ETV Bharat / state

মুদিখানার দোকানদার নাকি সরকারি কর্মী! তাঁর নামে ভোট পড়ল পোস্টাল ব্যালটে - Lok Sabha Election 2024

3rd Phase Election in Bengal: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে তৃতীয় দফার নির্বাচনে ৷ তবে বেশ কিছু জায়গায় বুথ দখল বা ছাপ্পা ভোটের অভিযোগও আসছে ৷ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ইংরেজবাজার শহরের এক দোকানের মালিকও প্রয়োগ করতে পারলেন না নিজের গণতান্ত্রিক অধিকার ৷

3rd Phase Election in Bengal
দক্ষিণ মালদায় ভোট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 5:11 PM IST

ইংরেজবাজার শহরে ভোট (ইটিভি ভারত)

মালদা, 7 মে: তিনি মুদিখানার দোকান চালান ৷ বাড়ির সামনের অংশেই তাঁর দোকান ৷ দোকানদারি সেরে দুপুরে ভোট দিতে গিয়েছিলেন পাড়ার বুথে ৷ কিন্তু সেখানে গিয়ে যা শুনলেন, তাতে তাঁর চোখ কপালে ওঠে ! তিনি নাকি এক সরকারি কর্মী ৷ পোস্টাল ব্যালটে ইতিমধ্যে ভোট দেওয়া হয়েছে গিয়েছে তাঁর ৷ সঙ্গে সঙ্গে ঘটনাটি তিনি ওয়ার্ড কাউন্সিলরকে জানান ৷ প্রিসাইডিং অফিসারও জানিয়ে দেন, কোনওমতেই আর ভোট দিতে পারবেন না তিনি ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ইংরেজবাজার শহরের বাবলাবোনা প্রাইমারি স্কুলে ৷

ওই মুদি ব্যবসায়ী অসীম সাহা বলেন, "আমার পার্ট নম্বর 84, সিরিয়াল নম্বর 826 ৷ কাজকর্ম সেরে ভোট দিতে এসেছিলাম ৷ এসে শুনি, আমার ভোট নাকি হয়ে গিয়েছে ৷ প্রিসাইডিং অফিসার আমাকে ভোট দিতে দেননি ৷ তিনি জানিয়েছেন, আমি নাকি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছি ৷ কিন্তু আমি তো সরকারি কর্মী নই ৷ আমার দোকান আছে ৷ আমি পোস্টাল ব্যালটে ভোট দেব কীভাবে?"

বুথের প্রিসাইডিং অফিসার সঞ্জয়কুমার মণ্ডল বলেন, "ভোটার লিস্টে ওই ব্যক্তির নামে পোস্টাল ব্যালট লেখা রয়েছে ৷ সেটা লাল কালিতে মার্কিং করে দেওয়া রয়েছে ৷ আমাদের কাছে যদি এই তালিকা আসে, তবে আমরা কী করব! আমাদের কিছু করার নেই ৷"

এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় জানান, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই বুথে গিয়েছিলাম ৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথাও বলি ৷ কিন্তু তিনি কমিশনের নথি দেখিয়ে জানিয়ে দেন, তাঁর পক্ষে এ ক্ষেত্রে কিছু করার নেই ৷ একজন সরকারি কর্মী হিসাবে তাঁর বাধ্যবাধকতা বুঝি ৷ তাই তাঁকে কিছু বলিনি ৷ গোটা বিষয়টি আমি জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের নজরে নিয়ে এসেছি ৷ এখন দেখা যাক, তিনি কোনও ব্যবস্থা নেন কি না ৷

আরও পড়ুন

1. ভোটদানে বাধায় অভিযুক্ত তৃণমূল, রতুয়ায় ঘটনাস্থলে কেন্দ্রীয়বাহিনী

2. তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলতেই শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ

3. বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছে রাজ্য পুলিশ, অভিযোগ বিজেপি প্রার্থীর

ইংরেজবাজার শহরে ভোট (ইটিভি ভারত)

মালদা, 7 মে: তিনি মুদিখানার দোকান চালান ৷ বাড়ির সামনের অংশেই তাঁর দোকান ৷ দোকানদারি সেরে দুপুরে ভোট দিতে গিয়েছিলেন পাড়ার বুথে ৷ কিন্তু সেখানে গিয়ে যা শুনলেন, তাতে তাঁর চোখ কপালে ওঠে ! তিনি নাকি এক সরকারি কর্মী ৷ পোস্টাল ব্যালটে ইতিমধ্যে ভোট দেওয়া হয়েছে গিয়েছে তাঁর ৷ সঙ্গে সঙ্গে ঘটনাটি তিনি ওয়ার্ড কাউন্সিলরকে জানান ৷ প্রিসাইডিং অফিসারও জানিয়ে দেন, কোনওমতেই আর ভোট দিতে পারবেন না তিনি ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ইংরেজবাজার শহরের বাবলাবোনা প্রাইমারি স্কুলে ৷

ওই মুদি ব্যবসায়ী অসীম সাহা বলেন, "আমার পার্ট নম্বর 84, সিরিয়াল নম্বর 826 ৷ কাজকর্ম সেরে ভোট দিতে এসেছিলাম ৷ এসে শুনি, আমার ভোট নাকি হয়ে গিয়েছে ৷ প্রিসাইডিং অফিসার আমাকে ভোট দিতে দেননি ৷ তিনি জানিয়েছেন, আমি নাকি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছি ৷ কিন্তু আমি তো সরকারি কর্মী নই ৷ আমার দোকান আছে ৷ আমি পোস্টাল ব্যালটে ভোট দেব কীভাবে?"

বুথের প্রিসাইডিং অফিসার সঞ্জয়কুমার মণ্ডল বলেন, "ভোটার লিস্টে ওই ব্যক্তির নামে পোস্টাল ব্যালট লেখা রয়েছে ৷ সেটা লাল কালিতে মার্কিং করে দেওয়া রয়েছে ৷ আমাদের কাছে যদি এই তালিকা আসে, তবে আমরা কী করব! আমাদের কিছু করার নেই ৷"

এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় জানান, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই বুথে গিয়েছিলাম ৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথাও বলি ৷ কিন্তু তিনি কমিশনের নথি দেখিয়ে জানিয়ে দেন, তাঁর পক্ষে এ ক্ষেত্রে কিছু করার নেই ৷ একজন সরকারি কর্মী হিসাবে তাঁর বাধ্যবাধকতা বুঝি ৷ তাই তাঁকে কিছু বলিনি ৷ গোটা বিষয়টি আমি জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের নজরে নিয়ে এসেছি ৷ এখন দেখা যাক, তিনি কোনও ব্যবস্থা নেন কি না ৷

আরও পড়ুন

1. ভোটদানে বাধায় অভিযুক্ত তৃণমূল, রতুয়ায় ঘটনাস্থলে কেন্দ্রীয়বাহিনী

2. তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলতেই শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ

3. বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছে রাজ্য পুলিশ, অভিযোগ বিজেপি প্রার্থীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.