ইউক্রেন কিংবা আফগানিস্তান হয়ে যাবে।" পাশাপাশি উদয়ন গুহকে আক্রমণ করে বিজেপি নেতার বক্তব্য, "এখানে একটা লম্পট আছে যিনি বাবাকে চোর বলেছেন। উনি একটা গুন্ডা।" পাশাপাশি উদয়ন গুহ 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে সল্টলেকে প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন বলে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, "এদিনের সভায় বলে যাচ্ছি উদয়ন গুহকে কোনওদিনই বিজেপিতে নেব না ৷ মানুষ বিজেপিকে ভোট দেবে এবং নিশীথের জয় নিশ্চিত।"
আরও পড়ুন: