দুর্গাপুর, 1 এপ্রিল: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচারের শুরু থেকেই চর্চায়! দুর্গাপুরে প্রচারের প্রথমদিনই মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য করে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েন তিনি। এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিলীপ ঘোষকে কারণ দর্শাতে বলা হয়। শুধু দিলীপকেই নয়, তাঁর দলকেও লিখিতভাবে সতর্ক করেছে কমিশন ৷ মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে 'কুকথা' বলার ঘটনায় দিলীপের পাশে নেই তাঁর দলও ৷ ব্যক্তিগতভাবে কাউকে হেনস্তার উদ্দেশ্যে এই মন্তব্য তিনি করেননি বলেই কমিশনকে জানিয়েছেন তিনি ৷ কিন্তু এই ধরনের 'বেফাঁস' মন্তব্যের জেরে শো-কজ হয়ে কতটা লজ্জিত দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী?
এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "লজ্জিত নই ৷ এরকম ঘটনা আগেও ঘটেছে । আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও ব্যান করা হয়েছিল । বহু লোকের সঙ্গেই এরকম হয় । বিশেষ করে পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনীতি চলে । তবে নির্বাচন কমিশন সেটার অনুমতি দেবে না মনে হয় । আপনারাও জানেন, এখানে কী ধরনের ভাষা ব্যবহার করা হয়। তর্ক-বিতর্ক চলতেই থাকে। তবে সবার এ বিষয়ে সতর্ক থাকা উচিত যাতে রাজনৈতিক উত্তাপ না-বাড়ে । আগামী দিনে ভাষা যাতে ঠিক হয়, সে দিকে সতর্ক থাকব ৷"
রাজনৈতিক তর্ক-বিতর্কে নিজের ভাষা সম্পর্কে সংযত থাকার কথা বলেই পালটা অভিযোগ সুর চড়ান দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "আমিও এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে আমার বিরুদ্ধে অশ্রাব্য মন্তব্য করার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। দেখি নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে জানব নির্বাচন কমিশন একতরফা ভাবে কাজ করছে বা রাজনৈতিক চাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"
আরও পড়ুন: