জলপাইগুড়ি, 20 এপ্রিল: কেউ ঘুম থেকে উঠলেন দেরি করে, কেউ বা আমার প্রতিদিনের মতো ভোর বেলাতেই ঘুম থেকে উঠলেন। কেউ আবার পরিবারের সঙ্গে ঘুরতে গেলেন পাহাড়ে । লোকসভা ভোটের পরের আজকের দিনটা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থীরা এইভাবেই দিনটা কাটালেন।
আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশচিক বড়াইক অন্যান্য দিনের সকালে উঠলেও আজ সাতটায় ঘুম থেকে উঠলেন। আবার বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা ঘুম থেকে উঠলেন ভোর পাঁচটায়। আবার জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরিবারকে নিয়ে হাওয়া বদলে বেরিয়েছেন ৷ আর পদ্মপ্রার্থী জয়ন্ত কুমার রায় বিশ্রাম নেবেন আগামী কয়েকদিন ৷
- আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা জানান, প্রতিদিন তিনি ভোর 5টাতেই ঘুম থেকে উঠে পড়েন। নির্বাচনের প্রচারে তাঁকে প্রতিদিন সকাল সকাল প্রচারে বেরোতে হতো। ফলে তাঁর প্রতিদিনের ঘুম থেকে ওঠার অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছে। তিনি জানান, ভোটের প্রচারের জন্য অনেকটা পরিশ্রম হয়েছে ৷ তাই আপাতত তিনি বিশ্রাম নেবেন। তবে দলীয় কর্মীরা বাড়িতে আসছেন ভোটের খবরাখবর নেওয়ার জন্য। এরপর দক্ষিণবঙ্গে প্রচারে যাবেন ৷
- আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশচিক বড়াইক বলেন, "আজ অনেক দিন পর ভালো করে ঘুমোলাম। সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। প্রচারের জন্য আমাকে খুব সকালে উঠতে হতো। ফলে দেরি করে ঘুম থেকে ওঠার কোনও সুযোগই ছিল না। চার-পাঁচদিন বিশ্রাম নিয়ে ফের অন্যান্য লোকসভার প্রচারে নামব ৷ আলিপুরদুয়ারের বাড়িতেই সকল সিনিয়র নেতাদের সঙ্গে চা-আলাপ করেছি ৷"
- অন্যদিকে, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা চিকিৎসক জয়ন্ত কুমার রায় বলেন, "আজও প্রতিদিনের মতো সকাল সকাল উঠতে হয়েছে। কারণ, প্রার্থীদের নিয়ে স্ট্রংরুমে স্ক্রুটনির বিষয় ছিল। আজকের পর একটু বিশ্রাম নেব ক'দিনের জন্য।"
- এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায় বলেন, "ভোটের পর আজ একটু পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। কালিম্পং জেলার ঝালং, বিন্দু এলাকায় এসেছি। এই ক'দিন প্রচারের জন্য খুব পরিশ্রম হয়েছে। পরিবারকে সময় দিতে পারিনি। এখন ক'দিন বিশ্রাম নেব।"
আরও পড়ুন: