ETV Bharat / state

জুন মালিয়ার শেষ প্রচারে লোক হল না ! পুলিশ নিয়েই রোড শো মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee Road Show: 25 মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট ৷ ষষ্ঠ দফার নির্বাচনের আগে শেষ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ৷ জুন মালিয়ার হয়ে মেদিনীপুরে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কর্মীর থেকে বেশি সংখ্যখ পুলিশের উপস্থিতি নজর কাড়ল এই রোড শোতে ৷

Mamata Banerjee Road Show
মেদিনীপুরে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 9:50 PM IST

জুনের প্রচারে লোক নেই, পুলিশ আছে

মেদিনীপুর, 20 মে: মেদিনীপুরের দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো করতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই রোড শোতে অংশ নিতে এগিয়ে এলেন না তৃণমূলের অনেক কর্মীই । দলীয় কর্মীর বদলে বেশি পরিমাণ পুলিশ দেখা গেল এই রোড শোতে ৷ সেই নিয়েই রোড শো শেষ করলেন মুখ্যমন্ত্রী, যা ঘিরে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে ।

25 মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট ৷ ষষ্ঠ দফার নির্বাচনের আগে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ ভোটের প্রচার ছিল সোমবার । এ দিন মেদিনীপুর লোকসভার প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচারে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বাঁকুড়া এবং পাঁশকুড়া সভা শেষ করার পরেই হেলিকপ্টারে করে মেদিনীপুরের কলেজ মাঠে উপস্থিত হয়েছিলেন । এরপর তিনি হেঁটে প্রার্থীকে নিয়ে জেলা কালেক্টরেট অফিস থেকে রোড শো শুরু করেন । যদিও তৃণমূল সুপ্রিমোর এই রোড শোতে তেমন লোক হয়নি । তাই কিছুটা রোড শো করার পর তিনি থেমে যান এবং পুলিশকে জিজ্ঞেস করেন রোড শোতে লোক না আসার কারণ । তিনি এ বিষয়ে প্রশ্ন করেন জেলা সভাপতি সুজয় হাজরাকেও ।

জেলা সভাপতি এবং পুলিশ প্রশাসন জানান, লোক পেছনে রয়েছে ৷ যদিও সে সময় পেছনে কিছু লোক দৌড়ে দৌড়ে আসছিল মুখ্যমন্ত্রীর রোড শোতে অংশ নেওয়ার জন্য । এরপর পুলিশের সংখ্যা মিলিয়ে কয়েক কিলোমিটার পথযাত্রা শেষ করেন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । যার জেরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই লোকসভা ভোটে মেদিনীপুর প্রার্থীর ভবিষ্যত নিয়ে ! যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন কোনও মন্তব্য করেননি ।

Mamata Banerjee Road Show
জুন মালিয়ার হয়ে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

শনিবার জুন মালিয়ার সমর্থনে খড়গপুর বিধানসভাতে রোড শো করেছিলেন তৃণমূল সুপ্রিমো সেখানে প্রচুর পরিমাণে কর্মী-সমর্থক হয়েছিল । কিন্তু মেদিনীপুর শহরের রোড শোতে কেন লোক হল না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে । যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, মেদিনীপুরের মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন ।

উল্লেখ্য, মেদিনীপুর লোকসভার এবারে লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের । একদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, যিনি লড়াকু নেত্রী বলে পরিচিত ৷ আর আরেকদিকে তাঁর প্রতিপক্ষ অভিনেত্রী জুন মালিয়া । যদিও সমীক্ষা বলছে, এই আসনে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা । তবে ভোটের ফলই শেষ কথা বলবে, যার জন্য অপেক্ষা 4 জুনের ৷

আরও পড়ুন:

  1. রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মোদিকে জবাব মমতার
  2. মুর্শিদাবাদে দাঙ্গা করিয়েছেন কার্তিক মহারাজ, তৃণমূলের এজেন্টকে বসতে দেননি: মমতা
  3. কংগ্রেস- তৃণমূল ডুবন্ত জাহাজ, একসঙ্গে ডুববে; ঝাড়গ্রামে তোপ মোদির

জুনের প্রচারে লোক নেই, পুলিশ আছে

মেদিনীপুর, 20 মে: মেদিনীপুরের দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো করতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই রোড শোতে অংশ নিতে এগিয়ে এলেন না তৃণমূলের অনেক কর্মীই । দলীয় কর্মীর বদলে বেশি পরিমাণ পুলিশ দেখা গেল এই রোড শোতে ৷ সেই নিয়েই রোড শো শেষ করলেন মুখ্যমন্ত্রী, যা ঘিরে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে ।

25 মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট ৷ ষষ্ঠ দফার নির্বাচনের আগে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ ভোটের প্রচার ছিল সোমবার । এ দিন মেদিনীপুর লোকসভার প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচারে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বাঁকুড়া এবং পাঁশকুড়া সভা শেষ করার পরেই হেলিকপ্টারে করে মেদিনীপুরের কলেজ মাঠে উপস্থিত হয়েছিলেন । এরপর তিনি হেঁটে প্রার্থীকে নিয়ে জেলা কালেক্টরেট অফিস থেকে রোড শো শুরু করেন । যদিও তৃণমূল সুপ্রিমোর এই রোড শোতে তেমন লোক হয়নি । তাই কিছুটা রোড শো করার পর তিনি থেমে যান এবং পুলিশকে জিজ্ঞেস করেন রোড শোতে লোক না আসার কারণ । তিনি এ বিষয়ে প্রশ্ন করেন জেলা সভাপতি সুজয় হাজরাকেও ।

জেলা সভাপতি এবং পুলিশ প্রশাসন জানান, লোক পেছনে রয়েছে ৷ যদিও সে সময় পেছনে কিছু লোক দৌড়ে দৌড়ে আসছিল মুখ্যমন্ত্রীর রোড শোতে অংশ নেওয়ার জন্য । এরপর পুলিশের সংখ্যা মিলিয়ে কয়েক কিলোমিটার পথযাত্রা শেষ করেন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । যার জেরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই লোকসভা ভোটে মেদিনীপুর প্রার্থীর ভবিষ্যত নিয়ে ! যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন কোনও মন্তব্য করেননি ।

Mamata Banerjee Road Show
জুন মালিয়ার হয়ে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

শনিবার জুন মালিয়ার সমর্থনে খড়গপুর বিধানসভাতে রোড শো করেছিলেন তৃণমূল সুপ্রিমো সেখানে প্রচুর পরিমাণে কর্মী-সমর্থক হয়েছিল । কিন্তু মেদিনীপুর শহরের রোড শোতে কেন লোক হল না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে । যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, মেদিনীপুরের মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন ।

উল্লেখ্য, মেদিনীপুর লোকসভার এবারে লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের । একদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, যিনি লড়াকু নেত্রী বলে পরিচিত ৷ আর আরেকদিকে তাঁর প্রতিপক্ষ অভিনেত্রী জুন মালিয়া । যদিও সমীক্ষা বলছে, এই আসনে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা । তবে ভোটের ফলই শেষ কথা বলবে, যার জন্য অপেক্ষা 4 জুনের ৷

আরও পড়ুন:

  1. রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মোদিকে জবাব মমতার
  2. মুর্শিদাবাদে দাঙ্গা করিয়েছেন কার্তিক মহারাজ, তৃণমূলের এজেন্টকে বসতে দেননি: মমতা
  3. কংগ্রেস- তৃণমূল ডুবন্ত জাহাজ, একসঙ্গে ডুববে; ঝাড়গ্রামে তোপ মোদির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.