ETV Bharat / state

সেবক-রংপো রেল প্রকল্পে ফের শ্রমিকের মৃত্যু, গাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের - Sivok Rangpo Rail Project - SIVOK RANGPO RAIL PROJECT

Sivok-Rangpo Rail Project: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে ফের এক শ্রমিকের মৃত্যু হল ৷ তাঁর নাম রাজেন ছেত্রী (42)। এই নিয়ে এই প্রকল্পে মৃত্যু হল 19 জনের ৷ রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

ETV BHARAT
সেবক-রংপো রেল প্রকল্পে ফের শ্রমিকের মৃত্যু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 5:46 PM IST

কালিম্পং, 25 জুলাই: ফের সেবক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের । বৃহস্পতিবার সেবকের ভালুখোলায় 9 ও 10 নম্বর টানেলের কাছে ওই শ্রমিকের মৃত্যু হয় । এই নিয়ে ওই প্রকল্পে এখনও পর্যন্ত মোট 19 জনের মৃত্যু হল । এই ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

এদিন যে শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁর নাম রাজেন ছেত্রী (42)। তিনি কালিম্পংয়েরই কিরণের বাসিন্দা বলে জানা গিয়েছে । তাঁর মৃত্যুর পরই ফের রেল কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । পাশাপাশি রেল কর্তৃপক্ষর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ।

ওই শ্রমিকের মৃত্যুর পর এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন । মৃত শ্রমিকের দেহ ঘটনাস্থলে রেখেই তাঁরা বিক্ষোভ দেখান । এমনকি পুলিশকে দেহ উদ্ধার কর‍তেও বাধা দেন এলাকাবাসীরা । এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । পরে সেবক ফাঁড়ির পুলিশ বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । তবে এই ঘটনায় এদিন দিনভর বিক্ষোভ দেখান এলাকাবাসীরা । সেই কারণে কাজ বন্ধ হয়ে যায় রেল প্রকল্পের ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন টানেলের বাইরে একটি মেশিনের উপর কাজ করছিলেন রাজেন ছেত্রী । সেই সময় আচমকা তাঁর পা পিছলে যায় । পা পিছলে পড়ে যাওয়ার পর মেশিনের বেল্টে আটকে যান তিনি ৷ এরপর তাঁর শরীর মেশিনের ভিতরে ঢুকে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের ।

এই বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে প্রকল্পের বরাতপ্রাপ্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড বা ইরকনের অধিকর্তা মহেন্দ্র সিং বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে । এক শ্রমিকের মৃত্যু হয়েছে । আমরা সিসি ক্যামেরা খতিয়ে দেখছি । তদন্ত করে দেখা হবে ঘটনাটি কেমন করে ঘটল ।"

উল্লেখ্য, গত মে মাসেই এই রেল প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনার ফলে এক শ্রমিকের মৃত্যু হয় ৷ প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, টানেলের গোডাউনে কাজ করার সময় লোহার ব্লক শ্রমিকের মাথার উপর পড়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ যদিও ঘটনাটি অস্বীকার করে প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা ৷

প্রসঙ্গত, 2025 সালের 15 অগস্ট সেবক থেকে রংপো পর্যন্ত রেল চলাচলের পরিকল্পনা রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ৷

কালিম্পং, 25 জুলাই: ফের সেবক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের । বৃহস্পতিবার সেবকের ভালুখোলায় 9 ও 10 নম্বর টানেলের কাছে ওই শ্রমিকের মৃত্যু হয় । এই নিয়ে ওই প্রকল্পে এখনও পর্যন্ত মোট 19 জনের মৃত্যু হল । এই ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

এদিন যে শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁর নাম রাজেন ছেত্রী (42)। তিনি কালিম্পংয়েরই কিরণের বাসিন্দা বলে জানা গিয়েছে । তাঁর মৃত্যুর পরই ফের রেল কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । পাশাপাশি রেল কর্তৃপক্ষর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ।

ওই শ্রমিকের মৃত্যুর পর এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন । মৃত শ্রমিকের দেহ ঘটনাস্থলে রেখেই তাঁরা বিক্ষোভ দেখান । এমনকি পুলিশকে দেহ উদ্ধার কর‍তেও বাধা দেন এলাকাবাসীরা । এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । পরে সেবক ফাঁড়ির পুলিশ বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । তবে এই ঘটনায় এদিন দিনভর বিক্ষোভ দেখান এলাকাবাসীরা । সেই কারণে কাজ বন্ধ হয়ে যায় রেল প্রকল্পের ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন টানেলের বাইরে একটি মেশিনের উপর কাজ করছিলেন রাজেন ছেত্রী । সেই সময় আচমকা তাঁর পা পিছলে যায় । পা পিছলে পড়ে যাওয়ার পর মেশিনের বেল্টে আটকে যান তিনি ৷ এরপর তাঁর শরীর মেশিনের ভিতরে ঢুকে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের ।

এই বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে প্রকল্পের বরাতপ্রাপ্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড বা ইরকনের অধিকর্তা মহেন্দ্র সিং বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে । এক শ্রমিকের মৃত্যু হয়েছে । আমরা সিসি ক্যামেরা খতিয়ে দেখছি । তদন্ত করে দেখা হবে ঘটনাটি কেমন করে ঘটল ।"

উল্লেখ্য, গত মে মাসেই এই রেল প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনার ফলে এক শ্রমিকের মৃত্যু হয় ৷ প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, টানেলের গোডাউনে কাজ করার সময় লোহার ব্লক শ্রমিকের মাথার উপর পড়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ যদিও ঘটনাটি অস্বীকার করে প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা ৷

প্রসঙ্গত, 2025 সালের 15 অগস্ট সেবক থেকে রংপো পর্যন্ত রেল চলাচলের পরিকল্পনা রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.