ETV Bharat / state

মোটের উপর শান্তিপূর্ণ, দিল্লি দৌড়ের ভাগ্য নির্ধারণে অপেক্ষা 14 দিনের; সমাপ্ত পঞ্চম দফা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 7:02 AM IST

Updated : May 20, 2024, 9:33 PM IST

Lok Sabha Election Fifth Phase Live Update
বঙ্গে পঞ্চম দফা নির্বাচনের আপডেট দেখুন সরাসরি

18:40 May 20

কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল পঞ্চম দফার লোকসভা নির্বাচন ৷ মাঝখানে তুমুল বৃষ্টি তাল কাটলেও তা থামতেই বুথে ফের ভিড় জমান ভোটাররা ৷ আগামী শনিবার 25 মে নজর থাকবে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে ৷ দিনভর আপডেট পেতে নজর থাকুক ইটিভি ভারতের পেজে ৷

  • নিজের ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনায় যথেষ্ট অবাক হন তিনি ৷ হাওড়া 37 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের ভোটার ছিলেন ৷ কিন্তু এদিন মধ্য হাওড়ার 37 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ স্কুলে ভোট দিতে গিয়ে তিনি দেখেন ভোটার তালিকায় তাঁর নামের উপর ডিলিটেড লেখা ৷ তবে বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রীর ভাই ৷
  • ইভিএম বিকলের ফলে বন্ধ ছিল ভোটগ্রহণ ৷ সেই কারণে যতক্ষণ না ভোট নেওয়া হবে ততক্ষণ অনশন করবেন বলে জানালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ বিষয়টি দেখে জানাবেন বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক ৷

17:35 May 20

বঙ্গে চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ৷ এই দফায় ভোট হচ্ছে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগে ৷ আজ দিনভর ভোট সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন ইটিভি ভারতের পেজে ৷

বিকেল 5টা পর্যন্ত সাত কেন্দ্রে মোট ভোট পড়েছে 73 শতাংশ ৷ তার মধ্যে আরামবাগে 76.90 % , বনগাঁ 75.73 %, ব্যারাকপুর - 68.84 %, হুগলি - 74.17 % , হাওড়া - 68.84 %, শ্রীরামপুর - 71.18 %, উলুবেড়িয়া - 74.50 %। শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে আরামবাগ ৷ একসঙ্গে পিছিয়ে ব্যারাকপুর-হাওড়া

17:19 May 20

সাত কেন্দ্র মিলিয়ে অভিযোগের পাহাড় নির্বাচনে কমিশনে ৷ বিকেল সাড়ে চারটে পর্যন্ত জমা পড়া অভিযোগের সংখ্যা 1913 ৷

16:12 May 20

  • লকেট চট্টোপাধ্যায় আসতেই উত্তেজনা ছড়াল ভদ্রেশ্বর স্টেশন বাজারে ৷ তৃণমূল কর্মীদের জয় বাংলা ও পালটা বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগানে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ তৃণমূলের মহিলা কর্মীরা জুতো হাতে বিক্ষোভ দেখান ৷ বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী-সমর্থকরা ৷ তৃণমূল কর্মীদের দাবি, গত 5 বছরে আসেননি লকেট চট্টোপাধ্যায় ৷ ভোটে গণ্ডগোল করার জন্য এসেছেন ৷
  • ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভার বোদাই সরদারপাড়া এলাকার 130 নম্বর বুথে সাধারণ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল বিরুদ্ধে । ঘটনাস্থলে বারাসাত পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার ও কিউআরটি টিম । অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব হুমকি দিচ্ছেন, ভোট দিতে গেলে তাদেরকে রাতে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হাত কেটে নেওয়া হবে ৷ এই হুমকির কারণে গ্রামের মহিলা থেকে পুরুষ কেউই ভোট দিতে যেতে পারছে না । এমনকী দুই বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ ৷ রক্তাক্ত অবস্থায় তারা আমডাঙা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । ঝাঁটা হাতে আক্রান্ত বিজেপি কর্মীর স্ত্রী যান ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে ৷

15:50 May 20

  • দুপুর 3টা পর্যন্ত সাতটি কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে 62.72 শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে 67.12 % , বনগাঁ 61.83 %, ব্যারাকপুর - 55.34 %, হুগলি - 65.01 % , হাওড়া - 58.81 %, শ্রীরামপুর - 63.05 %, উলুবেড়িয়া - 66.45 % ৷ এখনও পর্যন্ত শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে আরামবাগ ৷ সবার পিছনে ব্যারাকপুর ৷

15:27 May 20

  • হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ঝামেলা । ব্যাপক মারধরে ঘটনাস্থলে আহত দু'পক্ষের বেশ কয়েকজন । মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকের । দলের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায় । ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র‍্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

14:41 May 20

  • টিটাগড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং ৷ বুথ দখল ও ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন অর্জুন সিং ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা ৷ এমনকি কালো পতাকাও দেখানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

14:28 May 20

  • ব‍্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিক্ষোভের মুখে বিজেপি নেতা কৌস্তভ বাগচি ৷ গাড়ির পিছু ধাওয়া করেন শাসকদলের উত্তেজিত কর্মীরাও । গাড়িতে মারা হয় লাথি । ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় ব‍্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে । ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে কোনওক্রমে পালিয়ে বাঁচেন কৌস্তভ বাগচি ।

14:06 May 20

  • বড়গাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর 122 ও 123 এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট করানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ আমডাঙার অন্তর্গত এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক আসার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে অভিযোগ করেন স্থানীয় ভোটাররা । নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানালেন পার্থ ভৌমিক ৷
  • আমডাঙার উলুডাঙায় 68 নম্বর বুথে সিপিআইএম কর্মীদের ভোট দিতে বাধা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আহত দুই সিপিআইএম কর্মী ৷ সাধারণ ভোটারদের মারধর ও ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ সাময়িক উত্তেজনা ছড়ানোয় গ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহল ৷ ভোট দিতে আসার পথেই আটকানো ও চমকানোর অভিযোগ এলাকাবাসীর । অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের ।

13:40 May 20

  • দুপুর 1টা পর্যন্ত মোট ভোট পড়েছে 48.41 শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে 55.37 % , বনগাঁ 44.15 %, ব্যারাকপুর - 42.47 %, হুগলি - 50.50 % , হাওড়া - 44.71 %, শ্রীরামপুর - 47.75 %, উলুবেড়িয়া - 52.79 % ৷ সাতটি কেন্দ্রের মধ্যে ভোটদানে এগিয়ে রয়েছে আরামবাগ

13:30 May 20

  • বৃষ্টি থামতেই উপচে পড়ছে ভোটারদের ভিড় ৷ ব্যারাকপুর কেন্দ্রের নৈহাটি বিধানসভার অন্তর্গত নৈহাটি স্টেডিয়ামের দুটি ওয়ার্ডের মোট সাতটি বুথে প্রায় 12 হাজারের কাছাকাছি ভোটার । সকাল থেকেই কমবেশি লাইন থাকলেও আচমকাই টানা ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে ভোট কেন্দ্র ফাঁকা হয়ে যায় ৷ রোদ উঠতেই ভোটদাতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেল এই সাত বুথেই ।

12:24 May 20

Fifth Phase Lok Sabha Election in WB
মোমবাতি জ্বালিয়ে চলছে ভোটদান প্রক্রিয়া
  • জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি ৷ একাধিক ভোটগ্রহণ কেন্দ্রে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ৷ তাই অগত্যা মোমবাতি জ্বালিয়েই চলছে ভোট ৷

11:52 May 20

  • চাপদানি বিধানসভার 12-13 নম্বর বুথের সামনে, ধর্মতলা গার্লস হাইস্কুলে ভোট চলাকালীন সময়ে বিজেপি মণ্ডল প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মণ্ডল সভাপতি প্রশান্ত রায়ের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বেধড়ক মারধর করে মেরে ঠোঁট ফাটিয়ে জামা কাপড় ছিঁড়ে দেয় । মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় । ঘটনার অভিযোগ মৌখিকভাবে জানিয়েছেন পুলিশকে ।

11:30 May 20

  • বেলা 11টা পর্যন্ত মোট ভোট পড়েছে 32.70 শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে 36.21 % , বনগাঁ 31.81 %, ব্যারাকপুর - 29.99 %, হুগলি - 33.78 % , হাওড়া - 30.89 %, শ্রীরামপুর - 31.74 %, উলুবেড়িয়া - 33.98 % ৷
  • স্বামী-স্ত্রী দুজনে ভোট দিতে এসে জানতে পারলেন ভোটার লিস্ট অনুযায়ী তাঁরা দুজনেই মৃত । মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের 230 নম্বর বুথের ঘটনা ৷ জীবিত থাকা সত্ত্বেও ভোটার লিস্টে মৃত হওয়ায় ভোট না দিয়েই ফিরে যেতে হল দম্পতিকে ৷ এই ঘটনায় ভোটকর্মী-সহ সকলেই অবাক ।
  • বুথে ঢুকে ইভিএম মেশিন দেখলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । যার জেরে বিতর্ক দেখা দিয়েছে । যদিও তাকে প্রিসাইডিং অফিসার বুথ থেকে বাইরে বেরিয়ে যেতে বলেন ৷ হুগলি লোকসভা কেন্দ্রের পাণ্ডুয়ার শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের ঘটনা ৷ সেখানে বুথ ঘুরে দেখার পাশাপাশি 273 নম্বর বুথের ভিতরে ইভিএম মেশিনের কাছে যান তৃণমূল প্রার্থী রচনা । যদিও বাইরে বেরিয়ে রচনা বলেন, "ঘুরে দেখলাম । সব ঠিক আছে ।" বিজেপির অভিযোগ, এভাবে কোনও প্রার্থী ভোট চলাকালীন ইভিএম মেশিনের কাছে যেতে পারেন না ।
  • পুরশুড়া বিধানসভার বালিপুরের পূর্ব রাধানগরে উদ্ধার দুটি তাজা বোমা । পুলিশ বোমাগুলো উদ্ধার করেছে । গতকাল বোমাবাজির পর আজ ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
  • হাওড়ায় নিজের কেন্দ্রে এসে ভোট দিয়ে গেলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৷ বেলা 10টা নাগাদ ভোট দিয়ে বেলা 1টা থেকে প্রচার আছে বলে তিনি ফের নিজের কেন্দ্র তমলুকে ফিরে যান ৷

11:04 May 20

খাবার দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল-বিজেপির বিরুদ্ধে

  • দাসপুর থানার মহেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে টিফিন খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ । দাদপুর 17-18 নম্বর রোডের পাশে তৃণমূলের তরফে পাঁউরুটি-ঘুগনি এবং বিজেপির পক্ষ থেকে কেক খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল ৷

10:05 May 20

  • মহিলার শ্লীলতাহানির অভিযোগে আইটিবিপি জওয়ানকে গাছে বেঁধে মার গ্রামবাসীদের ৷ প্রথমে ওই জওয়ানকে আটক করা হয় ৷ এই ঘটনায় ভোটের দায়িত্বে থাকা বাকি তিনজন আইটিবিপি জওয়ানকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
  • লিলুয়ার ভারতী স্কুলে 176 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার গৌতম মান্নাকে বদল করে দেওয়া হল । এই ঘটনায় তাঁর অভিযোগ, দু'জন মহিলা ভোট শুরুর আগেই তাঁকে ব্যাপক মারধর করে ৷ এরপরেই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে তাঁকে ভোট প্রক্রিয়া থেকে বসিয়ে দেওয়া হল ।

09:48 May 20

  • ফুরফুরায় নিজের কেন্দ্রে ভোট দিলেন আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী
  • গয়েশপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা তৃণমূলের । প্রায় হাতাহাতি হওয়ার অবস্থা । গয়েশপুরে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের দেখতে কল্যাণী এইমসে গেলেন প্রার্থী শান্তনু ঠাকুর
  • তৃণমূলের দাবি, রথীন নিজের সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকে দীর্ঘক্ষণ ধরে মক পোল করিয়েছেন । রথীনের দাবি, 2 ঘণ্টা হয়ে গেলেও ইচ্ছাকৃতভাবে ভোট চালু করা হয়নি । প্রিসাইডিংকে মারধর করা হয়েছে । ভোট কেন্দ্রে বসে রয়েছেন রথীন ।
  • ভোট দিলেন উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ৷

09:11 May 20

  • সকাল 9টা পর্যন্ত মোট ভোট পড়েছে 15.35 শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে 16.38 % , বনগাঁ 15.19 %, ব্যারাকপুর - 15.08 %, হুগলি - 14.01 % ,হাওড়া - 15.20 %, শ্রীরামপুর - 14.43 %, উলুবেড়িয়া - 17.25 %
  • বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুর বেদীভবনের কাছে রাস্তার উপর বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় একইসঙ্গে আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর । আক্রান্ত সুবীর বিশ্বাসের অভিযোগ, ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল । প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে ।
  • লিলুয়ার ভারতীয় স্কুলের 176 নম্বর বুথে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ ৷ প্রিসাইডিং অফিসারের বক্তব্য, তাঁকে চড় থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে । ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এলে তাঁর সামনে প্রিসাইডিং অফিসার সম্পূর্ণ ঘটনা জানান ৷ এরপর রথীন চক্রবর্তীর তত্ত্বাবধানে আবার ভোট প্রক্রিয়া শুরু হয় ৷ বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল নেতা কৈলাস মিশ্রের নেতৃত্বে এই ঘটনা ঘটছে । এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন ৷
  • ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত স্বরূপনগরের নবাবকাটির 127 নম্বর বুথ ৷ অভিযোগ, সকালবেলা ভোট দিতে যাচ্ছিল কয়েকজন বিজেপি কর্মী ৷ ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে বাঁশ ও লোহার রড নিয়ে বিজেপি কর্মীদের উপরে হামলা চালায় ৷
  • বিজপুর বিধানসভার বাবু ব্লক এলাকার তিন নম্বর বুথ জ্যাম করার অভিযোগ ৷ ঘটনাস্থলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছলে তাঁকে লক্ষ্য করে অর্জুন সিং মুর্দাবাদ এবং গো ব্যাক স্লোগান ওঠে ৷

08:58 May 20

  • রবিবার উলুবেড়িয়াতে মহিলাকে যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয়বাহিনীর জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দিল কমিশন ৷ অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্মীকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্রীয়বাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক ৷ আর সোমবার সকালে অভিযুক্ত জওয়ানকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানায় নির্বাচন কমিশন ৷
  • ভোটের দিন সকাল থেকেই ফুল ফর্মে হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ ভুয়ো তৃণমূল এজেন্ট থেকে শুরু করে বুথের ভিতর থেকে রাজ্য পুলিশের কর্মীকে বের করে দেন ৷

08:35 May 20

  • ভোট দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷ 194 নম্বর বুথে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেন তিনি ৷ এরপর ভোটকেন্দ্র থেকে বেরিয়ে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বেরিয়ে পড়েন ৷
  • সকাল সকাল ঠাকুরনগর আরপি বিদ্যালয়ের 43 নং বুথে ভোট দিলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৷ এদিন তিনি স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে আসেন এবং লাইনে দাঁড়িয়ে ভোট দেন ।
  • শ্রীরামপুরের বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ ভোটারদের সঙ্গে সেলফি নিয়ে ডানকুনি বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন ৷

08:25 May 20

  • খড়গপুরের পর হুগলি ৷ ফের বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার 2 লক্ষ টাকা ৷ পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্রও ৷ ভোটের আগের দিন অর্থাৎ রবিবার রাতে হুগলির দাদপুর থানার হারিট এলাকায় নাকা চেকিংয়ের সময় তল্লাশিতে বিজেপি নেতা স্বরাজ ঘোষের কাছ থেকে উদ্ধার হয় এই টাকা ৷ এছাড়াও আগ্নেয়াস্ত্র মিলেছে তাঁর কাছ থেকে ৷ তবে তার লাইসেন্স থাকলেও জেলাশাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি ছিল না ৷

07:24 May 20

পঞ্চম দফায় হুগলিতে সকাল সকাল নির্বাচন পরিস্থিতি
  • চুঁচুড়ার কিশোরপ্রগতি সংঘের 131 নম্বর বুথে ভোট দিলেন হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ ।
  • ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভার টিটাগড় 215 নম্বর বুথে উত্তেজনা । ভোটকেন্দ্রের ভিতর থেকে বিজেপির ভুয়ো এজেন্টকে বের করে দিল কেন্দ্রীয়বাহিনী । নিজেকে এজেন্ট পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে ছিল ওই ব্যক্তি । কিন্তু জানা যায় ওই ব্যক্তি ওই বুথের ভোটার নন । সন্দেহ হওয়ায় তাকে সেই বুথ থেকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী । ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা ৷
  • সকাল সকাল ভোট দিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী দীপ্সিতা ধর ৷ বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়ে ভোট দেন তিনি ৷ এছাড়াও এদিন সকাল সকাল ভোট দেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷

07:01 May 20

ইটিভি ভারতে এক্সক্লুসিভ অর্জুন সিং
  • ভাটপাড়া পৌরসভার 17 নং ওয়ার্ডে সরস্বতী বালিকা বিদ্যালয়ের 144 নং বুথে ভোট দিলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং ৷

06:17 May 20

বিপুল টাকা উদ্ধার

  • মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘনিষ্ঠ সহযোগী নেতা সমিত মণ্ডলের কাছ থেকে 35 লাখেরও বেশি নগদ টাকা উদ্ধার করল পুলিশ ৷ খড়গপুরের একটি হোটেল থেকে জেলা পুলিশের অভিযানে ধরা পড়ে এই বিপুল টাকা ৷

18:40 May 20

কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল পঞ্চম দফার লোকসভা নির্বাচন ৷ মাঝখানে তুমুল বৃষ্টি তাল কাটলেও তা থামতেই বুথে ফের ভিড় জমান ভোটাররা ৷ আগামী শনিবার 25 মে নজর থাকবে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে ৷ দিনভর আপডেট পেতে নজর থাকুক ইটিভি ভারতের পেজে ৷

  • নিজের ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনায় যথেষ্ট অবাক হন তিনি ৷ হাওড়া 37 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের ভোটার ছিলেন ৷ কিন্তু এদিন মধ্য হাওড়ার 37 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ স্কুলে ভোট দিতে গিয়ে তিনি দেখেন ভোটার তালিকায় তাঁর নামের উপর ডিলিটেড লেখা ৷ তবে বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রীর ভাই ৷
  • ইভিএম বিকলের ফলে বন্ধ ছিল ভোটগ্রহণ ৷ সেই কারণে যতক্ষণ না ভোট নেওয়া হবে ততক্ষণ অনশন করবেন বলে জানালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ বিষয়টি দেখে জানাবেন বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক ৷

17:35 May 20

বঙ্গে চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ৷ এই দফায় ভোট হচ্ছে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগে ৷ আজ দিনভর ভোট সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন ইটিভি ভারতের পেজে ৷

বিকেল 5টা পর্যন্ত সাত কেন্দ্রে মোট ভোট পড়েছে 73 শতাংশ ৷ তার মধ্যে আরামবাগে 76.90 % , বনগাঁ 75.73 %, ব্যারাকপুর - 68.84 %, হুগলি - 74.17 % , হাওড়া - 68.84 %, শ্রীরামপুর - 71.18 %, উলুবেড়িয়া - 74.50 %। শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে আরামবাগ ৷ একসঙ্গে পিছিয়ে ব্যারাকপুর-হাওড়া

17:19 May 20

সাত কেন্দ্র মিলিয়ে অভিযোগের পাহাড় নির্বাচনে কমিশনে ৷ বিকেল সাড়ে চারটে পর্যন্ত জমা পড়া অভিযোগের সংখ্যা 1913 ৷

16:12 May 20

  • লকেট চট্টোপাধ্যায় আসতেই উত্তেজনা ছড়াল ভদ্রেশ্বর স্টেশন বাজারে ৷ তৃণমূল কর্মীদের জয় বাংলা ও পালটা বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগানে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ তৃণমূলের মহিলা কর্মীরা জুতো হাতে বিক্ষোভ দেখান ৷ বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী-সমর্থকরা ৷ তৃণমূল কর্মীদের দাবি, গত 5 বছরে আসেননি লকেট চট্টোপাধ্যায় ৷ ভোটে গণ্ডগোল করার জন্য এসেছেন ৷
  • ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভার বোদাই সরদারপাড়া এলাকার 130 নম্বর বুথে সাধারণ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল বিরুদ্ধে । ঘটনাস্থলে বারাসাত পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার ও কিউআরটি টিম । অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব হুমকি দিচ্ছেন, ভোট দিতে গেলে তাদেরকে রাতে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হাত কেটে নেওয়া হবে ৷ এই হুমকির কারণে গ্রামের মহিলা থেকে পুরুষ কেউই ভোট দিতে যেতে পারছে না । এমনকী দুই বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ ৷ রক্তাক্ত অবস্থায় তারা আমডাঙা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । ঝাঁটা হাতে আক্রান্ত বিজেপি কর্মীর স্ত্রী যান ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে ৷

15:50 May 20

  • দুপুর 3টা পর্যন্ত সাতটি কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে 62.72 শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে 67.12 % , বনগাঁ 61.83 %, ব্যারাকপুর - 55.34 %, হুগলি - 65.01 % , হাওড়া - 58.81 %, শ্রীরামপুর - 63.05 %, উলুবেড়িয়া - 66.45 % ৷ এখনও পর্যন্ত শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে আরামবাগ ৷ সবার পিছনে ব্যারাকপুর ৷

15:27 May 20

  • হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ঝামেলা । ব্যাপক মারধরে ঘটনাস্থলে আহত দু'পক্ষের বেশ কয়েকজন । মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকের । দলের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায় । ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র‍্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

14:41 May 20

  • টিটাগড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং ৷ বুথ দখল ও ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন অর্জুন সিং ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা ৷ এমনকি কালো পতাকাও দেখানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

14:28 May 20

  • ব‍্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিক্ষোভের মুখে বিজেপি নেতা কৌস্তভ বাগচি ৷ গাড়ির পিছু ধাওয়া করেন শাসকদলের উত্তেজিত কর্মীরাও । গাড়িতে মারা হয় লাথি । ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় ব‍্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে । ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে কোনওক্রমে পালিয়ে বাঁচেন কৌস্তভ বাগচি ।

14:06 May 20

  • বড়গাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর 122 ও 123 এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট করানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ আমডাঙার অন্তর্গত এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক আসার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে অভিযোগ করেন স্থানীয় ভোটাররা । নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানালেন পার্থ ভৌমিক ৷
  • আমডাঙার উলুডাঙায় 68 নম্বর বুথে সিপিআইএম কর্মীদের ভোট দিতে বাধা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আহত দুই সিপিআইএম কর্মী ৷ সাধারণ ভোটারদের মারধর ও ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ সাময়িক উত্তেজনা ছড়ানোয় গ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহল ৷ ভোট দিতে আসার পথেই আটকানো ও চমকানোর অভিযোগ এলাকাবাসীর । অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের ।

13:40 May 20

  • দুপুর 1টা পর্যন্ত মোট ভোট পড়েছে 48.41 শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে 55.37 % , বনগাঁ 44.15 %, ব্যারাকপুর - 42.47 %, হুগলি - 50.50 % , হাওড়া - 44.71 %, শ্রীরামপুর - 47.75 %, উলুবেড়িয়া - 52.79 % ৷ সাতটি কেন্দ্রের মধ্যে ভোটদানে এগিয়ে রয়েছে আরামবাগ

13:30 May 20

  • বৃষ্টি থামতেই উপচে পড়ছে ভোটারদের ভিড় ৷ ব্যারাকপুর কেন্দ্রের নৈহাটি বিধানসভার অন্তর্গত নৈহাটি স্টেডিয়ামের দুটি ওয়ার্ডের মোট সাতটি বুথে প্রায় 12 হাজারের কাছাকাছি ভোটার । সকাল থেকেই কমবেশি লাইন থাকলেও আচমকাই টানা ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে ভোট কেন্দ্র ফাঁকা হয়ে যায় ৷ রোদ উঠতেই ভোটদাতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেল এই সাত বুথেই ।

12:24 May 20

Fifth Phase Lok Sabha Election in WB
মোমবাতি জ্বালিয়ে চলছে ভোটদান প্রক্রিয়া
  • জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি ৷ একাধিক ভোটগ্রহণ কেন্দ্রে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ৷ তাই অগত্যা মোমবাতি জ্বালিয়েই চলছে ভোট ৷

11:52 May 20

  • চাপদানি বিধানসভার 12-13 নম্বর বুথের সামনে, ধর্মতলা গার্লস হাইস্কুলে ভোট চলাকালীন সময়ে বিজেপি মণ্ডল প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মণ্ডল সভাপতি প্রশান্ত রায়ের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বেধড়ক মারধর করে মেরে ঠোঁট ফাটিয়ে জামা কাপড় ছিঁড়ে দেয় । মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় । ঘটনার অভিযোগ মৌখিকভাবে জানিয়েছেন পুলিশকে ।

11:30 May 20

  • বেলা 11টা পর্যন্ত মোট ভোট পড়েছে 32.70 শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে 36.21 % , বনগাঁ 31.81 %, ব্যারাকপুর - 29.99 %, হুগলি - 33.78 % , হাওড়া - 30.89 %, শ্রীরামপুর - 31.74 %, উলুবেড়িয়া - 33.98 % ৷
  • স্বামী-স্ত্রী দুজনে ভোট দিতে এসে জানতে পারলেন ভোটার লিস্ট অনুযায়ী তাঁরা দুজনেই মৃত । মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের 230 নম্বর বুথের ঘটনা ৷ জীবিত থাকা সত্ত্বেও ভোটার লিস্টে মৃত হওয়ায় ভোট না দিয়েই ফিরে যেতে হল দম্পতিকে ৷ এই ঘটনায় ভোটকর্মী-সহ সকলেই অবাক ।
  • বুথে ঢুকে ইভিএম মেশিন দেখলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । যার জেরে বিতর্ক দেখা দিয়েছে । যদিও তাকে প্রিসাইডিং অফিসার বুথ থেকে বাইরে বেরিয়ে যেতে বলেন ৷ হুগলি লোকসভা কেন্দ্রের পাণ্ডুয়ার শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের ঘটনা ৷ সেখানে বুথ ঘুরে দেখার পাশাপাশি 273 নম্বর বুথের ভিতরে ইভিএম মেশিনের কাছে যান তৃণমূল প্রার্থী রচনা । যদিও বাইরে বেরিয়ে রচনা বলেন, "ঘুরে দেখলাম । সব ঠিক আছে ।" বিজেপির অভিযোগ, এভাবে কোনও প্রার্থী ভোট চলাকালীন ইভিএম মেশিনের কাছে যেতে পারেন না ।
  • পুরশুড়া বিধানসভার বালিপুরের পূর্ব রাধানগরে উদ্ধার দুটি তাজা বোমা । পুলিশ বোমাগুলো উদ্ধার করেছে । গতকাল বোমাবাজির পর আজ ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
  • হাওড়ায় নিজের কেন্দ্রে এসে ভোট দিয়ে গেলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৷ বেলা 10টা নাগাদ ভোট দিয়ে বেলা 1টা থেকে প্রচার আছে বলে তিনি ফের নিজের কেন্দ্র তমলুকে ফিরে যান ৷

11:04 May 20

খাবার দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল-বিজেপির বিরুদ্ধে

  • দাসপুর থানার মহেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে টিফিন খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ । দাদপুর 17-18 নম্বর রোডের পাশে তৃণমূলের তরফে পাঁউরুটি-ঘুগনি এবং বিজেপির পক্ষ থেকে কেক খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল ৷

10:05 May 20

  • মহিলার শ্লীলতাহানির অভিযোগে আইটিবিপি জওয়ানকে গাছে বেঁধে মার গ্রামবাসীদের ৷ প্রথমে ওই জওয়ানকে আটক করা হয় ৷ এই ঘটনায় ভোটের দায়িত্বে থাকা বাকি তিনজন আইটিবিপি জওয়ানকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
  • লিলুয়ার ভারতী স্কুলে 176 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার গৌতম মান্নাকে বদল করে দেওয়া হল । এই ঘটনায় তাঁর অভিযোগ, দু'জন মহিলা ভোট শুরুর আগেই তাঁকে ব্যাপক মারধর করে ৷ এরপরেই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে তাঁকে ভোট প্রক্রিয়া থেকে বসিয়ে দেওয়া হল ।

09:48 May 20

  • ফুরফুরায় নিজের কেন্দ্রে ভোট দিলেন আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী
  • গয়েশপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা তৃণমূলের । প্রায় হাতাহাতি হওয়ার অবস্থা । গয়েশপুরে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের দেখতে কল্যাণী এইমসে গেলেন প্রার্থী শান্তনু ঠাকুর
  • তৃণমূলের দাবি, রথীন নিজের সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকে দীর্ঘক্ষণ ধরে মক পোল করিয়েছেন । রথীনের দাবি, 2 ঘণ্টা হয়ে গেলেও ইচ্ছাকৃতভাবে ভোট চালু করা হয়নি । প্রিসাইডিংকে মারধর করা হয়েছে । ভোট কেন্দ্রে বসে রয়েছেন রথীন ।
  • ভোট দিলেন উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ৷

09:11 May 20

  • সকাল 9টা পর্যন্ত মোট ভোট পড়েছে 15.35 শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে 16.38 % , বনগাঁ 15.19 %, ব্যারাকপুর - 15.08 %, হুগলি - 14.01 % ,হাওড়া - 15.20 %, শ্রীরামপুর - 14.43 %, উলুবেড়িয়া - 17.25 %
  • বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুর বেদীভবনের কাছে রাস্তার উপর বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় একইসঙ্গে আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর । আক্রান্ত সুবীর বিশ্বাসের অভিযোগ, ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল । প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে ।
  • লিলুয়ার ভারতীয় স্কুলের 176 নম্বর বুথে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ ৷ প্রিসাইডিং অফিসারের বক্তব্য, তাঁকে চড় থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে । ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এলে তাঁর সামনে প্রিসাইডিং অফিসার সম্পূর্ণ ঘটনা জানান ৷ এরপর রথীন চক্রবর্তীর তত্ত্বাবধানে আবার ভোট প্রক্রিয়া শুরু হয় ৷ বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল নেতা কৈলাস মিশ্রের নেতৃত্বে এই ঘটনা ঘটছে । এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন ৷
  • ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত স্বরূপনগরের নবাবকাটির 127 নম্বর বুথ ৷ অভিযোগ, সকালবেলা ভোট দিতে যাচ্ছিল কয়েকজন বিজেপি কর্মী ৷ ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে বাঁশ ও লোহার রড নিয়ে বিজেপি কর্মীদের উপরে হামলা চালায় ৷
  • বিজপুর বিধানসভার বাবু ব্লক এলাকার তিন নম্বর বুথ জ্যাম করার অভিযোগ ৷ ঘটনাস্থলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছলে তাঁকে লক্ষ্য করে অর্জুন সিং মুর্দাবাদ এবং গো ব্যাক স্লোগান ওঠে ৷

08:58 May 20

  • রবিবার উলুবেড়িয়াতে মহিলাকে যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয়বাহিনীর জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দিল কমিশন ৷ অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্মীকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্রীয়বাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক ৷ আর সোমবার সকালে অভিযুক্ত জওয়ানকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানায় নির্বাচন কমিশন ৷
  • ভোটের দিন সকাল থেকেই ফুল ফর্মে হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ ভুয়ো তৃণমূল এজেন্ট থেকে শুরু করে বুথের ভিতর থেকে রাজ্য পুলিশের কর্মীকে বের করে দেন ৷

08:35 May 20

  • ভোট দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷ 194 নম্বর বুথে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেন তিনি ৷ এরপর ভোটকেন্দ্র থেকে বেরিয়ে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বেরিয়ে পড়েন ৷
  • সকাল সকাল ঠাকুরনগর আরপি বিদ্যালয়ের 43 নং বুথে ভোট দিলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৷ এদিন তিনি স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে আসেন এবং লাইনে দাঁড়িয়ে ভোট দেন ।
  • শ্রীরামপুরের বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ ভোটারদের সঙ্গে সেলফি নিয়ে ডানকুনি বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন ৷

08:25 May 20

  • খড়গপুরের পর হুগলি ৷ ফের বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার 2 লক্ষ টাকা ৷ পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্রও ৷ ভোটের আগের দিন অর্থাৎ রবিবার রাতে হুগলির দাদপুর থানার হারিট এলাকায় নাকা চেকিংয়ের সময় তল্লাশিতে বিজেপি নেতা স্বরাজ ঘোষের কাছ থেকে উদ্ধার হয় এই টাকা ৷ এছাড়াও আগ্নেয়াস্ত্র মিলেছে তাঁর কাছ থেকে ৷ তবে তার লাইসেন্স থাকলেও জেলাশাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি ছিল না ৷

07:24 May 20

পঞ্চম দফায় হুগলিতে সকাল সকাল নির্বাচন পরিস্থিতি
  • চুঁচুড়ার কিশোরপ্রগতি সংঘের 131 নম্বর বুথে ভোট দিলেন হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ ।
  • ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভার টিটাগড় 215 নম্বর বুথে উত্তেজনা । ভোটকেন্দ্রের ভিতর থেকে বিজেপির ভুয়ো এজেন্টকে বের করে দিল কেন্দ্রীয়বাহিনী । নিজেকে এজেন্ট পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে ছিল ওই ব্যক্তি । কিন্তু জানা যায় ওই ব্যক্তি ওই বুথের ভোটার নন । সন্দেহ হওয়ায় তাকে সেই বুথ থেকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী । ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা ৷
  • সকাল সকাল ভোট দিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী দীপ্সিতা ধর ৷ বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়ে ভোট দেন তিনি ৷ এছাড়াও এদিন সকাল সকাল ভোট দেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷

07:01 May 20

ইটিভি ভারতে এক্সক্লুসিভ অর্জুন সিং
  • ভাটপাড়া পৌরসভার 17 নং ওয়ার্ডে সরস্বতী বালিকা বিদ্যালয়ের 144 নং বুথে ভোট দিলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং ৷

06:17 May 20

বিপুল টাকা উদ্ধার

  • মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘনিষ্ঠ সহযোগী নেতা সমিত মণ্ডলের কাছ থেকে 35 লাখেরও বেশি নগদ টাকা উদ্ধার করল পুলিশ ৷ খড়গপুরের একটি হোটেল থেকে জেলা পুলিশের অভিযানে ধরা পড়ে এই বিপুল টাকা ৷
Last Updated : May 20, 2024, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.