বারাসত, 15 মে: অপহরণের 24 ঘণ্টা কাটতে না কাটতেই খোঁজ মিলল বারাসতের 'নিখোঁজ' নির্দল প্রার্থী কাকলি ঘোষের । তা-ও আবার জেলার সদর শহর বারাসতে একেবারে জেলাশাসকের দফতরে । বুধবার জনসমক্ষে এসে জেলার নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বারাসতের নির্দল প্রার্থী । বুধবার দুপুরে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে আসেন বারাসতে জেলাশাসকের দফতরে । তবে, এদিন কার্যত লুকোচুরি করেই নির্দল প্রার্থী কাকলি ঘোষ তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন ।
সেখানে সংবাদমাধ্যমকে দেখে কখনও শাড়ির আঁচল দিয়ে, আবার কখনও মাস্কে মুখ আড়াল করতে দেখা গিয়েছে তাঁকে । দেখে যে কোনও মানুষেরই মনে হতে পারে, তিনি কিছু লুকোতে চাইছেন ! স্বভাবতই তাঁর এই মনোনয়ন প্রত্যাহার ঘিরে শুরু হয়েছে জোর চর্চা । তাহলে কী অপহরণের পর তাঁকে হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করাতে বাধ্য করা হল ? নাকি ভয়ে আতঙ্কিত হয়েই তিনি নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন ? এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে নির্দল প্রার্থী কাকলি ঘোষের মনোনয়ন প্রত্যাহারের পর ! যদিও, তিনি কোনও চাপের কাছে নতিস্বীকার করেননি বলে দাবি করে বলেন, "অপহরণের কোনও ঘটনার কথা আমার জানা নেই । নিজের ইচ্ছাতেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি । কেউ আমাকে তুলে নিয়ে যায়নি ।"
প্রসঙ্গত, মঙ্গলবারই জেলাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়ন দাখিল করেছিলেন বারাসতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ । সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের আপ্ত সহায়ক প্রবীর রায় । আর এই ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন শুরু হয় রাজনীতির অন্দরে । প্রশ্ন উঠতে শুরু করে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের নামে ওই নির্দল প্রার্থী দাঁড় করিয়ে আদতে কী মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার প্রচেষ্টা চলছে ! সেই কারণেই কী কাকলি ঘোষকে নির্দল প্রার্থী হিসেবে বারাসত কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ? যাতে মানুষ বিভ্রান্ত হয়ে ভোট দিতে পারে তাঁকে ? এই সমস্ত প্রশ্ন যখন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে, ঠিক তখনই অভিযোগ ওঠে, হাবড়ার বাড়ি থেকে কাকলি ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । অপহরণের পর থেকে দু'জনেরই মোবাইল ফোন 'সুইচড অফ' ছিল । ফলে, কেউই এই দম্পতির সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিলেন না ।
এরপরই কাকলির খোঁজ পেতে বুধবার হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন তাঁর মনোনয়নের প্রস্তাবক দিলীপ দাস । সেই অভিযোগের তদন্ত শুরুর আগেই এদিন দুপুরে হঠাৎই হাবড়া থেকে কয়েক কিলোমিটার দূরে বারাসতে খোঁজ মেলে 'নিখোঁজ' নির্দল প্রার্থী কাকলি ঘোষের । এই ঘটনা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে । যদিও সেই রহস্য উন্মোচন করতে গিয়ে বারাসতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ বলেন,"কেউ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়নি । আমার ইচ্ছা তাই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি ।"
এই ঘটনা নিয়ে বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, "কাকলি ঘোষ দস্তিদার ভয় পেয়েছেন । তাই হারার ভয়ে অপহরণ হুমকি । এই সমস্ত করে নির্দল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করতে হচ্ছে । এসব করে কোনও লাভ হবে না । বারাসতের মানুষ এবার ওনাকে যোগ্য জবাব দেবে ।" যদিও এই বিষয়ে শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি ।
আরও পড়ুন :