কলকাতা, 5 এপ্রিল: লোকসভা নির্বাচনে জোরদার টক্কর দিতে ইতিমধ্যেই ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ইতিমধ্যেই জেলায় জেলায় নিজেদের কর্মসূচি নিয়ে ভোটের প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার-জনসংযোগ কর্মসূচির পাশাপাশি পঞ্চায়েত স্তর থেকে দলীয় সংগঠনকে কাজে লাগাতে এবার উদ্যোগী অভিষেক ।
এ রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট ১৯ এপ্রিল । তার আগে শনিবার রাজ্যের সমস্ত জয়ী পঞ্চায়েত প্রধান এবং উপ-প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক। ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এখানে তৃণমূলের হাতে থাকা সমস্ত পঞ্চায়েত প্রধান এবং উপ-প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে । অর্থাৎ, এই ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের দখলে থাকা রাজ্যের পঞ্চায়েতগুলির প্রধান এবং উপপ্রধানের উপস্থিত থাকার কথা ৷
ইতিমধ্যেই লোকসভা কেন্দ্র ধরে ধরে সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক । ফল সার্বিকভাবে ভালো করতে পঞ্চায়েত স্তর থেকেই দলকে তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছিল 63,229 আসনের মধ্যে 42 হাজারের বেশি আসনে জিতেছিল তৃণমূল । লোকসভাতেও এই সমস্ত আসন যাতে তৃণমূল কংগ্রেসের হাতে থাকে তা নিশ্চিত করতে বৈঠক থেকে দলকে নির্দেশ দিতে পারেন 'সেকেন্ড ইন কমান্ড'।
প্রসঙ্গত, কয়েকদিন আগে তারাপীঠে অনুষ্ঠিত তৃণমূলের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, লোকসভায় প্রার্থীদের জয় নিশ্চিত করতে গত পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে যেখানে যে ব্যবধানে জয় এসেছিল তা ধরে রাখতে হবে। বৈঠক থেকে এই বার্তায় শিলমোহর পড়তে পারে ।
শুক্রবার এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম এক শীর্ষ নেতা । তিনি বলেন, "সংগঠনের ক্ষেত্রে আমাদের আত্মতুষ্টির কোনও জায়গা নেই । সেই কারণেই এই বৈঠক । বৃহত্তর তৃণমূল পরিবার যাতে ভোটে তার সর্বশক্তি দিয়ে লড়াই করতে পারে সে জন্যই বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক ।"
আরও পড়ুন:
বিজেপির হাত থেকে ঝাড়গ্রাম ছিনিয়ে নিতে রণকৌশল বাতলে দিলেন অভিষেক
ফল ভালো না হলেই দলীয় পদ থেকে অপসারণ, বীরভূমে হুঁশিয়ারি অভিষেকের
'বিজেপিতে যাননি বলেই জেল খাটছেন অনুব্রত', কেষ্টগড়ে নিশানা অভিষেকের