ETV Bharat / state

কুণাল অস্ত্রেই সুদীপকে মাত, অভিনব প্রচার বাম-কংগ্রেসের - LOk Sabha Election 2024

Vote Campaign: প্রথম দফার নির্বাচন শেষ ৷ বাকি আরও ছয় দফা ভোট ৷ শহরতলী থেকে জেলায় কুণাল অস্ত্রেই সুদীপকে মাত দিতে উত্তর কলকাতায় অভিনব প্রচারে বাম-কংগ্রেস ৷

Vote Campaign
অভিনব প্রচার বাম কংগ্রেসের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 9:07 PM IST

কলকাতা, 19 এপ্রিল: তৃণমূল নেতা কুণাল ঘোষ এখন বাম-কংগ্রেসের ভোট প্রচারের প্রধান মুখ ৷ শুনতে অবাক লাগলেও চলতি লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেসের অভিনব প্রচার নজর কেড়েছে সকলের ৷ সিপিএমের প্রচারে জায়গা পেয়েছে 'অ্যানিমাল' সিনেমার জনপ্রিয় গান 'জামাল কুদু'র প্যারোডি ৷ তেমনই তাদের সামাজিক মাধ্যমে প্রচারের হাতিয়ার হল তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য।

ব্যাপারটা কীরকম?

ব্রিগেডে জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস দলের 42 আসনের প্রার্থী ঘোষণা করেছে। তার আগেই বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়েন বরানগরের বিধায়ক তাপস রায়। কলকাতা উত্তরের তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাপস রায়ের ক্ষোভকে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনেই সমর্থন জানান কুণাল ঘোষ। সেই বক্তব্যের একাধিক টুকরো নিয়েই সোশাল মিডিয়ায় শুরু হয় সিপিএম-কংগ্রেসের ভোট প্রচার।

সিপিএম নেতা প্রতীপ দাশগুপ্ত বলেন, "বিজেপি-তৃণমূলের যে বোঝাপড়া হয়েছে সেটা তো স্পষ্ট। আমাদের কোনও দাবি নয়, তৃণমূল নেতা কুণাল ঘোষই বলছেন কী ভাবে তৃণমূল বিদায়ী সাংসদ ও এবারের প্রার্থী বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছে। সেই বক্তব্য গুলোই মানুষের কাছে আরও একবার তুলে ধরছি। মানুষ বুঝে ঠিক করবেন কাকে ভোট দেবেন।"

ভিডিয়োতে কী রয়েছে?

ভিডিয়োতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষ বলেছেন- "উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী একটা পদ্ম ফুলে একটা জোড়া ফুলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল । উনি দেখতে একটু বড়সড়ো শাহজানের মতো। দাঁড়ি রাখে, ফলে শেখ শাহজাহান। গ্রেফতারের আগে কালো চুল, গ্রেফতারের পরে সাদা চুল। বিজেপি সুদীপ বন্দ্যোপাধ্যায় চালাবে । এই একটা জেলা যেখানে বিজেপির দুজন প্রার্থীর একজন পদ্মফুল চিহ্নে দাঁড়াবেন, আরেকজন জোড়া ফুল চিহ্নে ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও তো বিজেপির লোক।" এই রকম একাধিক মন্তব্য যা কুণাল ঘোষ করেছেন, তারই কিছু ভিডিয়ো ফুটেজ এবার ভোট প্রচারে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বাম-কংগ্রেস ৷

আরও পড়ুন

1. তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়

2. বাগান খুললে ফিরবে 'ভালো দিন', আশায় ভোট দান চা শ্রমিকদের

3. পাথরে ফাটল চোখ, ভোট দিতে গিয়ে শীতলকুচিতে আক্রান্ত ভোটার

কলকাতা, 19 এপ্রিল: তৃণমূল নেতা কুণাল ঘোষ এখন বাম-কংগ্রেসের ভোট প্রচারের প্রধান মুখ ৷ শুনতে অবাক লাগলেও চলতি লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেসের অভিনব প্রচার নজর কেড়েছে সকলের ৷ সিপিএমের প্রচারে জায়গা পেয়েছে 'অ্যানিমাল' সিনেমার জনপ্রিয় গান 'জামাল কুদু'র প্যারোডি ৷ তেমনই তাদের সামাজিক মাধ্যমে প্রচারের হাতিয়ার হল তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য।

ব্যাপারটা কীরকম?

ব্রিগেডে জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস দলের 42 আসনের প্রার্থী ঘোষণা করেছে। তার আগেই বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়েন বরানগরের বিধায়ক তাপস রায়। কলকাতা উত্তরের তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাপস রায়ের ক্ষোভকে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনেই সমর্থন জানান কুণাল ঘোষ। সেই বক্তব্যের একাধিক টুকরো নিয়েই সোশাল মিডিয়ায় শুরু হয় সিপিএম-কংগ্রেসের ভোট প্রচার।

সিপিএম নেতা প্রতীপ দাশগুপ্ত বলেন, "বিজেপি-তৃণমূলের যে বোঝাপড়া হয়েছে সেটা তো স্পষ্ট। আমাদের কোনও দাবি নয়, তৃণমূল নেতা কুণাল ঘোষই বলছেন কী ভাবে তৃণমূল বিদায়ী সাংসদ ও এবারের প্রার্থী বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছে। সেই বক্তব্য গুলোই মানুষের কাছে আরও একবার তুলে ধরছি। মানুষ বুঝে ঠিক করবেন কাকে ভোট দেবেন।"

ভিডিয়োতে কী রয়েছে?

ভিডিয়োতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষ বলেছেন- "উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী একটা পদ্ম ফুলে একটা জোড়া ফুলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল । উনি দেখতে একটু বড়সড়ো শাহজানের মতো। দাঁড়ি রাখে, ফলে শেখ শাহজাহান। গ্রেফতারের আগে কালো চুল, গ্রেফতারের পরে সাদা চুল। বিজেপি সুদীপ বন্দ্যোপাধ্যায় চালাবে । এই একটা জেলা যেখানে বিজেপির দুজন প্রার্থীর একজন পদ্মফুল চিহ্নে দাঁড়াবেন, আরেকজন জোড়া ফুল চিহ্নে ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও তো বিজেপির লোক।" এই রকম একাধিক মন্তব্য যা কুণাল ঘোষ করেছেন, তারই কিছু ভিডিয়ো ফুটেজ এবার ভোট প্রচারে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বাম-কংগ্রেস ৷

আরও পড়ুন

1. তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়

2. বাগান খুললে ফিরবে 'ভালো দিন', আশায় ভোট দান চা শ্রমিকদের

3. পাথরে ফাটল চোখ, ভোট দিতে গিয়ে শীতলকুচিতে আক্রান্ত ভোটার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.