ETV Bharat / state

সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার স্থানীয় আইএসএফ নেত্রী - সন্দেশখালি

ISF leader arrested in Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় গ্রেফতার করা হল স্থানীয় আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে ৷ তাঁকে আজ আদালতে তোলা হবে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 10:39 AM IST

Updated : Feb 25, 2024, 5:13 PM IST

সন্দেশখালি, 25 ফেব্রুয়ারি: সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার করা হল স্থানীয় এক আইএসএফ নেত্রীকে ৷ বসিরহাট জেলা পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মিনাখাঁ থেকে আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে গ্রেফতার করে পুলিশ । তিনি ওই এলাকারই বাসিন্দা । রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ । ধৃত নেত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই ঘটনায় বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ।

সন্দেশখালি সফরে গিয়েই রাজ্য পুলিশের ডিজি বলেছিলেন যে, এই ঘটনায় যাঁরা আইন হাতে তুলে নেবেন এবং যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদেরকে গ্রেফতার করা হবে । তাই নিজেরা হাতে আইন তুলে না নিয়ে, পুলিশের শিবিরে গিয়ে অভিযোগ জানানোর জন্য আবেদন জানিয়েছিলেন রাজীব কুমার ৷ এ বার সেই ঘটনাতেই অর্থাৎ আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অভিযোগে শনিবার গ্রেফতার হলেন আইএসএফ নেত্রী আয়েশা বিবি ।

যখন থেকে সন্দেশখালি উত্তপ্ত হয়েছে তখন থেকেই দেখা গিয়েছে বিভিন্ন নেতানেত্রীদের গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেননি তদন্তকারীরা । তবে এর আগে, সেখানে গোলমালের অভিযোগে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহকে কলকাতা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ । পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা উত্তম সর্দার, শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে । তাঁদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনের ধারা প্রয়োগ করা হবে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে । কিন্তু সন্দেশখালির মানুষের প্রশ্ন, এই এত ঘটনা ঘটার পরেও কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ ।

আরও পড়ুন:

  1. মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারীরাই সুরক্ষিত নন, সন্দেশখালি নিয়ে মমতাকে তোপ বিজেপি নেত্রীর
  2. পুলিশি নজর এড়িয়ে সন্দেশখালির অশান্ত এলাকায় ঘুরলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
  3. তপ্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার পরিবারকে তাড়া ক্ষুদ্ধ গ্রামবাসীদের

সন্দেশখালি, 25 ফেব্রুয়ারি: সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার করা হল স্থানীয় এক আইএসএফ নেত্রীকে ৷ বসিরহাট জেলা পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মিনাখাঁ থেকে আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে গ্রেফতার করে পুলিশ । তিনি ওই এলাকারই বাসিন্দা । রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ । ধৃত নেত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই ঘটনায় বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ।

সন্দেশখালি সফরে গিয়েই রাজ্য পুলিশের ডিজি বলেছিলেন যে, এই ঘটনায় যাঁরা আইন হাতে তুলে নেবেন এবং যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদেরকে গ্রেফতার করা হবে । তাই নিজেরা হাতে আইন তুলে না নিয়ে, পুলিশের শিবিরে গিয়ে অভিযোগ জানানোর জন্য আবেদন জানিয়েছিলেন রাজীব কুমার ৷ এ বার সেই ঘটনাতেই অর্থাৎ আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অভিযোগে শনিবার গ্রেফতার হলেন আইএসএফ নেত্রী আয়েশা বিবি ।

যখন থেকে সন্দেশখালি উত্তপ্ত হয়েছে তখন থেকেই দেখা গিয়েছে বিভিন্ন নেতানেত্রীদের গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেননি তদন্তকারীরা । তবে এর আগে, সেখানে গোলমালের অভিযোগে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহকে কলকাতা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ । পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা উত্তম সর্দার, শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে । তাঁদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনের ধারা প্রয়োগ করা হবে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে । কিন্তু সন্দেশখালির মানুষের প্রশ্ন, এই এত ঘটনা ঘটার পরেও কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ ।

আরও পড়ুন:

  1. মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারীরাই সুরক্ষিত নন, সন্দেশখালি নিয়ে মমতাকে তোপ বিজেপি নেত্রীর
  2. পুলিশি নজর এড়িয়ে সন্দেশখালির অশান্ত এলাকায় ঘুরলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
  3. তপ্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার পরিবারকে তাড়া ক্ষুদ্ধ গ্রামবাসীদের
Last Updated : Feb 25, 2024, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.